টার্গেট ডিসেম্বর সিজন-২ || 80 steem power-up || ১৬ তম সপ্তাহের পাওয়ার আপ

in আমার বাংলা ব্লগ4 years ago

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।



কিছু দিন আগে টার্গেট ডিসেম্বর সিজন-২ এর ঘোষণা দেওয়া হয়। আমি সেখানে শুরুতে আমি একটি প্রাথমিক লক্ষ্য ঠিক করি ২৫০০ স্টিম পাওয়ার। আশা করি আমি আমার লক্ষে অনেক আগেই পৌছে তা বৃদ্ধি করতে পারবো। টার্গেট ডিসেম্বর সিজন-২ তে আমার লক্ষ্য এই পোস্ট টি পড়ে আসতে পারেন। এর ই ধারাবাহিকতায় এবার আমি ১৬ তম সপ্তাহের পাওয়ার আপ করলাম। আজ আমি অনেক খুশি কারণ আমার ১৩৫০ স্টিম পাওয়ার পূরণ হয়েছে। এর জন্য @rme দাদাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এছাড়াও সকল এডমিন মডারেটর কেও ধন্যবাদ জানাই।


png_20220504_110627_0000.png

ক্যানভা প্রো দিয়ে বানানো।

images (17).jpeg



পাওয়ার আপ করার আগে আমার স্টিম পাওয়ার


Screenshot_20220504-110945.jpg

পাওয়ার আপ করার আগে আমার টোটাল স্টিম পাওয়ার ছিলো 1273.385sp।

images (17).jpeg



80 steem পাওয়ার আপ


Screenshot_20220504-111023.jpg

এবার আমি 80 steem পাওয়ার আপ দিলাম।

images (17).jpeg



আমার বর্তমান মোট স্টিম পাওয়ার


Screenshot_20220504-111111.jpg

আমার বর্তমান স্টিম পাওয়ার 1353.385sp।

images (17).jpeg


পরিসংখ্যান


পূর্বের এসপি1273.385sp
পাওয়ার আপ80 steem
বর্তমান এসপি1353.385sp
শতকরা পাওয়ার আপ6.2826 %


তো এই ছিলো সপ্তাহ-১৬ এর পাওয়ার আপ পোস্ট এ। আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুভকামনা রইলো সবার জন্য।


░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

New Project.gif

⋆ 🎀 𝒞😍𝓃𝓃𝑒𝒸𝓉 𝑀𝑒 🏵𝓃 🎀 ⋆
Discord | Twitter | Facebook
Steemit |Instagram | Youtube |
Sort:  
 4 years ago 

পাওয়ার আপ মানে নিজেকে আরো শক্তিশালী করে তোলা। আপনি পাওয়ার আপ করার মাধ্যমে নিজের এবং নিজের একাউন্টকে আরো শক্তিশালী করে তুলেছেন। দোয়া করি, আপনি যেন আপনার নির্দিষ্ট লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছে যান। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

হ্যাঁ ভাই পাওয়ার আপ করতে খুব ভাল লাগে। তাই চেস্টা থাকে।

 4 years ago 

হিউজ পরিমাণ স্টিম পাওয়ার আপ করেছেন দেখছি। আপনার পাওয়ার আপ দেখে খুবই ভালো লাগছে। আশা করছি খুব তাড়াতাড়ি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। শুভ কামনা রইলো

 3 years ago 

লাস্ট কিছু সপ্তাহে পাওয়ার আপ মিস গেছে তাই একবারে বেশি করে মেরে দিলাম

 4 years ago 

স্টিমিট প্লাটফর্মে টিকে থাকতে হলে পাওয়ার আপ করা খুবই জরুরী। তাই আমরা প্রত্যেকেই পাওয়ার আপ করে থাকি। আপনি বেশ বড় একটি এমাউন্ট পাওয়ার আপ করেছেন ভাইয়া। দেখে খুবই ভালো লাগলো। এভাবেই এগিয়ে চলুন। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

হ্যাঁ ভাই স্টিমিট নিয়ে আমার সুবিশাল প্ল্যান তাই পাওয়ার আপ করে এগিয়ে থাকার চেষ্টা করি

 4 years ago 

পাওয়ার আপের কোন বিকল্প নেই। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো। ঈদের শুভেচ্ছা রইলো ❤️

 3 years ago 

দোয়া করবেন যেন ডিসেম্বরের আগেই আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি।ব

 4 years ago 

হিউজ পরিমান স্টিম পাওয়ার আপ করেছেন ভাই।আপনার উদ্যেগ টি অনুপ্রেরণা মূলক স্টিম এর সাথে থাকতে হলে পাওয়ার আপ করতেই হবে এগিয়ে যান ভাই

 3 years ago 

ঠিক স্টিমিট এ টিকে থাকতে হলে পাওয়ার আপের গুরুত্ব অনেক

 4 years ago 

ভাইয়া আপনি পাওয়ার আপ করার মাধ্যমে নিজের শক্তি বৃদ্ধি করেছেন দেখে খুব ভালো লাগছে, আমি আপনার মত চেষ্টা করি আস্তে আস্তে পাওয়ার বৃদ্ধি করার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া পাওয়ার আপ এর পোস্ট করে সবাইকে পাওয়ার আপ করার উৎসাহ দেওয়ার জন, আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

হ্যাঁ আপু ধীরে ধীরে পাওয়ার আপ করে আমরা অনেক দূর এগিয়ে যাব।

 4 years ago 

পাওয়ার আপ করা মানে নিজের সক্ষমতা বৃদ্ধি করা ।আপনি সেই কাজটি করলেন। আজকে আপনি অনেক স্টিম পাওয়ার আপ করলেন। যেটা আপনার সক্ষমতা অনেকটা বাড়িয়ে তুলেছে। আপনার এই উদ্যোগকে সাধুবাদ জানাই।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে অনুপ্রেরণা দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

 4 years ago 

আপনি বড় একটা এমাউন্ট পাওয়ার বৃদ্ধি করেছেন। আসলে আমি মনে করি আমাদের সবাইকে পাওয়ার আপের প্রতি বেশি মনোযোগী হতে হবে। কারন পাওয়ার আপের মাধ্যমেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। শুভকামনা ভাই।

 3 years ago 

গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

পাওয়ার বৃদ্ধি করার পোস্ট দেখলে আমার ভীষণ ভালো লাগে। পাওয়ার বৃদ্ধি করা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। পাওয়ার বৃদ্ধি করা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এত অসাধারন পোষ্ট শেয়ার করার জন্য শুভকামনা।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই পাওয়ার বৃদ্ধি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এতে আমাদের ওয়ালেটের সক্ষমতা বৃদ্ধি পায়

 4 years ago 

নিজের শক্তি বৃদ্ধির ক্ষেত্রে পাওয়ার বৃদ্ধির কোন বিকল্প নেই আর তাই আমাদের সবার উচিত বেশি বেশি পাওয়ার বৃদ্ধি করা আর আপনি সেই কাজটি করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

ঠিক ভাই যে যত বেশি পাওয়ার আপ করবে তার সক্ষমতা বৃদ্ধি পাবে

Coin Marketplace

STEEM 0.07
TRX 0.28
JST 0.034
BTC 99939.51
ETH 3192.61
USDT 1.00
SBD 0.54