RE: সবুজ প্রকৃতির সতেজ অনুভূতি || Original Photography by @hafizullah
জ্বি ভাইয়া যারা কর্ম করে খায়। কর্মই আমাদের মূল শক্তি। সাধারণ মানুষ অনেক সময় দেখছি পরিস্থিতির শিকার হচ্ছে। যারা পথ দিয়ে হেঁটে যাচ্ছে তাদেরও মারধর করা হচ্ছে। কি একটা অবস্থা। সবথেকে মধ্যবিত্ত পরিবারের জন্য অনেক কষ্ট হয়ে যাবে। যারা দিন আনে দিন খায় তাদের কথা তো বললামই না। যারা আমাদের ওপরে বসে শাসন দেখায়। তাদের তো কোন কিছুই ক্ষতি হয় না। যত ক্ষতি সাধারন মানুষের হয়। মন খারাপ থাকলে প্রকৃতির মধ্যে গেলে শান্তি ও সজীবতা দুটোই পাওয়া যায়।গ্রামের পরিবেশটা আমাকে মুগ্ধ করে। শহরাঞ্চলে অনেক মজা হলেও গ্রামের পরিবেশটা শান্ত সৃষ্ট নিরিবিল পরিবেশ।আপনি ঠিক কথা বলেছেন প্রকৃতি হলো আগামী দিনের প্রকৃত সাথী । গাছপালা না থাকলে আমরা অক্সিজেন কোথায় থেকে পাব। তাই আমাদের উচিত হবে গাছপালা সংরক্ষণ করা। গ্রামের পরিবেশ ও আকাশের সৌন্দর্য তুলে ধরেছেন। অনেক ভালো লাগলো ভাইয়া ।