প্রতিটা কাজকে সম্মান করা উচিত এবং শুকরিয়া আদায় করা উচিত নিজ অবস্থানে||১০% @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি। আজ আমি আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আলোচনা করবো। প্রত্যেকটা কাজকে সম্মান করা উচিত।কাউকে দুর্বল ভেবে তাকে আঘাত করা ঠিক নয়
আসলে দুনিয়ার প্রতিটা মানুষের আত্মসম্মানবোধ আছে এবং নিজ নিজ অবস্থানে সবাই শ্রেষ্ঠ এবং তাই কাউকে কখনো ছোট করে দেখা উচিত নয়। জীবন যেখানে যেমন

ladder-g038361acb_1920.jpg

Sourch



LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FURruhT9sPApiKPJ2jQCyxqBGJ8CMouEYbxjCJ5DBG92ymVWC56ya5GKPEX3RW...24YvuP3nma9DY9nJtpX8QEv3qc6v59aeKXXXc1wQer45ZbHh98iBjpVRSHxfC82ZEZ9qXhLkaNFTrSda1u2mosa99jUyF2kPgiu3rMBY2TyqY1SUSMFB8YtmVQ.png

আসলে আমরা দুনিয়ায় কিন্তু প্রতিটা মানুষ বড়লোক হয়ে জন্ম নিয় না। কেউ মধ্যবিত্ত, কেউ দরিদ্র, কেউ ধনী। আসলে মানুষ কিন্তু ধনী বংশগত আকারে হয়। কেউ আবার কষ্ট পরিশ্রম করে বড়লোক হয় ।অনেক মানুষ দেখা গেছে অনেক কষ্ট পরিশ্রম করত। আমার নিজের চোখে দেখা একটা সময় ভ্যান চালাতো তো রাস্তায় রাস্তায় কাগজ গুছিয়ে বেড়াতে আজকে আমাদের এলাকার ভিতরে সবথেকে বিশিষ্ট ব্যবসায়ী তাহলে মানুষের সফলতা বলে আসে না। আসলে সবকিছুর বুদ্ধিই, পরিশ্রম,ইচ্ছাশক্তি।আসলে একজন ভ্যান চালকের কিন্তু সংসার আছে তারও কিন্তু ছেলে মেয়ে আছে। তার ছেলে মেয়ের কাছে কিন্তু সে শ্রেষ্ঠ বাবা। আসলে তার ছেলেমেয়ে কিন্তু জানে আমার বাবা চাহিদা কতটুকু। তার বাইরে কিন্তু যায় না।আসলে এক টাকা উপার্জন করতে যে কতটা কষ্ট। বাবার হাত মাথার উপর থেকে হেঁটে গেলেই বুঝতে পারি।প্রতিটি মানুষ কিন্তু নিজ নিজ অবস্থানের শ্রেষ্ঠ কারণ প্রতিটি মানুষ তার চাহিদার ভিতরে থাকে। আসলে সে তার চাহিদার বাইরে যায় না। আসলে কারোর ইনকাম যদি হয় 20000 সে 20 হাজারের মধ্যেই তার সংসার টি চালিয়ে নেয় আবার কারো ইনকাম যদি হয় এক লাখ সে কিন্তু হিমশিম খেয়ে যায় এক লাখের মধ্যেই তার সংসার চলে যায়। এজন্য বলছি যে সকল এর অবস্থান শ্রেষ্ঠ নিজ নিজ অবস্থানে। শুধু মানিয়ে নিলেই হয়। আসলে কম টাকা উপার্জন করে ও মানুষের মুখে হাসি দেখেছি কিন্তু অনেক টাকা উপার্জন করে ও মানুষের মুখে হাসি নাই কারণ অনেক টাকা উপার্জন করে ও নানা রোগে আক্রান্ত। অনেক টাকা চলে যায় কিন্তু একজন মানুষ কম ইনকাম করে কিন্তু তাও খুশি।আসলে তারা কখনোই স্বপ্ন দেখেনা আমার কেন গাড়ি বাড়ি নাই আসলে তারা জানে তাদের পরিস্থিতি। কেমন তারা পরিস্থিতি মেনে নিয়েছে।

আসলে মানুষ চাপে না পড়লে কাজ করে না। আসলে এটাই বাস্তব। একটা মানুষ যখন চাপে না পড়লে তখন বসে বসে খায়। অনেক কিছু করে কিন্তু যখন মাথার উপর থেকে বাবার হাতটা উঠে যায় তখন বোঝা যায় যে দিনে 10 টাকা কেও দিয়ে সাহায্য করবে না। এই 10 টাকা উপার্জন করতে যে কতটা কষ্ট। আসলে বাবা ধরেন 1000 2000 টাকা দেয় আমরা কিন্তু খরচ করে ফেলি যখন নিজে ইনকাম করি তখন 1000 টাকা খরচ করতে মিনিমাম 10 বার ভাবতে হবে। টাকাটা রেখে দিব নাকি।এমন একটা অবস্থা

বর্তমান সমাজ মানুষকে ছোট করে কথা বলতে ভালোবাসে। আসলে মানুষ এমন কেন? আসলে মানুষের ভিতরে এখন যেন অহংকারে প্রতিযোগিতা চলছে। কেউ কারো থেকে কম নয়। আসলে একটা মানুষ কিন্তু নিজ নিজ অবস্থানের শ্রেষ্ঠ।সে যেই কাজ করুক না কেন? একটা দিন মজুরি ও তার কাজে শ্রেষ্ঠ। একজন চাকরি করে সে তার কাজে শ্রেষ্ঠ।একজন ব্যবসায়ী সে তার কাজে শ্রেষ্ঠ।

LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FURruhT9sPApiKPJ2jQCyxqBGJ8CMouEYbxjCJ5DBG92ymVWC56ya5GKPEX3RW...24YvuP3nma9DY9nJtpX8QEv3qc6v59aeKXXXc1wQer45ZbHh98iBjpVRSHxfC82ZEZ9qXhLkaNFTrSda1u2mosa99jUyF2kPgiu3rMBY2TyqY1SUSMFB8YtmVQ.png

despaired-g8dfc1743f_1920.jpg

Sourch

আসলে আমরা যেমন ব্লগিং করি। একটা সাধারন মানুষ ভাবে যে এরা তো সারাদিন বসেই থাকে। কি করে অকর্মা, কিছু করেনা।দাম এ দেবে না কিন্তু তারা যদি আমাদের ইনকাম টা দেখে তারা কিন্তু বিশ্বাস করবে না। হাসবে হাসির ছলে উড়িয়ে দেবে।আসলে সমাজের কাছে তখন শ্রেষ্ঠতা পাওয়া যাবে এখন যদি আমি ভ্যান চালায় তাহলে বলবে ছেলেটা কাজ করে খাচ্ছে কিন্তু আমি যে অনলাইনের মাধ্যমে ইনকাম করছি। নিজের কাজ নিজের পোষাক আশাক নিজেই কিনতে পারছি। এটা কে মানুষ মূল্য দেবে না। মানুষ বলবে যে লেখালেখি করে যদি ইনকাম করা যেত তাহলে মানুষ তাই করতো। এসব ফালতু কাজ। মানুষ আসলে বোঝেনা আর সকলে সুযোগ নিতে পারে না এটাই বাস্তব।আসলে আমি এটি বুঝাতে চেয়েছি কোন কাজ এ ছোট না।প্রতিটি কাজকেই আমাদের সম্মান করতে হবে।



আসলে একটা মানুষ কিন্তু সকল দক্ষতা নিয়ে জন্ম নেয় না। তার ভিতরে এমন দক্ষতা লুকিয়ে থাকে সেটাকে আমরা প্রকাশ করতে পারিনা। কেউ পারে, কেউ পারে না। আসলে সকলে যে চাকরি করবে, ব্যবসা করবে তা কিন্তু না। আসলে তার ভিতরে এমন দক্ষতা থাকলো সে মনে করেন কোন কাজ করে খেতে পারবেনা আউটসোর্সিং করে তার বাকি জীবনটা কাটিয়ে দিল কিন্তু এই সমাজ এটা মেনে নেয়না। সবথেকে খারাপ লাগে এটা। আসলে সকল কে সরকারি চাকরি করতে হবে এমন কোন কথা খাতায় লেখা নাই বা বইয়ের পাতায় লেখা নাই। এটাই কিন্তু মানুষ সব সরকারি চাকরি, ব্যাংকের চাকরি এসব ছাড়া কিছুই বোঝে না।আসলে যখন মানুষ বুঝতে পারে ছেলেটার অবস্থান একটু ভালো হয়েছে। তখন মানুষ নিচে নামাতে শুরু করে। কীভাবে ছেলেটাকে নিচে নামানো যায়। আসলে নিজ নিজ অবস্থানে সকলেরই শ্রেষ্ঠ এবং মানুষকে কখনো ছোট করে দেখা ঠিক না। হয়তো আজকে আপনি অপমান করছেন কাল হয়তো আপনারই তাকে বেশি দরকার পড়তে পারে।

LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FURruhT9sPApiKPJ2jQCyxqBGJ8CMouEYbxjCJ5DBG92ymVWC56ya5GKPEX3RW...24YvuP3nma9DY9nJtpX8QEv3qc6v59aeKXXXc1wQer45ZbHh98iBjpVRSHxfC82ZEZ9qXhLkaNFTrSda1u2mosa99jUyF2kPgiu3rMBY2TyqY1SUSMFB8YtmVQ.png

আমি একটা কথাই বলতে চাই কাউকে দুর্বল ভাবা ঠিক না। আসলে সৃষ্টিকর্তার কখন কাকে কিভাবে পরিবর্তন করবেন। কখন কাকে কোন অবস্থানে নিয়ে যাবেন। কেউ জানে না কারো সাথে খারাপ ব্যবহার করা ঠিক না।আসলে আমরা মানুষকে মানুষ ভাবি না সকলেই মনে করি নিজের রাজ্যে আমি রাজা। ধন্যবাদ আজকের মত এখানেই শেষ করলাম আবার আপনাদের মাঝে কোন গল্প নিয়ে হাজির হব।


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

♠️

💗💗💗

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

Banner.png

♠️

Sort:  
 2 years ago 

শুকরিয়া আদায় করা উচিত নিজ অবস্থানে।

আমাদের সকলের উচিত নিজের অবস্থানকে সমর্থন করে শুকরিয়া আদায় করা। কারণ আমাদের চেয়ে অনেক মানুষ আছে যারা দুঃখ কষ্ট নিয়ে জীবন যাপন করে তারপরেও নিজেকে সুখী ভাবে।

 2 years ago 

জি ভাইয়া আমাদের সকলেরই উচিত নিজের অবস্থানকে সম্মান করা এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর করে মন্তব্য করে পাশে থাকার জন্য ভালোবাসা অবিরাম।

 2 years ago 

সময় ভ্যান চালাতো তো রাস্তায় রাস্তায় কাগজ গুছিয়ে বেড়াতে আজকে আমাদের এলাকার ভিতরে সবথেকে বিশিষ্ট ব্যবসায়ী তাহলে মানুষের সফলতা আসে না। আসলে সবকিছুর বুদ্ধিই, পরিশ্রম,ইচ্ছাশক্তি।
বাবার হাত মাথার উপর থেকে হেঁটে গেলেই বুঝতে পারি

ছোটখাটো কিছু ভুলের কারণে লেখাটা পরিপূর্ণতা পায়নি। চেষ্টা করবেন এরপর থেকে এই ভুলগুলো এড়িয়ে চলতে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জি ভাইয়া।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য

 2 years ago 

খুবই চমৎকার একটি বিষয় নিয়ে আপনি আজকের একটি ব্লগ আমাদের মাঝে শেয়ার করেছেন, আপনার ব্লগ পড়ে খুবই ভালো লেগেছে। আপনি ঠিকই বলেছেন আমরা প্রত্যেকেই অন্যের কাজকে ছোট মনে না করেন সম্মান করা উচিত সেই সাথে অন্যান্য সবাইকে সবার কাজকে সম্মানের সহিত দেখা উচিত। সেইসাথে শুকরিয়া করা উচিত। এটা ঠিক যে আমাদের যার ভিতরে যে দক্ষতাটা আছে সেটাকে কাজে লাগিয়ে আমাদেরকে এগিয়ে যাওয়া উচিত অসংখ্য ধন্যবাদ ভাই।

তবে আপনার জন্য একটি পরামর্শ থাকবে আপনি যে ব্লগ লিখেন আপনার লেখার ভিতর বেশিরভাগ জায়গায় একটা শব্দ বেশি ব্যবহার করে ফেলেন আর সেটি হচ্ছে "আসলে"। চেষ্টা করবেন যেখানে শব্দটির প্রয়োজন সেখানে ব্যবহার করার।

 2 years ago 

সত্যি বলতে ভাইয়া আসলে এই শব্দটি আমার কেন জানি মনের অজান্তেই বারবার বেরিয়ে আসছে। আমি এটি পরিত্যাগ করার চেষ্টা করবো। আপনি অনেক সুন্দর একটি পয়েন্ট আমাকে ধরিয়ে দিলেন। আশা করবো আপনি এভাবে আমার পাশে থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ

ভাইয়া এতো সুন্দর ভাবে আমাদের মাঝে আপনাকে পোস্টটি শেয়ার করবেন কোন কল্পনা করতে পারিনি। আপনার এই পোস্টটি পড়ে আমার খুব ভালো লেগেছে। ভাই আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল

 2 years ago 

যাক আপনি কল্পনা করতে পারেননি। আমি পোস্টটি করে সার্থক হয়েছি। আপনি এত সুন্দর মন্তব্য করেছেন। সামনে আসা করবো ভালো কিছু নিয়ে আসবো।

 2 years ago 

আপনার কথাগুলো বাস্তবের সাথে মিল আছে ভাইয়া।
কথা গুলো অনেক ভালো লাগলো। মানুষ মানুষকে ছোট করতেই পছন্দ করে। যদি এমনটা না হতো তাহলে আমাদের সমাজটা আরও সুন্দর হতো।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন। আপনি বর্তমান সময়ে মানুষ মানুষকে ছোট করতে ভালোবাসে। আপনার দারুন মন্তব্য পেয়ে আমি ভীষণ খুশি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

 2 years ago 

প্রত্যেকটা মানুষ যদি প্রত্যেকটা কাজকে সম্মান করতো তাহলে আমাদের সমাজটা এরকম হতো না। সম্পূর্ণ অন্যরকম হতো আজকে আমাদের সমাজটা। আর সবাই যদি নিজ অবস্থানে থেকে শুকরিয়া আদায় করতো তাহলে সবাই সুখে থাকতো তাদের জীবনে। আমাদের অবস্থা হচ্ছে আমরা যত পাই তার চেয়ে আরো বেশি চাই। নিজের যা আছে তা নিয়ে আমরা কখনই সন্তুষ্ট থাকতে চাই না। অনেক সুন্দর কিছু কথা লিখেছেন ভাইয়া। আপনাকে ধন্যবাদ এবং শুভকামনা রইল।

 2 years ago 

আসলে সমাজ টা সুন্দর হত যদি প্রতিটা মানুষকে সম্মান করা হতো। আপনি ঠিক কথা বলেছেন। আপনার দারুন মন্তব্য পেয়ে আমি ভীষণ খুশি
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। সবসময় এভাবে পাশে থাকে সাপোর্ট করার জন্য

 2 years ago 

আপনার কথাগুলো শুনে আমার কাছে সত্যি ভীষণ ভালো লাগলো। আপনি একদম বাস্তব কিছু বিষয় তুলে ধরেছেন। একদম ঠিক বলেছেন যখন আমাদের মা বাবা 1/2 হাজার টাকা দেয় তখন আমরা অনায়াসে খরচ করে ফেলি। আর নিজে যখন রোজগার করি তখন তা খরচ করতে হাজারবার ভাবি। সত্যি ছোট-বড় কোন কাজ নয়। সকল কাজকে সম্মান করা উচিত।

 2 years ago 

আসলে নিজে যখন ইনকাম করি তখন টাকাটা খরচ করতে হলে হাজারবার ভাবি। এটাই বাস্তবতা আপু। আপনি অনেক সুন্দর মন্তব্য করেছেন আপনার মন্তব্যের জন্য শুভেচ্ছা রইলো

 2 years ago 

আসলে সৃষ্টিকর্তার কখন কাকে কিভাবে পরিবর্তন করবেন। কখন কাকে কোন অবস্থানে নিয়ে যাবেন। কেউ জানে না কারো সাথে খারাপ ব্যবহার করা ঠিক না।

আপনার এই মন্তব্যের সাথে আমি একমত। সকালের বাদশা তুমি বিকেলেরর্ ফকির।অসাধারণ ছিল আপনার লেখাটি, আশা করছি আমাদের আরো সুন্দর সুন্দর জীবনধর্মী লেখা উপহার দিয়ে যাবেন।

 2 years ago 

আপনার মন্তব্যটি বিশেষে যুক্তিসম্পন্ন ছিল। আমার কাছে বেশ ভালো লাগলো। দারুন মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এভাবেই পাশে থাকবেন।

 2 years ago 

আপনার ব্লগটি পড়ে ভালো লাগলো ভাইয়া। আসলেই কেউ এভাবে ভাবেনা। আর আমরা গরিব মানুষকে সাহায্য করতেই চাইনা। কিন্তু বাবা-মা টাকা দিলে তা না হিসেব করেই খরচ করতে থাকি। যখন কোন ফকির সামনে আসে তখন হিসেব করে চলি। কিন্তু বোকা মানুষ তা জানেনাযে কিছু দান করলে তা আরো বৃদ্ধি পায়। আর মহান সৃষ্টিকর্তার কাছে আমাদের অবস্থানের জন্য অবশ্যই শুকরিয়া করা উচিত কারন আমাদের ভাবতে হবেযে আমরাতো ৩ বেলা খেতে পারি যারা আমাদের থেকেও নিচু স্থানে আছে তারা চলে কীভাবে? সৃষ্টিকর্তা বলেছেন তোমরা উপরের স্তরের মানুষের দিকে দেখোনা নিচুস্তরের লোকদের কে দেখ। তাদের থেকে তোমরা ভালো আছো।

ধন্যবাদ ভাইয়া সুন্দর কিছু কথা শেয়ার করার জন্য।

 2 years ago 

কল্পনা করি না আমরা যেভাবে চলছি এটা অনেকজনের স্বপ্ন। আমাদের মত চলা। আমরা তাও নিজ নিজ অবস্থানে হতাশা ভোগ করি। আমাদের উচিত হবে শুকরিয়া আদায় করা আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের উচিত হবে নিজের মন খারাপ হলে অপর দিকে না তাকিয়ে নিচের দিকে তাকানো। দারুন ছিল মন্তব্যটি

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56477.82
ETH 2390.38
USDT 1.00
SBD 2.33