You are viewing a single comment's thread from:

RE: প্রতিটা কাজকে সম্মান করা উচিত এবং শুকরিয়া আদায় করা উচিত নিজ অবস্থানে||১০% @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আপনার ব্লগটি পড়ে ভালো লাগলো ভাইয়া। আসলেই কেউ এভাবে ভাবেনা। আর আমরা গরিব মানুষকে সাহায্য করতেই চাইনা। কিন্তু বাবা-মা টাকা দিলে তা না হিসেব করেই খরচ করতে থাকি। যখন কোন ফকির সামনে আসে তখন হিসেব করে চলি। কিন্তু বোকা মানুষ তা জানেনাযে কিছু দান করলে তা আরো বৃদ্ধি পায়। আর মহান সৃষ্টিকর্তার কাছে আমাদের অবস্থানের জন্য অবশ্যই শুকরিয়া করা উচিত কারন আমাদের ভাবতে হবেযে আমরাতো ৩ বেলা খেতে পারি যারা আমাদের থেকেও নিচু স্থানে আছে তারা চলে কীভাবে? সৃষ্টিকর্তা বলেছেন তোমরা উপরের স্তরের মানুষের দিকে দেখোনা নিচুস্তরের লোকদের কে দেখ। তাদের থেকে তোমরা ভালো আছো।

ধন্যবাদ ভাইয়া সুন্দর কিছু কথা শেয়ার করার জন্য।

Sort:  
 3 years ago 

কল্পনা করি না আমরা যেভাবে চলছি এটা অনেকজনের স্বপ্ন। আমাদের মত চলা। আমরা তাও নিজ নিজ অবস্থানে হতাশা ভোগ করি। আমাদের উচিত হবে শুকরিয়া আদায় করা আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের উচিত হবে নিজের মন খারাপ হলে অপর দিকে না তাকিয়ে নিচের দিকে তাকানো। দারুন ছিল মন্তব্যটি

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.031
BTC 81242.61
ETH 3198.79
USDT 1.00
SBD 2.79