RE: আবদার || @shy-fox 10% beneficiary
আজকে আপনার পোস্ট পড়ে আমার খুবই ভাল লাগল। ভাবিকে সাথে নিয়ে যখন নির্বাচন অফিস থেকে বেরিয়ে আসেন। তখন ভাবি বলল সে কিছু কেনাকাটা করবে। আপনি হয়তো ভেবেছিলেন ভাবি ভারি কিছু কিনবে কিন্তু ভাবীর মনে ছিল অন্য কিছু।সে ফুলের গাছ কিনবে। যাইহোক রিকশা থামিয়ে যখন ফুলের গাছের কিনতে আসলেন তখন আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হল। ভাবি অন্য কিছু কিনতে চায় না, সে ফুলের গাছ কিনতে চায়। আসলে বাসাবাড়িতে বেলকিনিতে ফুলের সুন্দর দৃশ্য গুলো খুবই ভালো লাগে। আমিও বেলকিনিতে ফুলের গাছ লাগিয়েছি। এটা খুবই ভালো লাগে। সকালবেলা ফুলের গাছের যত্ন করতে খুবই ভালো লাগে। তাই আপনি যখন রিকশা থামিয়ে ফটোগ্রাফি করতেছিলেন বাবুকে তখন রিক্সাওয়ালা কলে নিয়েছে। দৃশ্যটি আমার খুবই ভালো লেগেছে। একটু বিরক্ত হয়নি,আমার অনেক ভালো লেগেছে, শেষ পর্যন্ত ৮০ টাকার কাছে ১০০ টাকা ভাড়া দিয়েছেন। সে অনেক খুশি হয়েছে। বিষয়টা অনেক ভালো লাগলো। আপনার জন্য রইল শুভকামনা।
আমি কৃতজ্ঞতাবোধ প্রকাশ করছি ভাই । ভাল ছিল আপনার মন্তব্যটি ।