টার্গেট ডিসেম্বর সিজন-২ || 20 steem power-up || ৬ষ্ঠ সপ্তাহের পাওয়ার আপ
হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
কিছু দিন আগে টার্গেট ডিসেম্বর সিজন-২ এর ঘোষণা দেওয়া হয়। আমি সেখানে শুরুতে আমি একটি প্রাথমিক লক্ষ্য ঠিক করি ২৫০০ স্টিম পাওয়ার। আশা করি আমি আমার লক্ষে অনেক আগেই পৌছে তা বৃদ্ধি করতে পারবো। টার্গেট ডিসেম্বর সিজন-২ তে আমার লক্ষ্য এই পোস্ট টি পড়ে আসতে পারেন। এর ই ধারাবাহিকতায় এবার আমি ৬ম সপ্তাহের পাওয়ার আপ করলাম। এবার আমি আমার টার্গেট পরিমান পাওয়ার আপ করতে পারিনি। কারণ আগের সপ্তাহে স্টিম আসে নি তেমন। তাই মাত্র ২০ স্টিম পাওয়ার আপ করলাম এবার। আরো বেশি করার ইচ্ছা ছিলো। তবে কিছু টাকা বার করতে হবে তাই কম আপ দিলাম।
.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)
পরিসংখ্যান
পূর্বের এসপি | 536.493 |
---|---|
পাওয়ার আপ | 20 |
বর্তমান এসপি | 556.493 |
তো এই ছিলো সপ্তাহ-৬ এর পাওয়ার আপ পোস্ট এ। আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুভকামনা রইলো সবার জন্য।
░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

আসলে পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এখানে যদি স্থায়ীভাবে টিকে থাকতে হয় তাহলে পাওয়ার আপ করতে হবে। আপনি দারুন একটি উদ্যোগ নিয়েছেন। আমি আপনার উদ্যোগকে সম্মান জানায়। আমাদের উচিত ছোট ছোট পথেই এগিয়ে যাওয়া। আপনি আপনার লক্ষ্যে যেন পৌছাতে পারেন। দোয়া করি।
অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মতামত এর জন্য।
পাওয়ার আপ মানে নিজের সক্ষমতাকে বৃদ্ধি করা। আমরা সবাই পাওয়ার আপকে ভালোবাসি। স্টিমিট প্লাটফর্মে কাজ করতে হলে পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম। শুভকামনা রইল আপনার জন্য।
অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামত এর জন্য।
নিয়মিত ধারাবাহিকতা বজায় রেখে পাওয়ার আপ করতে থাকুন।পাওয়ার আপ করার মাধ্যমে নিজের সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব।সেই সঙ্গে স্টিমিট প্লাটফর্মে নিজের অবস্থান শক্ত করতে পাওয়ার আপ এর বিকল্প নেই।শুভকামনা রইলো আপনার জন্য।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামত এর জন্য।
যত বেশি পাওয়ার বৃদ্ধি ততবেশি সক্ষমতা অর্জন আপনার পাওয়ার বৃদ্ধি পোস্টটি দেখে খুবই ভালো লাগলো শুভেচ্ছা থাকলো আপনার জন্য আগামী দিনের পথ চলার
জ্বি ভাইয়া দোয়া করবেন যেনো সুন্দর মত লক্ষ্যে পৌছাতে পারি।
কম হোক কিংবা বেশি হোক ধারাবাহিকতা বজায় রেখে এভাবেই এগিয়ে চলুন নিশ্চয়ই একদিন আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন আপনি।আর টার্গেট ডিসেম্বরের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সাধুবাদ ও শুভকামনা রইল আপনার জন্য।
দোয়া করবেন ভাই। আর ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
ভাইয়া পাওয়ার আপ করেছেন। দেখে খুব ভালো লেগেছে ভাইয়া। যদিও ভাইয়া ২০ স্টিম পাওয়ার আপ করেছেন। কম হলেও দুআ করি ভাইয়া আপনি আপনার লক্ষ পূরণ করতে পারবেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।
ধন্যবাদ আপু। আসলে কিছু টকার দরকার ছিলো তাই কম পাওয়ার আপ দেওয়া আরকি।
ভালো-মন্দ হাসি-কান্না সুবিধা, অসুবিধা নিয়েই মানুষের জীবন। তবু যে আপনি পাওয়ার আপ করে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন অবশ্য আপনি আপনার টার্গেটে পৌঁছে যেতে পারবেন ইনশাআল্লাহ। আর আমাদের সাথে এত সুন্দর করে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
জ্বি ভাইয়া। দোয়া করবেন যেনো আমার লক্ষ্যে পৌছাতে পারি।
একাউন্টঃ @razuahmed
পাওয়ার বৃদ্ধিঃ = 3.73134%