বন্ধু দিবসের স্পেশাল একটি আর্ট || ডিজিটাল আর্ট #97

in আমার বাংলা ব্লগ2 years ago

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।



সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। দেখতে দেখতে আমার অনেক গুলো ডিজিটাল আর্ট হয়ে গেলো। আজ ৯৭ নাম্বার আর্ট এ আছি। খুব শিগ্রই সংখ্যা টা ১০০ ছাড়িয়ে যাবে। ততদিন এর অপেক্ষায়। আজ আঁকবো বন্ধু দিবস উপলখ্যে একটি দৃশ্য। যদিও এটি ৩০ জুলাই চলে গেছে। তবে আমাদের দাদা আজ ডিস্কোর্ড এ শুভেচ্ছা জানালো তাই ভাবলাম আজ আঁকি একটা। আমার কাছে বছরের প্রতিদিন ই বন্ধু দিবস।


97 friendship art.png

আমার তৈরি আর্ট

images (17).jpeg

needed things.png


ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-

  • কম্পিউটার
  • Adobe Photoshop CS6
  • ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)

images (17).jpeg

art details.png

অঙ্কনের ধাপ-১

1.png

প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিউ ফাইল তৈরি করি যার সাইজ রেশিও ২০০০X২০০০ পিক্সেল।


অঙ্কনের ধাপ-২

2.png
প্রথমে একটি লেয়ার খুলে নেই আমি। তারপর মারকিউ টুল দিয়ে বৃত্তের মতন একটি যায়গা নেই মাঝ খানে।


অঙ্কনের ধাপ-৩

3.png
এবার সেই বৃত্তের ভিতর একটু মাটির যায়গা কেটে নেই। এক্ষেত্রে লেসো টুল ব্যবহার করি।


অঙ্কনের ধাপ-৪

4.png
এবার মাঝের দিকে সবুজ রঙ এর একটু ড্রয়িং করি যেনো মনে হয় ওগুলো দূরের পাহার বা গাছ পালা।


অঙ্কনের ধাপ-৫

5.png
এবার ব্যাকগ্রাউন্ড এ একটি গ্র্যাডিয়েন্ট লেয়ার ক্রিয়েট করি। যেনো এটি শুধু বৃত্তের ভিতরই থাকে।


অঙ্কনের ধাপ-৬

6.png
এবার দুইজন বন্ধুকে একে দেই যারা কাধে হাত রেখে সামনের দিকে দেখছে। এক্ষেত্রেও লেসো টুল ব্যবহার করি।


অঙ্কনের ধাপ-৭

7.png
এবার কাস্টম ব্রাশ টুল এর মাধ্যমে কিছু গাছ পালা একে দেই দূরে।


অঙ্কনের ধাপ-৮

8.png
এবার নতুন একটি লেয়ার এ একটি সূর্য আঁকি। তারপর সেটির লাল রশ্মি তৈরি করি। তারপর কাস্টম ব্রাশ টুল দিয়ে পাখি একে দেই যারা বাসায় যাচ্ছে।


অঙ্কনের ধাপ-৯

9.png
এবার বন্ধু গুলোর সামনের দিকে একটু ঢেউ এর ইফেক্ট যুক্ত করি যেনো মনে হয় এগুলো পানি।


অঙ্কনের ধাপ-১০

10.png
এবার ব্যাকগ্রাউন্ড এ আরো একটি গ্র্যাডিয়েন্ট কালার যুক্ত করি। শেষে আমার নাম যুক্ত করে ড্রইং সম্পন্ন করি।

images (17).jpeg

final art.png

97 friendship art.png

আমার করা আর্ট।


তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।



░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

New Project.gif

⋆ 🎀 𝒞😍𝓃𝓃𝑒𝒸𝓉 𝑀𝑒 🏵𝓃 🎀 ⋆
Discord | Twitter | Facebook
Steemit |Instagram | Youtube |
Sort:  
 2 years ago 

আপনি তো অনেক সুন্দর একটি ডিজিটাল আর্ট করলেন। এরকম ডিজিটাল আর্ট গুলো আঁকতে আমার অনেক বেশ ভালো লাগে। বন্ধু মানেই তো দুজন দুজনের সাথে অনেকটাই ভালোভাবে থাকা। আপনার এই দৃশ্যটা দেখে খুবই ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

হুম৷ বন্ধু মানেই তো এক সাথে ভালো সময় কাটানো। খুব ভালো দিন যায় বন্ধুদের সাথে।

 2 years ago 

আগস্টের দ্বিতীয় রবিবার বন্ধু দিবস। যাই হোক বন্ধু দিবস উপলক্ষে খুব সুন্দর একটি ডিজিটাল আর্ট করেছেন। কালার কম্বিনেশন ভালো ছিলো ধন্যবাদ

 2 years ago 

তাইলে ৩০ জুলাই কোনটা? সবাইতো সেদিন পোস্ট করলো দেখলাম।

 2 years ago 

বন্ধু দিবসের ডিজিটাল আর্টি আসলেই অসাধারণ হয়েছে ভাইয়া। খুব ভালো লাগলো আপনার ডিজিটাল আর্টটি । আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

দোয়া করবেন আপু। যেনো সামনে এমন সুন্দর আর্ট আপনাদের মাঝে নিয়ে আসতে পারি।

@tipu curate

;)

--
This is a manual curation from the @tipU Curation Project.

 2 years ago 

thanku you for support...

 2 years ago 

সাধারণত কোন দিবসের কথায় আমার আগে থেকে মনে থাকে না । অনলাইনে থাকার কারণে যদিও একটু খোজ খবর পেয়ে যায় । আজ বন্ধু দিবস এটা সকালে জানতে পেলাম । আর এই সন্ধ্যাতে দুই বন্ধুর সুন্দর একটা আর্ট দেখার সুযোগ হলো । শুধু ফটোশপ সফটওয়্যারটি কাজে কাজে লাগিয়ে সুন্দর একটা ডিজিটাল আর্ট আমাদের সাথে শেয়ার করেছেন । যা ছিল একে বারেই প্রফেশনাল ভাবে তৈরি নিখুঁত আর্ট । ধন্যবাদ প্রিয় ভাই ।

 2 years ago 

এটা ঠিক। অনলাইনের যুগে সব অনলাইনেই পাওয়া যায়।

 2 years ago 

বন্ধু দিবসের ডিজিটাল আর্টি অনেক সুন্দরভাবে করেছেন আর কালার কম্বিনেশন টা অনেক ম্যাচিং হয়েছে যার কারণে দেখতে অনেক সুন্দর লাগছে। এত সুন্দর একটি ডিজিটাল আট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

হুম আপু ঠিক বলেছেন। কালার কম্বিনেশন টা আমার কাছেও অসাধারন লেগেছে।

 2 years ago 

ওয়াও আপনি বন্ধু দিবসের অসাধারণ আর্ট করেছেন। আপনার সব সময় আর্টগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার উপস্থাপনা অসাধারণ হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

জ্বি আপু। আসলে এটা ৩০ তারিখ চলে গেছে। দাদা আজ শুভেচ্ছা জানালো তাই আমিও আর্ট করে ফেললাম।

 2 years ago 

ভাইয়া আপনি বন্ধু দিবস উপলক্ষে খুব সুন্দর একটি ডিজিটাল আর্ট করেছেন।ডিজিটাল আর্ট টি অনেক সুন্দর লাগছে।দুই বন্ধু খুব সুন্দর করে একাকী সময় কাটাচ্ছে।আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হুম আপু। দুই বন্ধু এক সাথে লেক এর পার এ বসে ভালো সময় কাটাচ্ছে।

 2 years ago 

দাদার মাধ্যমে জানতে পারলাম আজ বন্ধু দিবস এরই মধ্যে আপনি খুব চমৎকার একটি ডিজিটাল অংকন করেছেন দুই বন্ধুকে ঘিরে। আসলে ছোটবেলায় কত বন্ধু ছিল স্কুল জীবন থেকে শুরু করে ভার্সিটির জীবন পর্যন্ত তারাই তো সত্যিকারে বন্ধু। ধন্যবাদ ভাই আজকের এই মহৎ দিনে এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হুম ভাই। আমিও দাদার মাধ্যমে জানতে পেরেছিলাম।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65702.61
ETH 3485.24
USDT 1.00
SBD 2.51