কবিতা আবৃত্তি ||দ্বিধাদ্বন্দ্ব (মাহবুবুর রহমান সানি)

in আমার বাংলা ব্লগ10 months ago (edited)

Picsart_23-11-16_09-58-19-888.jpg

picsart থেকে এডিট করা

💗💗💗

🔥 আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন।আজকে আমি চতুর্থবারের মতো কবিতা আবৃতি করতে যাচ্ছি। সত্যিই অনেক সাহস নিয়ে করলাম।কবিতা আবৃত্তি আমি শুধু দেখেই যেতাম মানুষ আবৃত্তি করতো। কখনো সেভাবে সাহস হয় নাই কিন্তু প্রথম কবিতাটি আবৃত্তি করার পর বেশ সাহস পেলাম। আজকে আমি মাহবুবুর রহমান সানির "দ্বিধাদ্বন্দ্ব " কবিতাটি আবৃত্তি করতে যাচ্ছি।প্রথমত আমি দেখতাম অনেকে অনেক সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করত কিন্তু আমি পারতাম না।অতঃপর আমি আমার বাংলা ব্লগে আসার পর আমি সত্যি বলতে অনুপ্রেরণা পেয়ে একদিন সাহস করেই প্রথমে একটি কবিতা আবৃত্তি করলাম এবং অনেক অনুপ্রেরণা পেয়েছিলাম।তারপর থেকেই আমি কবিতা আবৃত্তি শুরু করলাম ভালো হোক বা মন্দ হোক। সকলে সুন্দর অনুপ্রেরণা দিতে থাকলো। তাদের অনুপ্রেরণার মাধ্যমে আমি অনেক সুন্দর ভাবে কবিতা আবৃত্তি করতে পারলাম 🔥

কবিতার নাম :দ্বিধাদ্বন্দ্ব
কবি:মাহবুবুর রহমান সানি
কবিতা আবৃত্তি :@razuan12

কবিতার লাইনগুলোর নিম্নরুপ:

মানুষ!
মানুষ মরে গেলে পঁচে যায়,
অথচ আমি যেন মরে গেলে বেঁচে যাই।
লোকে বলে
মানুষ কারণে অকারণে বদলায়,
কিন্তু আমার আমি
কোন কারনে না বদলাই!
তবুও এভাবেই বাঁচি,
ব্যাথাদের বুকে জড়িয়ে রাখি,
সুখের অসুখে সংক্রমিত হয়
নিজেকে নিজের ফাঁকি -
জানি,
জীবনের আমার আর
অল্প কিছু বাকী
স্বার্থের দ্বিধাদ্বন্দ্বে কত আপন পর,
ঘর ভেঙ্গে যায়- চোখ ভেজে তাই ;
বিশ্বাস ও স্বার্থপর
কবিতারা ঘুম ভাঙ্গিয়ে খবর রাখেনা,
কথাগুলো কবিতা হয়ে
ছন্দে আনন্দে লুটায় না।
কবিতার আ চালাক হয়েছে"
কবিতাতেও ডর,
দিন টানেনা,রাত কাটেনা,
অস্থিরতার বাড়িঘর।
আমাকে আর টানেনা শহর,
পাহাড়,জল কণা
অথচ মানুষ নাভির ওপর টেনে নেয়
পথের কুকুর;সাপের ফণা!
অন্ধকারের পোশাকে
শরীরে অবাধ সূর্যপাত
বুকের কুসুমে উদয়ের প্রার্থনায়,
একটি বীজের আর্তনাদ।
জানো,
জবাবদিহিতা কমে গেলে
স্বেচ্ছাচারিতা বেড়ে যায়,
গণতন্ত্র কিংবা প্রেম ভালবাসায়।

Source

কবিতা আবৃত্তির লিংক

ক্যাপকাট দিয়ে এডিট করা

অবশেষে অনেক সাহস নিয়ে আমি কবিতা আবৃত্তিটা সম্পন্ন করলাম। আমি আগে ফোনে কথা বলতেই ভয় পাইতাম কারো সঙ্গে এবং কবিতা আবৃত্তি তো অনেক কষ্টের ব্যাপার।আমি যখন আমার বাংলা ব্লগে আসি সকলে দেখতেছি যে কবিতা আবৃত্তি করতেছে। আমারও ইচ্ছা জাগতেছে যে ওরা পারলে আমি কেন পারব না। তাই আমারও ইচ্ছা জাগলো এবং মনে সাহস নিয়ে আমি প্রথম কবিতা আবৃত্তি করতে শুরু করলাম এবং প্রতি সপ্তাহে আমি একটি করে কবিতা আবৃত্তি করার চেষ্টা করি। জানিনা কতটা সুন্দর হয় কিন্তু আমি চেষ্টা করি অনেক সুন্দর ভাবে এটা আপনাদের মাঝে পরিবেশনা করা। হয়তোবা এটা খারাপ লাগে কিন্তু আমি চেষ্টা করেই যাচ্ছি প্রতিনিয়ত নিজের দক্ষতা গুলোকে ছাড়িয়ে যাওয়ার। সর্বপ্রথমে আমি কিছুই পারতাম না আমার বাংলা ব্লগে আসার মাধ্যমে আমি প্রতিটা কাজে পারদর্শী হতে পারছি।আস্তে আস্তে নিজের দক্ষতা গুলোকে জানতে পারতেছি। নিজের কাছে অনেক ভালো লাগা কাজ করতেছে এবং সামনে আরো নতুন নতুন দক্ষতা আমি আপনাদের মাঝে তুলে ধরব।আজকের মত এখানেই শেষ করলাম আপনারা অবশ্যই এটা শুনবেন এবং কেমন হলো মন্তব্য করে জানাবেন এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি এটা আবৃত্তি করার

↙️সংক্ষিপ্ত আকারে আমার পরিচয়↘️

1692528345289.jpg

আমার নাম মোঃ রেজুওয়ান আহমেদ। আমি অনার্স ফার্স্ট ইয়ার এ পড়ি।আমার বাসা মেহেরপুর জেলার গাংনী থানা বামুন্দীতে।আমি একজন বিবাহিত মানুষ।২০২১ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের স্টিমেট যাত্রা শুরু হয়। প্রথমে কোন কিছুই পারতাম না আমার বাংলা ব্লগের মাধ্যমে সবকিছু সম্ভব হয়েছে । আমি একটা জিনিস বিশ্বাস করি যে মানুষ পারে না এমন কোন কিছু নেই। আমি কিছুই পারতাম না আমার ভিতরে অনেক ধৈর্য।পড়াশোনা পাশাপাশি আমার ভ্রমণ করার খুব ইচ্ছা। ঘুরতে অনেক ভালো লাগে আমার এবং বিভিন্ন রেস্টুরেন্টে যেতে অনেক ভালো লাগে।আমি নিজেকে নিয়ে কিছু একটা করতে চাই। আমি এই প্লাটফর্ম থেকে ভালো কিছু করতে চাই । মানুষ বলে আমার দ্বারা কিচ্ছু হবেনা। আমি দেখিয়ে দিতে চাই আমিও একটা মানুষ। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য।
Sort:  
 10 months ago 

কবি মাহবুবুল রহমান সানির লেখা দ্বিধাদ্বন্দ্ব কবিতাটা আবৃত্তি করেছেন দেখে, আমার তো মনটা একেবারে ভরে গিয়েছে । এই ধরনের কবিতাগুলো অনেক বেশি সুন্দর হয়। আর আবৃত্তি গুলো আমার কাছে খুব ভালো লাগে। কবিতার লাইনগুলো আপনি অনেক সুন্দর ভাবে আবৃত্তি করার চেষ্টা করেন। আর প্রত্যেকটা লাইন একেবারে মনটা ছুয়ে দিয়ে যায়।

 10 months ago 

আমার কবিতাটি আবৃত্তি শুনে মন ভরে গিয়েছে জেনে আমি যে কতটা খুশি হয়েছি বোঝাবার নয়। আপনার মন্তব্যটি আমার মন ছুয়ে গেছে। দারুন ছিল আপনার মন্তব্যটি।ধন্যবাদ দারুণ মন্তব্য করে পাশে থাকার জন্য

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 10 months ago 

আপনি তো ভাইয়া দারুন কবিতা আবৃত্তি করেন। আগে তো আর আপনার আবৃত্তি আমার শোনা হয় নাই। তবে এবার কিন্তু আপনার আবৃত্তি শুনে বেশ ভালো লাগলো। মাঝে মাঝে এমন করে কবিতা আবৃত্তি আমাদের মাঝে শেয়ার করবেন আশা করি। শুভ কামনা রইল আপনার জন্য।

 10 months ago 

ধন্যবাদ আপু সব সময় সুন্দর মন্তব্য করে অনুপ্রাণিত করার জন্য এবং আজকে আপনি আমার কবিতা আবৃত্তি প্রথম শুনলেন দেখে ভীষণ খুশি হলাম এবং আমি আরো সামনে সুন্দর সুন্দর আবৃত্তি নিয়ে হাজির হব। এভাবেই পাশে থাকবেন

 10 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা আবৃত্তি করে শেয়ার করেছেন। এমনিতেই আমার কাছে বেশ ভালো লাগে মাহবুবুর রহমান সানি লেখা কবিতা গুলো করতে। আপনার কবিতা আবৃত্তি শুনে আমি বেশ মুগ্ধ হয়েছি ভাই। এখন থেকে প্রত্যেক সপ্তাহে আপনার চমৎকার কন্ঠে একটি করে কবিতা আবৃত্তি শুনতে চাই। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 10 months ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাইয়া এবং আপনি মুগ্ধ হয়েছেন জেনে আরো বেশি খুশি হলাম। আমি সবসময় চেষ্টা করি একটি করে কবিতা আবৃত্তি করার প্রত্যেকটা সপ্তাহে। পোষ্টের মধ্যে ভিন্নতা আনার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ দারুণ মন্তব্য করার জন্য

 10 months ago 

অনেক সুন্দর একটি কবিতা আজকে আপনি আমাদের মাঝে নিজকন্ঠে আবৃত্তি করে শুনিয়েছেন ভাইজান। আপনার কন্ঠে এই কবিতাটি আবৃত্তি করতে শুনে আমার অনেক ভাল লেগেছে। আসলে এ জাতীয় কবিরাগুলো আমি খুবই প্রিয়। আমি জীবনে অনেক সাহিত্যিকের সাহিত্য পড়েছি, অনেক কবির কবিতা পড়েছি। এমন কিছু কবিতা রয়েছে যেগুলো আমাদের শিক্ষা দিয়ে যায়।

 10 months ago 

আপনার এ জাতীয় কবিতাগুলি ভীষণ ভালো লেগে জেনে আমি ভীষণ খুশি হলাম এবং আপনি অনেক সাহিত্য পড়েছেন এবং এগুলো পড়তে ভালোবাসেন জেনে আমি আরো খুশি হলাম ভাইয়া। আশা করি আপনার এটি ভালো লেগেছে এবং সামনে আরও সুন্দর হোক সুন্দর আবৃত্তি নিয়ে হাজির হব।আপনাকে অসংখ্য ধন্যবাদ সবসময় দারুন মন্তব্য করে পাশে থাকার জন্য।

 10 months ago 
 10 months ago 

বাহ, অনেক সুন্দর ভাবে কবিতা আবৃত্তি করেছেন ভাই। আপনার কন্ঠে কবিতাটি শুনতে বেশ ভালো লাগলো। তবে এটা আমার প্রথম শোনা আপনার কন্ঠে একটি কবিতা। আশা করছি পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করবেন।

 10 months ago 

আপনি আমার কন্ঠে প্রথম শুনেছেন জেনে ভীষণ ভালো লাগলো ভাইয়া। আমি চেষ্টা করি সব সময় ভালো কিছু আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আপনাদের অনুপ্রেরণার মাধ্যমে সবকিছু সম্ভব হয়েছে ধন্যবাদ ভাইয়া।

 10 months ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটি এমন একটি কমিউনিটি আসলে এখানে না পারার কিছু নেই। সবার মাধ্যমে আমরা এত অনুপ্রাণিত হই এক সময় জিনিসটা করতে আমরা চেষ্টা করি। অর্থাৎনিজেরা চেষ্টা করতে করতে এক সময় আয়ত্তে চলে আসে। আপনি কবিতা আবৃত্তি পারতেন না। কিন্তু এখন কবিতা আবৃত্তি করা শুরু করলেন অনেক ভালো লাগলো। কবিতা আবৃত্তি শুনতে দারুন হয়েছে।

 10 months ago 

আপনি ঠিক কথা বলেছেন এখানে না পারার কিচ্ছু নেই। সকলেই অনুপ্রাণিত হয়ে দারুন দক্ষতা নিয়ে সকল কাজে পারদর্শী হতে পারতেছে এ।টাই আমাদের কাছে অনেক বড় কিছু। আমার বাংলা ব্লগ একটা ভালবাসার নাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে অনুপ্রাণিত করার জন্য এবং সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 10 months ago 

আপনি তো খুব অসাধারণ ভাবে দ্বিধাদ্বন্দ্ব কবিতাটি আবৃত্তি করেছেন। আপনার কবিতা আবৃত্তি খুব চমৎকার হয়েছে। তবে এই প্লাটফর্মে অনেকে খুব সুন্দর সুন্দর করে কবিতা আবৃত্তি করে। সত্যি বলতে আপনার কন্ঠে কবিতা আবৃত্তি শুনে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

আমি চেষ্টা করেছি অনেক সুন্দর ভাবে আবৃত্তিটা করা যাতে করে আপনার এটা পছন্দ করেন এবং আমার কন্ঠ শুনে আপনি মুগ্ধ হলেন। জেনে ভীষণ খুশি হলাম ধন্যবাদ।

 10 months ago 

আপনি তো বেশ চমৎকার কবিতা আবৃত্তি করতে পারেন। সত্যি আপনার কবিতা আবৃত্তি অসাধারণ হয়েছে।দ্বিধাদ্বন্দ্ব খুব সুন্দর করে আবৃত্তি করেছেন। আসলে চেষ্টা করলে সব কিছু সম্ভব হয়। তবে এটি ঠিক এই প্লাটফর্মে অনেকে অনেক সুন্দর করে কবিতা আবৃতি করে। এবং তাদের দেখা দেখাও অন্যরাও উৎসাহিত হয় কবিতা আবৃত্তি করতে। আশা করি সামনে আরও বেশি কবিতা আবৃতি করবেন আমাদের মাঝে। ধন্যবাদ আপনাকে দ্বিধাদ্বন্দ্ব কবিতাটি আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

জি আমি অনেক চেষ্টা করেছি অনেক সুন্দর করে আবৃত্তি করার এবং আমার দেখাদেখি অন্যরা উৎসাহিত হবে। আশা করব আপনিও অনেক সুন্দর করে কবিতা আবৃতি করার চেষ্টা করবেন।ধন্যবাদ পাশে থাকার জন্য

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54610.81
ETH 2293.78
USDT 1.00
SBD 2.35