বড়শি দিয়ে মাছ ধরার গল্প//পর্ব-৩

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম/🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


বড়শি দিয়ে মাছ ধরার মুহূর্তগুলো সত্যি অনেক আনন্দের। আমি বড়শি দিয়ে মাছ ধরতে খুবই পছন্দ করি। যার কারণে ছোটবেলায় আমি বড়শি দিয়ে অনেকবারই মাছ ধরেছি। আর বড়শি দিয়ে মাছ ধরার একটি গল্প আপনাদের মাঝে শেয়ার করতেছিলাম। আসলে চাচাতো ভাইয়ের সাথে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়েছিলাম, সেই দিনের কথা আজ খুবি মনে পড়ে। যার কারণে এই দিনটা আমার কাছে অনেক আনন্দের তাই আপনাদের মাঝে বড়শি দিয়ে মাছ ধরা স্মৃতির গল্পটি শেয়ার করতেছিলাম। আজকে সেই গল্পের শেষ পর্ব নিয়ে হাজির হলাম। আশা করছি আজকের গল্পটি পড়ে আপনাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা আর দেরি নয় চলুন শেষ পর্বের গল্পটি পড়া শুরু করা যাক।


fish-4342145_1280.jpg

source

সেই বড় পুকুরে যখন আমি এবং আমার চাচাতো ভাই মাছ ধরতেছিলাম। আমাদের বড়শিতে অনেক বেশি মাছ ধরেছিলো,যার কারণ হলো আমরা মাজুলের ডিম ব্যবহার করেছিলাম। আর সেই কারণর আমাদের বড়শিতে অনেক বেশি মাছ ধরেছিল। আর সেই মাছ ধরা মুহুর্তটা অনেক আনন্দময় ছিলো।তারপরে একটি বড় রুই মাছ আমার বড়শিতে আটকে যায়। আর এই রুই মাছটি তুলতে অনেক সময় লাগে। আমি মাছ দেখে অনেক চিৎকার দিয়ে উঠে ছিলাম। আশেপাশে সকল মানুষ এসেছিল। এত বড় মাছ যখন ধরা পড়েছে তখন আমি আর আনন্দটা নিজের কাছেই ধরে রাখতে পারেনি।তাই আমি চিৎকার দিয়ে উঠেছিলাম। তখন পুকুরে আশেপাশে যারা বড়শি দিয়ে মাছ ধরতেছিল সকলে ছুটে এসেছিল আমার এই মাছটি দেখার জন্য।


তারপরে আস্তে আস্তে এবং আমার চাচাতো ভাই ও আরেকটি বড় ভাই ছিল সে এসে এই মাছটি উপরে উঠালো, আসলে এই পুকুরে অনেক বড় বড় এবং আগের চাষ করা রুই মাছ ছিল। এই মাছের মধ্যে আমার বড়শিতে একটি মাছ ধরা পড়েছে, সেটি অনেক বড় ছিল। আর কমপক্ষে 7 কেজি হবে। যখন এই মাছটি উপরে উঠানো হলো, তখন এত ভালো লাগলো যা বলার মত নয়। কারণ বড়িতে এই প্রথম আমি এত বড় একটি মাছ ধরেছিলাম। আসলে বড়শি দিয়ে মাছ ধরার এই মুহূর্তটা যেন অনেক অনেক বেশি আনন্দদায়ক ছিল।


আমরা আসলে ৫০০ টাকা দিয়ে ১ ঘন্টার জন্য মাছ ধরতেছিলাম। তখন পুকুরের মালিক চলে আসলো, সে বলল যে তোমাদের টাকা বেশি দিতে হবে। কারণ তোমরা অনেক মাছ পেয়েছ। আসলে এভাবে কোন চুক্তি ছিল না। কারণ নিজে যত মাছ ধরতে পারে কিন্তু এই মালিক কখনোই বুঝতে পারেনি আমরা এত বড় মাছ ধরতে পারবো। আসলে এত বড় মাছ আমরা ধরতে পারবে এটাও কল্পনা করেনি তারা। যার কারণে অনেক বেশি আনন্দদায় ছিল সেই মুহূর্ত। আর পুকুরের মালিক তখন বলতেছিল কিছু টাকা বেশি দিতে হবে, তখন সবাই বলল যে এটা কোন কথা নয় কারণ সেটাই নিয়ম সেটা মানতে হবে।


তখন মালিক আর কিছু না বলে চলে গেলো। আসলে আমরা এক ঘন্টার জন্য মাছ ধরার জন্য টাকা দিয়েছিলাম। কিন্তু ৪০ মিনিট পার হয়ে গিয়েছিল, তখন আমরা অনেক মাছ ধরেছি এবং এত বড় একটি রুই মাছ ধরেছিলাম তখন আমার অনেক বেশি ভালো লাগতেছিল। আর মাছ ধরতে ইচ্ছা করতে এসেছিল, কিন্তু চাচাতো ভাই বললো আর বেশি দেরি করা যাবে না। আশেপাশের আরো মানুষ আসলে এলাকার মানুষ আসলে এত বড় মাছ নিয়ে যেতে দিবে না । চল আমরা তাড়াতাড়ি চলে যাই। তখন চাচতো ভাইয়ের কথা মতো আমি এই মাছটি নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম।


মাছটি অনেক বড় ছিল, যার কারণে আমি যেন এই মাছটি ধরেই নিয়ে আসতে পারছিলাম না। তখন চাচাতো ভাই মাছটি তার ব্যাগে নিলো। আর চাচাতো ভাইয়ের ছোট ছোট এবং আমার ছোট ছোট যে মাছ ছিল সেগুলো আমি ধরে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। এত ভালো লাগতেছিল যা বলে বুঝাতে পারবো না। তারপর আমি বাড়িতে আসলাম। বাড়িতে এসেই যেন সবাইকে ডেকে বললাম, কেউ আমার কথা বিশ্বাস করলো না। আমার চাচাতো ভাই বললো সত্যি রায়হান বড়শি দিয়ে এই মাছ ধরেছে। চাচাতো ভাই বলল তখন অনেক আনন্দিত হলো এবং আমরা সবাই মিলে সেই মাছটি রেসিপি করে আনন্দের সাথে খেয়েছিলাম। সত্যি সেই দিনের কথা ভাবতেই যেন এখন অনেক ভালো লাগে আমার ।আসলে সেই স্মৃতিময় দিনের মুহূর্তগুলো সত্যিই অসাধারণ ছিল। তাই আপনাদের মাঝে স্মৃতির পাতায় জমা আমার এই গল্পটি শেয়ার করলাম।🙏🤲🙏

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

GridArt_20250114_234749328.jpg

 2 months ago 

পুকুরে ১ ঘন্টা মাছ ধরে ৫০০ টাকা দিয়েছেন,ব্যাপারটা তো দারুণ। তাছাড়া ৭ কেজি ওজনের একটি রুই মাছ ধরেছেন, জেনে খুব ভালো লাগলো ভাই। বড়শি দিয়ে মাছ ধরতে আসলেই খুব ভালো লাগে। যাইহোক বেশ ভালো লাগলো মাছ ধরার গল্প পড়ে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.23
JST 0.031
BTC 86724.77
ETH 2012.84
USDT 1.00
SBD 0.79