You are viewing a single comment's thread from:
RE: আমার সুন্দর মূহুর্তের কিছু ফটোগ্রাফি।প্রিয়@shy-fox 10% beneficiary।
হ্যাঁ এটা সত্যি যে আপু প্রচুর পরিমাণে বৃষ্টি এম বাড়িতে বসে থাকা যেন কষ্টকর হয়ে যায়।আপনি তারপরও শীতকালের সময় প্রথম ছবিটা দেখি তো আমি মুগ্ধ হয়ে গেলাম।কলমিলতা ফুল দারুণভাবে তুলে ধরেছেন এবং আপনার বাড়িতে যেতে হয় সুন্দর একটি রাস্তার ছবি ফুটিয়ে তুলেছেন। গ্রামবাংলার ঐতিহ্য পানি হওয়ার কারণে অনেক কৃষকের স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে। ধান নষ্ট হয়ে গেছে আর অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন অ।নেক ভালো লাগলো আপনি দারুন বর্ণনা করেছেন আপু। আপনার জন্য শুভকামনা রইল এবং গরুর বাচ্চা টি অসাধারণ ছিল। |
---|
আমাদের গ্রামের কবর স্থান। যেইখানে আমার প্রিয় বাবা 😭দাদা, দাদু আত্মীয়-স্বজন ঘুমিয়ে আছেন😭😭।অনেক মিস করি বাবাকে ভালোবাসি অনেক। আফসোস শুধু একটাই ছেলে হতে পারি নাই
প্রথমে আমি বুঝতে পারি নাই লাস্টে দেখে আমি অনেক হৃদয়স্পরক থমকে গেলাম। আপনার আব্বুর জন্য দোয়া রইল এবং দাদা-দাদুর আত্মীয়-স্বজন সকলে যেন জান্নাতবাসি হোক। আসলেই ছেলে হলে জিয়ারত করা যেত আপু। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আল্লাহ যেন আপনাকে ধৈর্য শক্তি আরো বাড়িয়ে দেয়। |
---|
জি ভাই,দুআ করবেন আমার আব্বুর জন্য।
অনেক ভাই গঠন মূলক মন্তব্য শেয়ার করার জন্য।
আপনার জন্য শুভকামনা ও দুআ রইলো।