কবিতা আবৃত্তি||"ডিসেম্বরের শহরে" (বোরহান রাব্বানী)
picsart থেকে এডিট
✅
picsart থেকে এডিট করা
আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন। আজকে আমি তার কবিতাটি আবৃতি করতে যাচ্ছি। জানিনা কেমন হয়েছে অনেক সাহস ও ভালোবাসা নিয়ে আমি আবৃতি করার চেষ্টা করলাম।কবিতা আবৃত্তি করতেছি অনেকে ব্যস্ততার মাঝে আমি নিজেকে মেলে ধরতে পারতেছিনা আবারও চেষ্টা করতেছি ভালো কিছু আপনাদের মাঝে উপস্থাপনা করার জন্য। দাদার জন্য অনেক অনেক আশীর্বাদ রইল।তার কাছে আমি যখনই গেছি খালি হাতে কখনো ফেরায় নাই তিনি।তিনি মানবতার দেওয়াল।তার প্রতি ভালোবাসা কখনোই কমবে না।আজকে আমি বোরহান রাব্বানী এর" ডিসেম্বরের শহরে " কবিতাটি আবৃত্তি করতে যাচ্ছি।আস্তে আস্তে আমার ভীষণ ভালো লাগতেছে আমার নিজের কাছে। প্রথমে খুব খারাপ লাগছিল যে আমি কবিতা আবৃত্তি করতে পারতেছিলাম না। এখন আস্তে আস্তে মোটামুটি বেশ ভালোই লাগতেছে। আমি প্রথমে কিছুই পারতাম না। প্রতিটা কাজে আস্তে আস্তে দক্ষ হয়ে উঠছি আমার বাংলা ব্লগের পরিবারের মাধ্যমে। সকলে এত সুন্দর সুন্দর অনুপ্রেরণা দিচ্ছে। সত্যিই আমি সবার প্রতি কৃতজ্ঞ অনেক।তো চলুন শুরু করা যাক কবিতা আবৃত্তিটি।
কবিতার নাম : ডিসেম্বরের শহরে
কবি:বোরহান রাব্বানী
কবিতা আবৃত্তি :@razuan12
কবিতার লাইনগুলোর নিম্নরুপ:
এক রাশ বেদনার বোঝা মিশে আছে কুয়াশার চাদরে,
এইখানে তুমি নেই কোথাও আমার ডিসেম্বরের শহরে।
চারিদিকে না পাওয়ার রোদন— সবকিছু ম্লান হয়ে আসে
তুমি হীনা এ দীর্ঘ রজনীরা ভোগে কি নিদারুণ আবেশে!
মাঝে মাঝে মনে হয় ঝাপটা হাওয়ার পরশে
কার জানি আঙ্গুলের ছোঁয়া গালে লাগে এসে;প্রতিটা পরশে যেন তোমার অনামিকা কথা কয়এইভাবে ডিসেম্বরের শহরে বেদনার ভোর হয়।
হয়তো লাল সোয়েটার গায় পরিচিত নগরীর কোন পথে,হেঁটে চলো তুমি কুয়াশায় সিক্ত ডিসেম্বরের হিম প্রভাতেপথ চেয়ে থাকে হৃদয় পথান্তরে— এই পথে এসে পড়ো যদি
হেন ভানে অভিমানে– ভালোবেসে মুছে দিতে বিষাদের নদী।
অথবা কন্দরে জড়িয়েছো নবনী কাশ্মীরী শাল
বুননে লেগে আছে তার এক ফোঁটা শিশিরের জল
আমার প্রেমের মতো ভীষণ অবহেলিত সেও
নিরতিশয় উপেক্ষার আতশী বুকে নিয়েও
আষ্ঠেপৃষ্টে জুড়ে আছে স্বপ্নের মাধুরী মেখে।
অমন অবহেলায় ক’জনে বেঁচে থাকে?
কি যে বেদনা!
তবু দেখো— কতো আদরে করছে তোমার আরাধনা।
কবিতা আবৃত্তির লিংক
আজকের মত আমি এখানেই শেষ করলাম আমার কবিতা আবৃতি। আমি আমার অ্যাক্টিভিটিসি ধরে রাখতে পারতেছি না, অনেক ব্যস্ততা অনেক কিছু আমার জীবনের উপর দিয়ে বয়ে যাচ্ছে। আমি আবারও সঠিকভাবে কাজে ফিরব ইনশাআল্লাহ। দোয়া রাখবেন আপনারা সকলে। আপনারা দোয়া করবেন আমার জন্য
প্রত্যেকটি কাজেই আস্তে আস্তে দক্ষতা অর্জন করা হয়। আপনার আবৃত্তি দিন দিন আরো সুন্দর হচ্ছে। কবিতাটি খুব সুন্দর ভাবে আবৃত্তি করেছেন আর ব্যাকগ্রাউন্ড এর দুঃখের মিউজিক টা খুব ভালো লেগেছে।
আপনি ঠিক কথা বলেছেন, প্রত্যেকটি কাজে আস্তে আস্তে করে দক্ষতা অর্জন করতে হয়। আপনি সুন্দর মন্তব্য করেছেন,আপনার মন্তব্যটি আমার ভীষণ ভালো লেগেছে।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
twitter
খুবই চমৎকার একটা কবিতা আবৃত্তি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। প্রতিনিয়ত আপনার কবিতা আবৃত্তি করার দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। প্রত্যেক সপ্তাহে আপনার আবৃত্তি করা কবিতা শুনতে পাই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে।
ধন্যবাদ ভাইয়া চমৎকারভাবে উৎসাহিত করার জন্য, আমি চেষ্টা করেছি ভালো করে আবৃত্তি করার। আশা করি সব সময় এভাবেই পাশে থাকবেন
আমার কাছে গান কভার গুলো শুনতে যেমন ভালো লাগে। তেমনি কবিতা আবৃত্তি গুলো শুনতে অনেক ভালো লাগে। আপনি ডিসেম্বরের শহরে কবিতা আবৃত্তি করলেন। বোরহান রাব্বানীর এই কবিতা অসাধারণ ছিল। আপনার কন্ঠে শুনতে বেশ ভালই লেগেছে অসংখ্য ধন্যবাদ।
আপনারা দুটোই ভালো লেগেছে অনেক খুশি হলাম এবং আমি অনেক সুন্দর করে এটি তৈরি আবৃত্তি করার চেষ্টা করেছি। আশা করি সব সময় এভাবেই পাশে থাকবেন
আমি গান এর কভার শুনতে যেরকম পছন্দ করি তেমনি কবিতা আবৃত্তি শুনতেও অনেক ভালো লাগে৷ আজকে যেভাবে আপনি বোরহান রাব্বানীর এই কবিতাটি আবৃতি করেছেন তা খুবই ভালো লাগলো৷ আপনার কাছ থেকে এই আবৃতি শুনতে পেরে খুব খুশি হলাম। একদম অসাধারণ ভাবে আপনি এই কবিতা আবৃত্তি করেছেন৷ অসংখ্য ধন্যবাদ এরকম একটি কবিতা আবৃতি করার জন্য৷ আমি আপনার কাছ থেকে এই প্রথম এই কবিতা শুনতে পেলাম৷
অসংখ্য ধন্যবাদ দারুন মন্তব্য করে অনুপ্রাণিত করার জন্য । আপনি সুন্দর মন্তব্য করেছেন। আপনার মন্তব্যটি অনেক সুন্দর ছিল। আশা করি সব সময় এভাবে পাশে থাকবে
আসলে দাদাকে নিয়ে যত যাই বলি না কেন ততই কম হয়ে যাবে দাদা আছে বলেই এই কমিউনিটি টা এখন পর্যন্ত চলমান। আর সে বরাবরই অনেক বেশি নরম মনের মানুষ এটা আমরা জানি। যাই হোক প্রতিনিয়ত কমিউনিটি থেকে আপনি অনুপ্রাণিত হচ্ছেন এবং সেই অনুপ্রেরণা নিয়েই আপনি কবিতা আবৃত্তি করা শুরু করেছেন জেনে ভালো লাগলো। ডিসেম্বরের শহরে এই কবিতাটি আপনি দারুন ভাবে আবৃত্তি করেছেন শুনে ভালো লাগলো। প্রতিনিধি এরকম সুন্দর সুন্দর আবৃত্তি আপনার কাছ থেকে আশা করব, শুভকামনা রইল।
দাদা অনেক হেল্প করে আমাদের এখন পর্যন্ত হেল্প করে যাচ্ছে। আপনি দারুন মন্তব্য করেছেন এবং আমি চেষ্টা করে যাচ্ছি সুন্দর করে কবিতা আবৃত্তি করার
আপনি আস্তে আস্তে কিন্তু অনেক সুন্দর কবিতা আবৃতি করতে পারেন। আসলে চেষ্টা করা লাগে কোন কাজে তার পরে মানুষ সফল হয়। তেমনি আপনিও চেষ্টা করতেছেন এ বিষয়টা সত্যি অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর হয়েছে আপনার আজকের কবিতা আবৃতি। আমার কাছে পুরোটা শুনতে খুব ভালো লেগেছে। আশা করছি পরবর্তী কবিতা আবৃতি আপনি খুব সুন্দর করে শেয়ার করবেন আমাদের মাঝে।
আমি চেষ্টা করতেছি আস্তে আস্তে আমার কাছে ভীষণ ভালো লাগতেছে, আপনাদের অনুপ্রেরণার জন্য। আশা করি সব সময় এভাবেই পাশে থাকবেন
আপনি নিজের চেষ্টার কারণে এখন অনেক সুন্দর করে কবিতা আবৃতি করতে পারতেছেন। আসলে চেষ্টা করলে সব কিছুই ভালোভাবে করা সম্ভব হয়। আর এজন্য আমাদের সবার উচিত সব কাজে সুন্দর ভাবে চেষ্টা করা। আপনার কিন্তু সত্যি অনেক বেশি দক্ষতা রয়েছে। তাই তো আপনি এত সুন্দর করে কবিতা আবৃতি করতে পারতেছেন। আশা করছি সব সময় আপনার এরকম সুন্দর সুন্দর কবিতা আবৃতি গুলো আমরা সবাই শুনতে পাবো।
ঠিক কথা বলেছেন আমি নিজের চেষ্টার কারণে সবকিছু করতে সম্ভব হয়েছে, এটাও আজকে অনেক সুন্দর ভাবে আবৃতি করতে পারতেছি। ভীষণ ভালো লাগতেছে আমার নিজের কাছে।