You are viewing a single comment's thread from:

RE: জেনারেল রাইটিং:-) দেশে বৃদ্ধাশ্রম কেন প্রয়োজন?

in আমার বাংলা ব্লগ5 months ago

এটা খুবই খারাপ লাগার একটা বিষয়।একজন বাবা-মাতা সন্তানকে কষ্টে মানুষ করে কিন্তু সেই সন্তান বড় হয়ে বাবা মাকে মানুষ করতে পারে না, এসব সন্তান থাকার থেকে না থাকাই ভালো। কেন বৃদ্ধাশ্রম তৈরি হবে কারণ শেষ বয়সে তারা উপার্জন করতে পারে না বিধায় তাদের বৃদ্ধাশ্রমে রেখে আসে।লজিকে যদি আসা যায় তাহলে একটা সন্তান জন্ম নেয়ার পর উপার্জন করতে পারে না তখন তো বাবা মা তাদেরকে রেখে আসেনা। অনেক সুন্দর কিছু বিষয় তুলে ধরেছেন ভালো লাগলো।

Sort:  
 5 months ago 

প্রত্যেকের কর্ম অনুযায়ী তাকে কর্মফল ভোগ করতে হবে। আজকে যদি কেউ কারোর পিতা-মাতাকে বৃদ্ধাশ্রম রাখি আসে তাহলে সেই ব্যক্তিকেও একদিন তার সন্তান-সন্ততি বৃদ্ধাশ্রমিয়ে রাখিয়ে যাবে সুতরাং এই বিষয়গুলো থেকে আমাদের সচেতন হওয়া আবশ্যক। সুবিন্যস্ত ভাবে সুন্দর একটি কমেন্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68394.30
ETH 2644.71
USDT 1.00
SBD 2.69