You are viewing a single comment's thread from:

RE: চল্লিশ বছর পর || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

গ্রাম থেকে পাঁচটা গরুর গাড়ি ঠিক করা হলো । সেই গ্রামের মেঠো পথ ধরে গরুর গাড়িতে করে মোটামুটি এলাকার লোকজন ও আত্মীয়-স্বজন নিয়ে খালেক মিয়া চলে গেল সেই বার মাইল দূরে সাহেরাদের গ্রামে ।

আসলে ভাইয়া ৪০ বছর আগেকার জীবন যাপন আর বর্তমানের জীবনযাপন অনেকটাই পার্থক্য।তবে আমার কাছে ৪০ বছর আগের সাধারণ জীবনযাপন অনেকটাই ভালো ছিল।কারণ তখনকার মানুষের মধ্যে এত হিংসা বিদ্বেষ ছিল না। তখন তারা ছিল একদম নিরীহ মনের।আসলেই গরুর গাড়ি করে এই বিয়ের অনুষ্ঠান সত্যিই মুগ্ধময়। এটি এখন বাংলার ঐতিহ্য হয়ে, আসে।কিন্তু এখন আর সেটা দেখা যায় না। এখন নতুন যুগ এসেছে আধুনিকতার ছোঁয়া। যার মাধ্যমে খুব বেশি মজা করি। কিন্তু শান্তি পায় না। তবে আগের অল্প কিছু মজাতে অনেক শান্তি পাওয়া যেত। বিয়ে করতে পাঁচটি গরুর গাড়ি নিয়ে যাওয়া হয়েছিল। তখনকার যে আনন্দ তারা উপভোগ করেছিল। এখন আমরা অনেক গাড়ি নিয়ে সে আনন্দটা পায় না। সত্যি আপনার আজকের পোস্টটি পড়ে আমার খুবই ভালো লাগলো।

Sort:  
 3 years ago 

সময়ের ব্যবধান শুধুমাত্রই । চেষ্টা করেছি সময় উপযোগী কথা বলার জন্য। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62567.98
ETH 2460.02
USDT 1.00
SBD 2.62