টার্গেট ডিসেম্বর সিজন-২ || 20 steem power-up || ৬ষ্ঠ সপ্তাহের পাওয়ার আপ

in আমার বাংলা ব্লগ4 years ago

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।



কিছু দিন আগে টার্গেট ডিসেম্বর সিজন-২ এর ঘোষণা দেওয়া হয়। আমি সেখানে শুরুতে আমি একটি প্রাথমিক লক্ষ্য ঠিক করি ২৫০০ স্টিম পাওয়ার। আশা করি আমি আমার লক্ষে অনেক আগেই পৌছে তা বৃদ্ধি করতে পারবো। টার্গেট ডিসেম্বর সিজন-২ তে আমার লক্ষ্য এই পোস্ট টি পড়ে আসতে পারেন। এর ই ধারাবাহিকতায় এবার আমি ৬ম সপ্তাহের পাওয়ার আপ করলাম। এবার আমি আমার টার্গেট পরিমান পাওয়ার আপ করতে পারিনি। কারণ আগের সপ্তাহে স্টিম আসে নি তেমন। তাই মাত্র ২০ স্টিম পাওয়ার আপ করলাম এবার। আরো বেশি করার ইচ্ছা ছিলো। তবে কিছু টাকা বার করতে হবে তাই কম আপ দিলাম।


Green and Black Refined Sports Football Event Banner (3).png

ক্যানভা প্রো দিয়ে বানানো।

images (17).jpeg



পাওয়ার আপ করার আগে আমার স্টিম পাওয়ার



image.png

পাওয়ার আপ করার আগে আমার টোটাল স্টিম পাওয়ার ছিলো 536.493sp।

images (17).jpeg



20 steem পাওয়ার আপ


image.png

এবার আমি 20 steem পাওয়ার আপ দিলাম।

images (17).jpeg



আমার বর্তমান মোট স্টিম পাওয়ার


image.png

আমার বর্তমান স্টিম পাওয়ার 556.493sp।

images (17).jpeg


পরিসংখ্যান


পূর্বের এসপি536.493
পাওয়ার আপ20
বর্তমান এসপি556.493


তো এই ছিলো সপ্তাহ-৬ এর পাওয়ার আপ পোস্ট এ। আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুভকামনা রইলো সবার জন্য।


░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

New Project.gif

⋆ 🎀 𝒞😍𝓃𝓃𝑒𝒸𝓉 𝑀𝑒 🏵𝓃 🎀 ⋆
Discord | Twitter | Facebook
Steemit |Instagram | Youtube |
Sort:  
 4 years ago 

আসলে পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এখানে যদি স্থায়ীভাবে টিকে থাকতে হয় তাহলে পাওয়ার আপ করতে হবে। আপনি দারুন একটি উদ্যোগ নিয়েছেন। আমি আপনার উদ্যোগকে সম্মান জানায়। আমাদের উচিত ছোট ছোট পথেই এগিয়ে যাওয়া। আপনি আপনার লক্ষ্যে যেন পৌছাতে পারেন। দোয়া করি।

 4 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মতামত এর জন্য।

 4 years ago 

পাওয়ার আপ মানে নিজের সক্ষমতাকে বৃদ্ধি করা। আমরা সবাই পাওয়ার আপকে ভালোবাসি। স্টিমিট প্লাটফর্মে কাজ করতে হলে পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম। শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামত এর জন্য।

 4 years ago 

নিয়মিত ধারাবাহিকতা বজায় রেখে পাওয়ার আপ করতে থাকুন।পাওয়ার আপ করার মাধ্যমে নিজের সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব।সেই সঙ্গে স্টিমিট প্লাটফর্মে নিজের অবস্থান শক্ত করতে পাওয়ার আপ এর বিকল্প নেই।শুভকামনা রইলো আপনার জন্য।

 4 years ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামত এর জন্য।

 4 years ago 

যত বেশি পাওয়ার বৃদ্ধি ততবেশি সক্ষমতা অর্জন আপনার পাওয়ার বৃদ্ধি পোস্টটি দেখে খুবই ভালো লাগলো শুভেচ্ছা থাকলো আপনার জন্য আগামী দিনের পথ চলার

 4 years ago 

জ্বি ভাইয়া দোয়া করবেন যেনো সুন্দর মত লক্ষ্যে পৌছাতে পারি।

 4 years ago 

কম হোক কিংবা বেশি হোক ধারাবাহিকতা বজায় রেখে এভাবেই এগিয়ে চলুন নিশ্চয়ই একদিন আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন আপনি।আর টার্গেট ডিসেম্বরের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সাধুবাদ ও শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

দোয়া করবেন ভাই। আর ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 4 years ago 

ভাইয়া পাওয়ার আপ করেছেন। দেখে খুব ভালো লেগেছে ভাইয়া। যদিও ভাইয়া ২০ স্টিম পাওয়ার আপ করেছেন। কম হলেও দুআ করি ভাইয়া আপনি আপনার লক্ষ পূরণ করতে পারবেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

 4 years ago 

ধন্যবাদ আপু। আসলে কিছু টকার দরকার ছিলো তাই কম পাওয়ার আপ দেওয়া আরকি।

 4 years ago 

ভালো-মন্দ হাসি-কান্না সুবিধা, অসুবিধা নিয়েই মানুষের জীবন। তবু যে আপনি পাওয়ার আপ করে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন অবশ্য আপনি আপনার টার্গেটে পৌঁছে যেতে পারবেন ইনশাআল্লাহ। আর আমাদের সাথে এত সুন্দর করে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

জ্বি ভাইয়া। দোয়া করবেন যেনো আমার লক্ষ্যে পৌছাতে পারি।

 4 years ago 

একাউন্টঃ @razuahmed
পাওয়ার বৃদ্ধিঃ = 3.73134%

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.35
JST 0.033
BTC 115396.57
ETH 4505.09
SBD 0.84