You are viewing a single comment's thread from:

RE: আবোল-তাবোল জীবনের গল্প [ মানুষ ও মনুষ্যত্ব ]

in আমার বাংলা ব্লগ3 years ago

আসলে মানুষের যতই পরিবর্তন হোক না কেন বিবেক-বুদ্ধি মন মানসিকতা সেই ছোট হয়ে থেকে যায়। এখনকার সময় জোর যার মুল্লুক তার। আসলে সত্যের সামনে দাঁড়াতে আমরা ঠিকই ভয় পায়। সবসময় মিথ্যা আড়াল খুঁজে বেড়ায়।সত্যি কথা বলতে ভাইয়া এমনও দেখা যায় মানুষজন ভালো খাওয়া-দাওয়া করে কিন্তু বাড়ির কাজের লোকের জন্য নিম্নমানের খাবার গুলো রেখে দেয় সকালে পান্তা ভাত থান্ডা ভাত কিন্তু কেন 🥺আমাদের মন-মানসিকতা আস্তে আস্তে এতো নিচে নেমে যাচ্ছে । আমরা দিনে দিনে উন্নতি করছি কিন্তু মনুষত্বের কোন উন্নতি ঘটাতে পারছি না। এটাই যে মানুষ যখন একটু ভালো অবস্থানে চলে যায় তখন আবার নিচু লোকদের মানুষ বলে গণ্য করে না। আপনি ঠিকই বলেছেন ধর্ম বর্ণ এসব দেখাতে ভেদাভেদ না করে মানুষ হিসাবে আমরা সকলেই মানুষ এবং আমাদের একে অপরের প্রতি ভালোবাসা বন্ধন গড়ে তুলতে হবে।

Sort:  
 3 years ago 

কারন হলো আমাদের পুরো বিবেকটা আর মিথ্যার চাদড়ে ঢাকা, তাই আমরা মুখোশের বাহিরে আসতে ভয় পাই। তবুও প্রত্যাশা করি মানবতার বিজয় হোক।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.031
BTC 81449.68
ETH 3207.32
USDT 1.00
SBD 2.82