You are viewing a single comment's thread from:

RE: নরেন কাকুর দোকানে || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago

বাবা আমাকে মাঝে মাঝেই তার দোকানে রেখে হাঁটে বাজার করতে যেত । ব্যাপারটা বেশ ভালোই উপভোগ করতাম । ছোটবেলা থেকেই খাদক স্বভাবের ছিলাম

ভাইয়া আজকে আপনার পোস্টটা পড়ে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল, কারণ ছোটবেলা আমি যখন বাবার সাথে হাটে যেতাম, তখন বাবা আমাকে একটি জিলাপির দোকানে বসিয়ে জেলাপি কিনে দিয়ে বাজার করতে যেত। তখন আমার খুবই কষ্ট হতো। বসে থেকে জিলাপী শেষ হয়ে যেত কিন্তু বাবা আসত না। বাবা অনেক বাজার করে অনেকক্ষণ পরে আসতো। তখন আমার কান্না পেত। আসলে অপেক্ষার এই সময়টা আমার ভাল লাগতোনা। বাবার সাথে হাটে এসেছি,হাটের পরিবেশ ঘুরে ঘুরে দেখব কিন্তু বাবা জিলাপি কিনে দিয়ে আমাকে বসিয়ে রেখে চলে যেত। আপনার বাবা আপনাকে হাটে জিলাপি কিনে দিয়ে বাজার করতে যেত, এই কথাটা পড়ে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। যাই হোক আপনার সাথে অবশেষে নরেন কাকুর সাথে আবারো দেখা হয়েছে। অনেকদিন পরে এরকমই আছে কিন্তু সে অনেকটাই পরিবর্তন বয়সের ছাপ পড়েছে। সে এখনো জিলাপি বানায় না তবে কারিগরদের দিয়ে জেলাপি বানায়। আসলেই আপনার গল্পটা আজকে আমার খুবই ভালো লেগেছে। মানুষ সময়ের পরিবর্তনশীল। সময়ের সাথে সাথে আমাদের সব কিছু পরিবর্তন হয়। আপনার জন্য রইল শুভকামনা।

Sort:  
 2 years ago 

অতীত বড়ই আবেগপ্রবণ ভাই। এমন ঘটনা কমবেশি সবার জীবনেই আছে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 57645.95
ETH 2389.92
USDT 1.00
SBD 2.43