টার্গেট ডিসেম্বর সিজন-২ || 16 steem power-up || ২৬ তম সপ্তাহের পাওয়ার আপ
হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
কিছু দিন আগে টার্গেট ডিসেম্বর সিজন-২ এর ঘোষণা দেওয়া হয়। আমি সেখানে শুরুতে আমি একটি প্রাথমিক লক্ষ্য ঠিক করি ২৫০০ স্টিম পাওয়ার। আশা করি আমি আমার লক্ষে অনেক আগেই পৌছে তা বৃদ্ধি করতে পারবো। টার্গেট ডিসেম্বর সিজন-২ তে আমার লক্ষ্য এই পোস্ট টি পড়ে আসতে পারেন। এর ই ধারাবাহিকতায় এবার আমি ২৬ তম সপ্তাহের পাওয়ার আপ করলাম। আজ আমি ১৬ স্টিম পাওয়ার আপ করবো। মার্কেট এখনো তেমন উপরে উঠেনি। আবার এসবিডি ও পাচ্ছিনা। তাই ইচ্ছা থাকা সত্যেও কম পাওয়ার আপ দিচ্ছি।
.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)
পরিসংখ্যান
| পূর্বের এসপি | 1,798.349 STEEM |
|---|---|
| পাওয়ার আপ | 16 steem |
| বর্তমান এসপি | 1,814.349 STEEM |
| শতকরা পাওয়ার আপ | 0.8897% |
তো এই ছিলো সপ্তাহ-২৬ এর পাওয়ার আপ পোস্ট এ। আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুভকামনা রইলো সবার জন্য।
░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

.png)
আমরা সকলেই পাওয়ার আপ করতে ভালবাসি এবং পাওয়ার আপ দেখলে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে পাওয়ার আপের মাধ্যমে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং খুব শীঘ্রই আশা করি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন।
হ্যাঁ ভাইয়া ঠিক বলেছেন আমরা সকলেই পাওয়ার আপ করতে ভালোবাসি আমাদের নিয়মিত পাওয়ার আপ করে যাওয়া উচিত।
আশা করি আপনি খুব শীঘ্রই ২৫০০ স্টিম পাওয়ার আপ করে ফেলতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
মার্কেট ঠিক থাকলে ভাইয়া অনেক আগেই ২৫ শত স্টিম হয়ে যেত। কারন আগে আমি নিয়মিত ৮০ স্টিম, ৬০ স্টিম এরকম করে পাওয়ার আপ দিতাম।
আমাদের সকলের উচিত বেশি বেশি করে প্রতিনিয়ত পাওয়ার আপ করা। আমরা আমাদের সার্থমতো চেষ্টা করব প্রতিনিয়ত পাওয়ার আপ করার। আপনার পাওয়ার আপ দেখে ভীষণ ভালো লাগলো। এভাবে এগিয়ে যান। আপনার জন্য শুভকামনা রইল।
হ্যাঁ ভাই আমরা প্রতিনিয়ত যত বেশি পাওয়ার আপ করব তত বেশি লাভ আমাদের।
পাওয়ার বৃদ্ধি মানে নিজের সক্ষমতা বৃদ্ধি। পাওয়ার আর এর কোনো বিকল্প নেই। পাওয়ার আপ করার জন্য আপনাকে অভিনন্দন। এবং ধন্যবাদ আমাদের সাথে পাওয়ার আপ পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য। পাওয়ার আপ এর কোনো বিকল্প নেই।।
হ্যাঁ ভাইয়া এভাবেই পাওয়ার আপ করে নিজের সক্ষমতা বৃদ্ধি করে যেতে চাই।
প্রতিনিয়ত এরকম প্রতি সপ্তাহে পাওয়ার বৃদ্ধির মাধ্যমে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। শুভকামনা রইল আপনার জন্য।
দোয়া করবেন ভাই যেনো দ্রুতো আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি।
পাওয়ার আপ পোস্টগুলো আমাকে মুগ্ধ করে। আমার খুবই ভালো লাগে এ জাতীয় পোস্ট গুলো দেখতে। আশা করি এভাবেই পাওয়ার আপ করে অন্যদের উৎসাহ প্রদান করবেন এবং নিজের সফলতা বৃদ্ধি করবেন।
হ্যাঁ ভাই পাওয়ার আপ পোস্ট আমাকেও খুব মুগ্ধ করে ফ পোস্ট আমাকেও খুব
একাউন্টঃ @razuahmed
পাওয়ার বৃদ্ধিঃ = 0.889878%
আপনি বর্তমান সময়ে অনেক ভালো স্টিম পাওয়ার আপ করেছেন। সত্যি পাওয়ার আপ পোস্ট দেখলে আমার কাছে ভীষণ ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।