"আমার বাংলা ব্লগ"// কবিতা // প্রকৃতির আলিঙ্গন 💖

in আমার বাংলা ব্লগ26 days ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


butterfly-9735952_1280.jpg

source

অসাধারণ প্রকৃতির মুহূর্তকে কেন্দ্র করে আমি এই কবিতাটি লিখেছি, যেখানে আমি অনুভব করেছি প্রকৃতির শান্তি, সৌন্দর্য আর প্রাণবন্ততা। ভোরের শিশির ভেজা ঘাস, নদীর ধারা, পাখির গান, রংধনু কিংবা চাঁদের আলো,সবকিছু মিলিয়ে প্রকৃতি যেন এক পরম বন্ধুর মতো হৃদয় ছুঁয়ে যায়।এই কবিতায় আমি প্রকৃতিকে কেবল একটি দৃশ্য নয়, বরং অনুভবের এক বিশাল জগৎ হিসেবে দেখিয়েছি। প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া মানে নিজেকে খুঁজে পাওয়াএই ভাবনাটিই কবিতার প্রতিটি স্তবকে তুলে ধরার চেষ্টা করেছি।প্রকৃতির কোলে যেমন শান্তি আছে, তেমনি আছে নতুন করে জেগে ওঠার প্রেরণা। সেই উপলব্ধি থেকেই প্রতিটি শব্দ বেছে নিয়েছি মন থেকে। প্রকৃতি শুধু চারপাশ নয়, প্রকৃতি আমাদের ভেতরেও বাঁচে,এই অনুভব থেকেই জন্ম নিয়েছে আমার এই কবিতা প্রকৃতির আলিঙ্গন।আশা করি আপনাদের হৃদয়ে এই কবিতা ছুঁয়ে যাবে প্রকৃতির স্নিগ্ধ স্পর্শ নিয়ে।


প্রকৃতির আলিঙ্গন
মোঃরায়হান রেজা


সবুজে মোড়া শান্ত সকাল,
সূর্য ওঠে ধীরে ধীরে কোকিলের ডাকের বাল।
শিশির ভেজা ঘাসে পা রাখি,
মনের কোণে জাগে প্রশান্তি।

নদী বয়ে যায় আপন মনে,
ছোট্ট নৌকা দোলে তার বুকে যতনে।
বাতাস বয়ে আনে ফুলের ঘ্রাণ,
প্রকৃতির মাঝে যেন স্বর্গের গান।

আকাশে মেঘের খেলা চলে,
রঙিন রোদ পড়ে পাতার কোলে।
চোখে ভেসে ওঠে রংধনুর রেখা,
এই দৃশ্য যেন জীবনের এক মধুর দেখা।

গভীর বনে পাখিরা গায়,
প্রকৃতির গান মন ছুঁয়ে যায়।
গন্ধরাজ ফুলে মৌমাছি ডুবে,
একটি মুহূর্তে হৃদয়টা রঙে রঙে রবে।

চাঁদের আলোয় রাতও মায়াবী,
জোনাকির আলোয় আঁকা ছবি,
যেন সাঁজান বিয়ে।
প্রকৃতির কোলে হারিয়ে যাই,
এই সৌন্দর্য ভুলে থাকা যায়?

হে প্রকৃতি, তুমি শান্তির ছোঁয়া,
তোমার সুরে মনের যত ব্যথা হোক ধোয়া।
তুমি আমার কবিতা, তুমি গান,
তোমাতে খুঁজি জীবনের প্রাণ।

fox-ga73d03b37_1920.png

source


💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 25 days ago 

আজকে আপনি ভালো লাগার মত চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লিখা প্রকৃতির আলিঙ্গন কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। আসলে প্রকৃতির সৌন্দর্য এবং প্রকৃতির অনুভূতি সবসময় অন্যরকম থাকে। আর আপনি সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 25 days ago 

প্রকৃতিকে নিয়ে অপূর্ব সুন্দর একটি কবিতা আপনি রচনা করেছেন। এই ধরনের কবিতা পড়তে আমার বেশ সুন্দর লাগে। আসলে প্রকৃতির এমন সৌন্দর্য যা বর্ণনা করে শেষ করা যাবে না। এক এক সময় মনের এক এক রকম আবেগ প্রকাশ পায় প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে। বেশ ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে ভীষণ সুন্দরভাবে রচনা করেছেন আপনি।।

 24 days ago 

কবিতার কথাগুলো সত্যিই অসাধারণ হয়েছে। আপনি খুবই ভালো কবিতা লিখেন। এর আগেও আপনার লেখা কবিতা পড়েছিলাম। আপনার লেখা কবিতা পড়ে ভালো লাগলো ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 109926.60
ETH 4355.15
USDT 1.00
SBD 0.83