সবুজ প্রকৃতির সতেজ অনুভূতি || Original Photography by @hafizullahsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ10 months ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ্য আছেন। যদিও গতকালটা আমাদের বেশ আতংক এবং উৎকণ্ঠার মাঝে কেটেছে। সত্যি বলতে আমরা একটু স্বাভাবিক পরিবেশ চাই, নিজের কাজের জায়গায় নিশ্চিন্তে যাতায়াত করতে চাই এবং কোন ধরনের আশংকা নিয়ে বাড়ি হতে বের হতে চাই না। আমরা কর্মজীবী মানুষ, কর্মই আমাদের মুল শক্তি। সুতরাং আমাদের কর্ম ঠিক থাকলে বাকি সব ঠিক থাকবে এবং সংসারে গতি থাকবে। কিন্তু সেটা না হলে আমরা যেমন নির্জীব হয়ে যাবো ঠিক তেমনি আমাদের সংসারও গতিহীন হয়ে যাবে। এটা নির্মম এক বাস্তবতা আমাদের জন্য এবং আমাদের সমাজের জন্য।

কিন্তু আফসোসের ব্যাপারটা কোথায় জানেন? আমরা সাধারণ জনগণ কি চাই এবং আমাদের মনের মাঝে কি আছে সেটা উপরের মানুষগুলো কখনোই বুঝতে পারে না। হ্যা, এটা বিষয় বেশ স্পষ্ট হয়ে গেছে মোটামুটি সকলের নিকট, সেটা হলো সাধারণ মানুষ এখন আর অত বেশী রাজনীতি নিয়ে ব্যস্ত থাকতে চায় না কিংবা জড়াতে চায় না, একটা নির্দিষ্ট সীমা রেখা বজায় রাখার চেষ্টা করছে অনেক আগ হতেই। কারন যত যাইহোক, ক্ষতি হলে সাধারণ মানুষের হয় এবং কিছু হারালে সাধারণ মানুষই সেটা হারায়। যেখানে সুবিধার চেয়ে অসুবিধা বেশী সেখানে থাকার সম্ভাবনা কম থাকবে এটাই সহজ সমীকরণ।

IMG_20230915_130607.jpg

যাইহোক, আমি এসব নিয়ে অতো বেশী কথা বলতে চাই না, তবুও কিছু কথা জমা ছিলো বলে সেগুলোকে বের করে দিলাম। না হলে একটা অন্য রকম অস্বস্তি কাজ করতো মনে। তবে আমি যেটা নিয়ে সব সময় বলতে চাই এবং ইচ্ছুক সেটা হলো প্রকৃতি। আর কোথায় গিয়ে শান্তি পান বা না পান প্রকৃতির সান্নিধ্যে গেলে শান্তি এবং সজীবতা দুটোই পাওয়ার নিশ্চিয়তা কিন্তু আছে। এখানে ঠকার কিংবা কিছু হারানোর কোন সম্ভাবনা নেই। প্রকৃতি নিতে নয় বরং দিতে পছন্দ করে, প্রকৃতি যতটা সুবিধা নেয় তার চেয়ে হাজার গুন বেশী দেয়। সবুজ, সুন্দর ও নির্মল রাখার চেষ্টা করে সব কিছু।

IMG_20230915_130532.jpg

IMG_20230915_130558.jpg

তাই আমার দৃষ্টিতে এটার প্রতি একটু বেশী আগ্রহী হওয়া উচিত আমাদের, একটু বেশী যত্নশীল হওয়ার উচিত আমাদের এবং সময়ে অসময়ে সকল হতাশা দূরে ঠেলে প্রকৃতির মাঝে থাকার চেষ্টা করা উচিত আমাদের। আমাদের সকল অস্থিরতা কিংবা চিন্তার ভার দূর করতে পারে সবুজ প্রকৃতি। দেখুন আমাদের খাবারের সবটাই কিন্তু প্রকৃতি হতে আসে, হয়তো আজকাল কৃত্রিমভাবে কিছু তৈরী করা হচ্ছে কিন্তু ভেতরের খবর নিয়ে দেখুন সেখানেও কোন না কোন ভাবে প্রকৃতির অবদান রয়েছে। প্রকৃতির ফর্মুলা ব্যবহার করা হয়েছে। তাই প্রকৃতি বাদ দিয়ে কিছু করার চিন্তা মোটেও সঠিক হবে না, প্রকৃতি বাদ দিয়ে কিছু করার দাবী মোটেও সত্য হবে না।

IMG_20230915_120630.jpg

IMG_20230915_120959.jpg

আমার কাছে একটা বিষয় স্পষ্ট সেটা হলো প্রকৃতি আমাদের অকৃত্রিম বন্ধু এবং আগামী দিনের প্রকৃত সাথি। হয়তো সবাই আপনার সাথে এবং আপনার কাছ হতে দূরে সরে যাবে কিন্তু প্রকৃতি আপনার পাশে আরো বেশী আপন হয়ে আপনাকে আগলে রাখবে। বিশেষজ্ঞরা এই জন্য যখন কোন ঝামেলায় পড়তেন, তখন প্রকৃতির সান্নিধ্যে নিড়িবিলি সময় কাটানোর চেষ্টা করতেন, কিন্তু কেন এটা করতেন? কারন তারা জানতেন জটিল বিষয়টির সঠিক এবং সুন্দর সমাধান বের করার সহজ উপায় হলো প্রকৃতির সান্নিধ্যে আরো বেশী সতেজতা নিয়ে গভীর চিন্তার মাধ্যমে সমাধান আসতে পারে। কিন্তু আফসোস, আমরা উন্নতির দোহাই দিয়ে দিনকে দিন প্রকৃতি হতে আরো দূরে সরে যাওয়ার চেষ্টা করছি।

IMG_20230915_130623.jpg

তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৩ইং।
লোকেশনঃ ধামরাই, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 10 months ago 

সত্যি কিন্তু ভাইয়া সাধারন মানুষ এখন আর রাজনীতি চায় না। সাধারন মানুষ চায় একটু স্বস্থি আর শান্তি। বেশ সুন্দর লিখেছেন ভাইয়া। বলতে পারেন আমি কিন্তু আপনার লেখার এক অন্ধ ভক্ত। সত্যি কিন্তু প্রকৃতি আমাদের কাছ হতে যতটুকু নেয় তার বেশী অনেক আমাদের কে ফিরিয়ে দেয়। আর একটি কথা আপনার ফটোগ্রাফি গুলো কিন্তু অসাধারন হয়েছে।

 10 months ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য, আসলে মন্তব্য শুধু মন্তব্য করা জন্য হওয়া উচিত নয় বরং পোষ্ট পড়ে সেই সম্পর্কে নিজের অনুভুতি প্রকাশ করা, আপনি সেটা বেশ ভালো ভাবেই করছেন এখন।

 10 months ago 

জ্বি ভাইয়া যারা কর্ম করে খায়। কর্মই আমাদের মূল শক্তি। সাধারণ মানুষ অনেক সময় দেখছি পরিস্থিতির শিকার হচ্ছে। যারা পথ দিয়ে হেঁটে যাচ্ছে তাদেরও মারধর করা হচ্ছে। কি একটা অবস্থা। সবথেকে মধ্যবিত্ত পরিবারের জন্য অনেক কষ্ট হয়ে যাবে। যারা দিন আনে দিন খায় তাদের কথা তো বললামই না। যারা আমাদের ওপরে বসে শাসন দেখায়। তাদের তো কোন কিছুই ক্ষতি হয় না। যত ক্ষতি সাধারন মানুষের হয়। মন খারাপ থাকলে প্রকৃতির মধ্যে গেলে শান্তি ও সজীবতা দুটোই পাওয়া যায়।গ্রামের পরিবেশটা আমাকে মুগ্ধ করে। শহরাঞ্চলে অনেক মজা হলেও গ্রামের পরিবেশটা শান্ত সৃষ্ট নিরিবিল পরিবেশ।আপনি ঠিক কথা বলেছেন প্রকৃতি হলো আগামী দিনের প্রকৃত সাথী । গাছপালা না থাকলে আমরা অক্সিজেন কোথায় থেকে পাব। তাই আমাদের উচিত হবে গাছপালা সংরক্ষণ করা। গ্রামের পরিবেশ ও আকাশের সৌন্দর্য তুলে ধরেছেন। অনেক ভালো লাগলো ভাইয়া ।

Posted using SteemPro Mobile

 10 months ago 

ভাই প্রকৃতির সান্নিধ্যে থাকলে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। ভাই কিছুদিন আগে সিলেটে ভ্রমনে গিয়ে প্রকৃতি যে, কতটা সুন্দর সেটা উপভোগ করেছিলাম। আমাদের সবার উচিত সবসময় প্রকৃতির সাথে থাকা প্রকৃতিকে উপভোগ করা। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া,প্রকৃতি সকল সমস্যার সমাধান করে।মানুষের যখন মন খারাপ থাকে প্রকৃতির সান্নিধ্যে যায় আর তার মন এমনিতেই ভালো হয়ে যায়। ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল ভালো লেগেছে পোস্টটি।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

ব‍্যাপারটা এমন ভাই তারা কী করছে কিসের জন্য করছে কিছুই কিন্তু জানে না। অথচ দিনশেষে ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের। অনিশ্চিত সড়ক অনিশ্চিত যাএা। প্রকৃতির সার্নিধ‍্য সবসময়ই মানুষ কে উদার মহৎ হতে অনুপ্রেরণা দেয় সহযোগিতা করে। সকল সমস‍্যার সমাধান রয়েছে প্রকৃতির মধ্যে। প্রকৃতি যেমন আমাদের রক্ষা করে । আবার তার বিরুপ প্রতিক্রিয়া ধ্বংস করতে পারে আমাদের।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আগামী কাল থেকে তিনদিন অবরোধ এবং এটা নিয়ে বেশ টেনশনে রয়েছি। আসলেই জনসাধারণ এখন এসব ঝামেলা একেবারেই পছন্দ করে না। একসময় মিছিল মিটিংয়ে নিজে থেকেই লোকজন যেতো, কিন্তু এখন টাকা দিলেও অনেকে যেতে চায় না। যাইহোক প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। যদিও বেশিরভাগ মানুষ দিনদিন প্রকৃতিকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। এসব দেখলে আসলেই খুব খারাপ লাগে। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকার লিখেছেন ভাই। পোস্টটি পড়ে সত্যিই খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 10 months ago 

অসাধারণ লিখলেন আপনি সবুজ প্রকৃতির সতেজ অনুভূতি নিয়ে। রাজনৈতিক আলোচনা গুলো করলে আসলে মাথাটা গুলিয়ে যায়। এগুলোর হিসাব-নিকাশ অন্য ধরনের যা আমাদের মত ছোট খাটো মাথা দিয়ে সম্ভব হবে না। তবে বিপদ গুলো সব সাধারণ জনগণের কাছেই চলে যাই। প্রকৃতির মাঝে খুব সুন্দর সময় কাটালেন। ফটোগ্রাফি গুলো অসাধারণ ভালো লেগেছে। তাছাড়া অনুভূতি ও অসাধারণ ছিল।

 10 months ago 

সাধারন মানুষ গুলো রাজনীতি না চাইলেও এর মধ্যে এই সাধারণ মানুষ গুলোই পরে যায়।দেশের মানুষ চায় দুবেলা দুমুঠো খেতে আর শান্তিতে থাকতে।কিন্তু তাতো আর হচ্ছে না।
প্রকৃতির বেশকিছু ফটোগ্রাফি শেয়ার করলেন। দারুন লাগলো। এমন প্রকৃতির মাঝে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে। প্রকৃতি আমাদের অনেক কিছু উপহার দেয়।কিন্তু আমরা একটু সুখের জন্য প্রকৃতির ধ্বংস করি।এটা কাম্য নয়। প্রকৃতির মাঝে আমি অনেক বেশি সতেজতা খুঁজে পাই।ধন্যবাদ ভাইয়া লেখাগুলো পড়ে খুব ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.030
BTC 59020.34
ETH 2514.65
USDT 1.00
SBD 2.47