You are viewing a single comment's thread from:
RE: আম বাগানে গিয়ে হতাশ হলাম। ১০% সাইফক্স।
কিন্তু বাগানে উপস্থিত হয়ে আমরা খুবই অবাক হলাম। কারণ খেয়াল করে দেখি কোন গাছেই আম নেই। অল্প কয়েকটি গাছে সামান্য কয়েকটি আম ধরে আছে।
ভাইয়া আপনার আমবাগানে ভ্রমণ কাহিনী এবং কিছু ফটোগ্রাফি দেখে ভালই লাগল। তবে আমিও হতাশ হলাম আপনারা আমবাগান এসেছেন কিন্তু আম বাগানে আম পাননি। এটা সত্যি হতাশাজনক। এবার হয়তো গতবারের তুলনায় সব জায়গাতেই আম একটু কম ধরেছে। আমাদেরও আমগাছে রয়েছে চারটা,গত বছর চারটা আম গাছে প্রচুর পরিমাণে ধরেছিল। এবার মাত্র দুটি আম গাছে আম ধরেছে তাও তুলনামূলক অনেক কম। যাই হোক আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো।
আমিতো শুধু মনে করেছিলাম এই বাগানে বোধহয় আম ধরেনি। এখনতো দেখছি সবাই কমেন্টসে একই কথা বলছে।