লাইফস্টাইল পোস্ট||ছোট ভাইয়ের মাদ্রাসাতে মাহফিল ও মেলায় কিছু মুহূর্ত

in আমার বাংলা ব্লগ8 months ago

Picsart_23-11-17_20-14-25-988.jpg

স্ন্যাপড ফটোরুম থেকে এডিট করা

Device : Realme 8 5G

💗💗💗

🔥আমার বাংলা ব্লগ 🔥

💗💗💗

লাইফ স্টাইল

আপনারা সকলে কেমন আছেন?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি। আমি আজকে আপনাদের মাঝে ভিন্ন ধরনের একটি পোস্ট নিয়ে আসছি। আজকে আপনাদের মাঝে লাইফস্টাইল পোস্ট নিয়ে হাজির হলাম।আজকে হঠাৎ করে গাংনী চলে গিয়েছিলাম আমার ছোট ভাইয়ের মাদ্রাসাতে।তার মাদ্রাসাতে মাহফিল হচ্ছিল এবং আমাকে আসতে বলেছিল এবং আমিও এবং আমার বড় ভাই মিলে আমরা চলে গেলাম।

IMG20231117153621.jpg

Device: Relame 8 5G

তারপর আমি একটি জায়গায় বসে ছিলাম।বাইকে করে আমি একটি সেলফি নিলাম ও তারপর আমার ভাই কল দিল যে চল একটা জায়গায় ঘুরে আসি এবং তারপর আমরা দুজন রওনা দিলাম এবং রাস্তায় যেতে আমাদের বিশ মিনিট লাগল। ২০ মিনিট পর আমরা সেই গন্তব্য স্থানে পৌছালাম এবং অনেক সুন্দর করে সাজানো হয়েছিল জায়গাগুলি

IMG20231117161519.jpg

Device: Relame 8 5G

তারপর আপনারা দেখতে পারতেছেন মাহফিলের জন্য গেটটা সাজানো হয়েছে মিউজিক বাল্ব দিয়ে। অনেক সুন্দর ভাবে সাজানো হয়েছে।রাত্রে থাকলে দেখাতে পারতাম লাইটিং টা।পথটি আমার কাছে ভীষণ ভালো লাগলো এবং আমি আমার ছোট ভাইকে খুঁজতে গেলাম একটু পর তার দেখা একটু পরে পেয়ে গেলাম

IMG20231117161240.jpg

Device: Relame 8 5G

তারপর আমরা মাহফিলের অনুষ্ঠান মঞ্চে গেলাম এবং অনেক চেয়ার সাজানো আছে অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে। দেখে মুগ্ধ হয়ে গেলাম এবং তার একটি ছবি আমি আপনাদের মাঝে তুলে ধরলাম এবং ওখানে কিছু সময় অতিবাহিত করলাম।তারপর রাস্তার পাশে মেলা বসছে ও খাওয়া দাওয়া জিনিসপত্র দেখলাম।তারপর আমরা ওখানে চলে গেলাম কিছু সময়

IMG20231117161821.jpg

Device: Relame 8 5G

তারপর ছোট খেলনা বল দেখতে পারতেছেন বাচ্চাদের। অনেক সুন্দর সুন্দর খেলনা আছে আমি দেখলাম এবং বেশ সুন্দর মুহূর্ত উপভোগ করলাম।অনেক সুন্দর সুন্দর খেলনা দেখতে পেলাম।

IMG20231117161833.jpg

তারপর ছোট বাচ্চাদের খেলনা হাড়ি পাতিল আপনারা দেখতে পারতেছেন। এখানে অনেক সময় অতিবাহিত করলাম এবং দারুন খেলনা ছিল ওখানে।খেলনা গুলি দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। এসব নিয়ে কতই না খেলা খেলতাম। একটা খেলনার জন্য কতই না কান্না করতাম। এখন চোখের সামনে আছে কিন্তু টাকাও আছে। তাও কিনতে ইচ্ছা করে না।

IMG20231117161941.jpg

তারপর বারো ভাঁজা খেলাম মজা করে তিন ভাই মিলে। এটা খেতে অনেক ভালো লাগছিল এবং অনেক সুন্দর সময় অতিবাহিত করলাম আরো অনেক কিছু খেলাম খাওয়ার পর তাকে কিছু টাকা দিয়ে আসলাম এবং আমরা দুই ভাই মিলে বাড়ির দিকে রওনা দিলাম। এই ছিল আজকের আমার লাইফস্টাইল পর্ব।দিনটি অনেক সুন্দর ছিল। অনেক সুন্দর ভাবে উপভোগ করেছিলাম।আজকের মত এখানেই শেষ করলাম।

↙️সংক্ষিপ্ত আকারে আমার পরিচয়↘️

1692528345289.jpg

আমার নাম মোঃ রেজুওয়ান আহমেদ। আমি অনার্স ফার্স্ট ইয়ার এ পড়ি।আমার বাসা মেহেরপুর জেলার গাংনী থানা বামুন্দীতে।আমি একজন বিবাহিত মানুষ।২০২১ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের স্টিমেট যাত্রা শুরু হয়। প্রথমে কোন কিছুই পারতাম না আমার বাংলা ব্লগের মাধ্যমে সবকিছু সম্ভব হয়েছে । আমি একটা জিনিস বিশ্বাস করি যে মানুষ পারে না এমন কোন কিছু নেই। আমি কিছুই পারতাম না আমার ভিতরে অনেক ধৈর্য।পড়াশোনা পাশাপাশি আমার ভ্রমণ করার খুব ইচ্ছা। ঘুরতে অনেক ভালো লাগে আমার এবং বিভিন্ন রেস্টুরেন্টে যেতে অনেক ভালো লাগে।আমি নিজেকে নিয়ে কিছু একটা করতে চাই। আমি এই প্লাটফর্ম থেকে ভালো কিছু করতে চাই । মানুষ বলে আমার দ্বারা কিচ্ছু হবেনা। আমি দেখিয়ে দিতে চাই আমিও একটা মানুষ। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য।
Sort:  
 8 months ago 

মাহফিল হলে গ্রামের দিকে বেশ উৎসবের একটা রেশ বয়ে যায়। আর ছোট একটা মেলার মতো বসে যা সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু। বারো ভাজা জিনিসটা খেতে কিন্তু দারুন, আমিও মাঝে মাঝে খাই। যাইহোক ছোট ভাইদের নিয়ে চমৎকার সময় কাটিয়েছো বোঝাই যাচ্ছে।

Posted using SteemPro Mobile

 8 months ago 

হুম গ্রামের দিকে বেশ উৎসবের একটা রেশ বয়ে যায়। শীতকাল আসলে তো দারুন লাগে। তেলেভাঁজা জিনিসটা খেতে আমার কাছেও ভীষণ ভালো লাগে ।আপনি সুন্দর একটি মন্তব্য করেছেন ।আপনি ঠিক বলেছেন ছোট্ট একটা মেলা যা মানুষকে আকর্ষণ করে।

 8 months ago 
 8 months ago 

শীতের সময় আসলেই চারিদিকে এমন আয়োজন শুরু হয়ে যায়।
সেখানে গেলে ভালো ভালো আলেমের মুখে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনতে পাওয়া যায়।
তাছাড়া এখন তো অনেক দোকানের আনাগোনা দেখা যায় যেমন মজাদার খাবারগুলো খাওয়া যায় তেমনি অনেক ভালো ভালো জিনিসও কেনা যায়।
আপনার ফটোগ্রাফি এবং লেখাগুলো পড়ে বুঝতে পারলাম আপনি অনেক সুন্দর সময় পার করেছেন।

Posted using SteemPro Mobile

 8 months ago 

জি ভাইয়া শীতকাল আসলেই চারিদিকে মাহফিলের আয়োজন শুরু হয়ে যায়। অনেক গুরুত্বপূর্ণ কথা বলে থাকেন তাদের কথাগুলো শোনার জন্যই কষ্টের মাঝে বসে থাকি। তারপর মজাদার খাবারগুলো খেতে ভীষণ ভালো লাগে। বেশ সুন্দর একটি সময় কাটিয়েছি। ধন্যবাদ ভাইয়া

 8 months ago 

আমাদের পাশের বাড়ির মাদ্রাসায় কালকেই মাহফিল। চাচাতো ভাইকে বলে দিয়েছি আমাকে যেন ফুচকা এনে দেয়। সত্যি বলতে তার সাথে মাত্রই আমি আমার কথোপকথন শেষ করলাম এই সময় আপনার পোস্ট দেখলাম। মাহফিল হলে বিভিন্ন ধরনের খাবারের দোকান বসে চটপটি, ফুচকা,আইসক্রিম, আচার, আলুর দম ইত্যাদি। তবে হাঁড়ি পাতিল কখনো বসতে দেখি নি

 8 months ago 

যাক আপনার চাচাতো ভাইকে বলে দিয়েছেন ফুচকা এনে দিতে এবং সাথে সাথেই আমার পোস্টটা চোখে পড়লো ভীষণ ভালো লাগলো আপু। আপু আস্তে আস্তে অনেক কিছুই আমাদের সামনে হতে চলছে। এ আর নতুন কি! তাই হাড়ি পাতিল বসছে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য। ভীষণ ভালো সময় কাটিয়েছিলাম

 8 months ago 

যেহেতু খুব শীঘ্রই শীতকাল চলে আসছে তাই শুরু হয়ে গেছে আশেপাশের বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলের আয়োজন আমিও ঠিক এভাবেই ওয়াজ মাহফিলের ভ্রমন করতে গিয়েছিলাম কিছুদিন আগে আর সেখান থেকে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারন করেছি মেলা থেকে আবার খাবারের দোকান থেকে। যাইহোক খুবই ভালো লেগেছে ওয়াজ মাহফিলের মেলা থেকে সুন্দর কিছু ফটোগ্রাফি ধারন করেছেন আর বিস্তারিত তথ্য তুলে ধরেছেন দেখে।

 8 months ago 

জ্বী ভাইয়া আমি দেখেছিলাম আপনিও ওয়াজ মাহফিলের আয়োজনে কিছুদিন আগে গিয়েছিলেন। আমিও বেশ সুন্দরভাবে সময়টা অতিবাহিত করার চেষ্টা করলাম ও দারুন কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম ভাইয়া। সব সময় এভাবেই পাশে থাকবেন

 8 months ago 

আপনি আপনার ছোট ভাইয়ের মাদ্রাসায় বেশ অনেক ভালো সময় কাটিয়েছেন, দেখে আমার অনেক বেশি ভালো লাগলো। সেখানে গিয়ে আপনি মাহফিলের মেলায় বেশ ঘোরাঘুরি করেছেন, এবং কষ্টে আপনার ভাইকে খুঁজে পেয়েছেন।সব মিলিয়ে অনেক সুন্দর একটি সময় অতিক্রম করেছেন।

 8 months ago 

জি ভাইয়া আমার ছোট ভাইয়ের মাদ্রারাতে বেশ সুন্দর একটি সময় কাটিয়েছি। তার সাথে ঘুরতে বেশ ভালই লাগছিল এবং অনেক কষ্টে ভাইকে খুঁজে পেয়েছিলাম। ধন্যবাদ ভাই পড়ে মন্তব্য করার জন্য।

 8 months ago 

মাহফিলে যেতে বেশ ভালোই লাগে। মাহফিলে যাবার পথে থাকে বিভিন্ন ধরনের খাবার আর হরেক রকমের জিনিস। মাহফিলের মঞ্চ ও বেশ সুন্দর করে সাজানো হয়েছিল দেখছি। আপনার ছোট ভাইয়ের মাদ্রাসাতে গিয়ে বেশ সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন ধন্যবাদ ভাইয়া।

 8 months ago 

জি মাহফিলে গিয়ে বেশ সুন্দর একটি সময় কাটিয়েছি এবং ছোট ভাইটাকে কিছু খাইয়ে নিজের প্রশান্তি কাজ করতেছে। ওখানে শান্তির জায়গা। অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল। অনেক রকমের জিনিস দেখতে পেয়ে ভীষণ আনন্দিত।ধন্যবাদ পাশে থাকার জন্য

 8 months ago 

ইদানিং মিলাদ মাহফিল গুলো বেশ বড়সড়ো করে আয়োজন করেসি। মিলাদ মাহফিলের পাশে দেখে আবার মেলা বসেছে এরকম মেলা কখনও দেখা হয়নি। ছোট ভাইয়ের আমন্ত্রণে মাদ্রাসায় গিয়ে বেশ ভালই সময় কাটিয়েছেন। তাছাড়া ফটোগ্রাফিও ভালো করেছেন। ভালো লাগলো দেখে ভাইয়া।

 8 months ago 

জি আপু এখন মাহফিলের চেয়ে মেলাটা অনেক বড় করতেছে মানুষ। প্রায় জায়গায় মাহফিলের চেয়ে মেলায় মেলা মানুষজন হয়। অনেক সুন্দর ওখানে সময় কাটিয়েছিলাম এবং ফটোগ্রাফি করার চেষ্টা করেছি। ধন্যবাদ আপু সবসময় সুন্দর মন্তব্য করার জন্য।

 8 months ago 

সেখানকার ডেকোরেশনটা তো বেশ ভালো পর্যায়ক্রমে চেয়ার গুলো সাজিয়ে লোকজনের বসার বেশ ভালো ব্যবস্থা করে দিয়েছে। আসলেই ছোটবেলায় এরকম খেলা দেখলেই কেনার আগ্রহ জাগত তবে টাকার অভাবে কিনতে পারতাম না কিন্তু আপনি ভবিষ্যতে আপনার ছেলেদের জন্য কিন্তু বেশি করে খেলনা কিনবেন তার জন্য টাকা গুছিয়ে রাখুন হা হা হা।

Posted using SteemPro Mobile

 8 months ago 

জ্বী ভাইয়া ভবিষ্যৎ আমার ছেলে হবে কি? মেয়ে হব? কে জানে? 😅😅😅যাইহোক কিনে রাখতে হবে ভাইয়া এখন থেকেই। জি চেয়ারের ব্যবস্থা করেছে। এটা আমার কাছে বেশ ইউনিক লাগলো। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য

 8 months ago 

গতকালকে রাত্রে আমিও এই মাহফিলে গিয়েছিলাম। বেশ ভালোভাবে ডেকোরেশন করেছিল রাতে দেখতে বেশ চমৎকার লাগছিল। আর সেখানে অনেক অনেক জিনিস পাওয়া যাচ্ছিল। আপনার ছোট ভাই এই মাদ্রাসায় পড়ে জেনে ভালো লাগলো। যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 months ago 

ইস। আপনার সাথে যদি দেখা হতো ভীষণ ভালো লাগতো। যাক আপনি ওখানে গিয়েছিলেন আমার আব্বুও গিয়েছিল।জি ভাইয়া ভিতরে ডেকোরেশন টা অনেক সুন্দর লাগছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এত সুন্দর মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.028
BTC 64153.02
ETH 3205.80
USDT 1.00
SBD 2.63