RE: ধাক্কা খেলাম || @shy-fox 10% beneficiary
আসলে সারাদিন ক্লান্ত থাকার পর যে মানুষকে এত হয়রানি হতে হয় আপনার পোস্টটি না দেখলে আমি জানতাম না।প্রতিনিয়ত এমন অনেক মানুষকে হয়রানি হতে হয়। আসলে বাস্তবতা এতটাই কঠিন আপনি একটা কথা বললেন ঠিক বলছেন। ঘরটি করতে ১৫ কোটি টাকা লাগছে কিন্তু দেখে মনে হচ্ছে না।আসলে আমাদের রাস্তাগুলো যে প্রকল্প নেওয়া হয় তাতে অনেক টাকায় সরে যায়। সামান্য একটা ছোট্ট ব্রিজ করতে ২ কোটি টাকা লেগে যায়।আসলে মানুষ আর কত কি করে খাবে। কিছু বলার নাই। আসলে মানুষ এখন বৈধ উপায়ে ঘুষ নিচ্ছে।আসলে এখনকার সময়ে মানুষকে ভালো বলব কিভাবে। একটা মানুষের জন্য হাজার মানুষকে কথা শুনতে হয়। আসলে উনি নামাজ পড়ে আসলো কিন্তু তার ব্যবহার তার মন যে এত কাল। আসলে এটা খুবই খারাপ লাগলো। এই জন্যই একটা জিনিস যদি হতো খুব ভালো হতো আয়নায় যদি মানুষের চরিত্র দেখা হতো তাহলে কতই না ভালো হতো। মানুষ চিনতে সুবিধা হত।আশাকরি সুষ্ঠুভাবে আপনি আপনার কাগজপাতি পেয়ে যাবেন। এই কামনায় করি সৃষ্টিকর্তার কাছে। ভাল থাকুন সুস্থ থাকুন।
ধন্যবাদ আপনার সাবলীল মন্তব্যের জন্য ভাই ।