RE: সে জ্ঞান দিয়ে কি লাভ? যে জ্ঞান মানুষের উপকারে না এসে মানুষের ক্ষতি সাধনে ভূমিকা রাখে।
জ্বি ভাইয়া ঠিক বলেছেন আমাদের এমন জ্ঞান দিয়ে কি হবে যেটা যদি আমাদের উপকারে না আসে।প্রতিটা মানুষ নিজেকে জ্ঞানী মনে করে এবং এসব জ্ঞানের কারণে সাধারণ জনগণ ভুগতে থাকে ভাইয়া এখন চলতেই আছে এরকম। এরকম মানুষ আমাদের সমাজেও রয়েছে ভাইয়া। তারা জ্ঞান দেবে ও টাকাও নেবে কিন্তু তাদের জ্ঞানটা কিন্তু খারাপ দিকে প্রবাহিত করে। এখনো কিছু ভালো মানুষের জন্য ভাইয়া টিকে আছে পৃথিবী। একটা মানুষ ইচ্ছা করলে ভালো জ্ঞানের মাধ্যমে ও মানুষকে ভালো পথে আনতে পারে। এখন যারা আমাদের ওপর পদে থাকে তারা সব সময় দুর্নীতি করে মানুষকে বঞ্চিত করে। টাকা পয়সা ইনকাম করতেছে। গরিবের হক মেরে তারা কতদিন ভাই এই সুখে শান্তিতে থাকবে। সৃষ্টিকর্তা একদিন না একদিন ঠিক এর বিচার করবে।মানুষ মানুষের জন্য হলেও কিন্তু ভাই বর্তমান পরিস্থিতিতে একটা মানুষ আরেকটা মানুষের বিপদে এগিয়ে আসে না। ঢাকা শহরে তো মানুষ আসেই না। আমাদের চোখের সামনে যদি একটা মানুষ মরে পড়েও থাকে তাও দেখার কেউ নেই। জি ভাইয়া দুনিয়ায় যে যেমন কাজ করবে তেমন ফল পায় এবং কেউ কেউ ফল পেয়েও যায় আবার কেউ ওপারে যে পায়। ঠিক বলেছেন। পাপ বাপকেও ছাড়ে না একটা কথায় আছে না। যেমন কর্ম করবে এবং তার কর্মফল তাকে ভুগতেই হবে। আজকে অনেক সুন্দর কিছু আলোচনা করেছেন ভাইয়া ভীষণ ভালো লাগলো
ঠিক বর্তমান পরিস্থিতিতে একটা মানুষ আরেকটা মানুষের বিপদে এগিয়ে আসে না।