মায়ের সাথে কক্সবাজার সমুদ্র সৈকতের পারে কিছু মুহূর্তের ফটোগ্রাফি
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
কিছুদিন আগে আমি কক্সবাজার সমুদ্র সৈকতে পারে ভ্রমণ করতে গিয়েছিলাম। আসলে এই কক্সবাজার সমুদ্র সৈকতের পাড়ে ভ্রমণের মজাটাই অন্যরকম। আসলে সমুদ্রের পাড়ে গেলে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে কক্সবাজার সমুদ্র সৈকতের পাড়ে ভ্রমণ করতে আমার অনেক বেশি ভালো লাগে। তাই তো পরিবারের সকলকে সাথে নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতের পাড়ে ভ্রমণ করতে গিয়েছিলাম। আর একদিন বিকেল বেলা আমি আমার মাকে সাথে নিয়ে সমুদ্রের পাড়ে কিছু মুহূর্ত উপভোগ করেছি। সেই মুহূর্তগুলো অনেক আনন্দময় ছিল। স্মৃতির পাতায় যেন সেই ফটোগ্রাফি গুলো জমা হয়ে রয়েছে। তাই আজকে আপনাদের মাঝে কিছু ফটোগ্রাফি নিয়ে আসলাম। আশা করছি আজকের ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে আপনাদের ভালো লাগবে।
কক্সবাজার সমুদ্র সৈকতের পাড়ে বিকেল বেলা সুগন্ধ পয়েন্ট পাশে আসলাম। সেখানে খুবই সুন্দর বাগান রয়েছে। এই অপরূপ সৌন্দর্যময় বালুর মধ্যে বাগানের দৃশ্য দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগলো। তাই হেঁটে হেঁটে বাগানের এই সৌন্দর্যময় দেখতে ছিলাম। আর সেই মুহূর্তের ফটোগ্রাফি করেছি।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
আমি যখন কক্সবাজার সমুদ্র সৈকতের পাড়ে ভ্রমণ করতে গিয়েছিলাম। প্রায় প্রতিদিনই সকাল বিকাল আমি সমুদ্রের পাড়ে সময় কাটাতাম। আমার খুবই ভালো লাগতো। তাই আমি একদিন ঠিক করলাম, আমি আমার আম্মার সাথে সমুদ্র সৈকতের পাড়ে কিছু মুহূর্ত উপভোগ করব। যার কারণে আমি এই সমুদ্র সৈকতের পাড়ে এসেছি, আর সমুদ্র সৈকতের পাড়ে সেই সৌন্দর্যময় দৃশ্য দেখতে যেন আমার অনেক বেশি ভালো লাগতেছিলো। তাই সেই মুহূর্তটা আমি আম্মার সাথে আনন্দের সাথে উপভোগ করার জন্য, সমুদ্রের পাড়ে আম্মাকে সাথে নিয়ে এসেছিলাম।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
বিকেলবেলা সমুদ্র সৈকতের পাড়ে হাজার হাজার মানুষের আনাগোনা থাকে, তাদের এই দৃশ্য দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। সমুদ্রের পাড়ে তারা খুবই সুন্দরভাবে বসে সমুদ্রের দৃশ্যগুলো দেখতে ছিল। আম্মা এই বার প্রথম সমুদ্রের পাড়ে এসেছে, যার কারণে আম্মা এই সমুদ্রের পাড়ে দৃশ্যগুলো দেখে অনেক আনন্দিত হয়েছিলো,আম্মার মুখের হাসি দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগতেছিলো।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
কক্সবাজার সমুদ্র সৈকতের পাড়ে বিকেলবেলা প্রকৃতির সাথে সময় পার করতে অনেক বেশি ভালো লাগে। তাই তো সমুদ্রের পাড় দিয়ে যখন আম্মার সাথে সময় পার করতেছিলাম। তখন মনের ভিতরে এত শান্তি লাগতেছিল যা ভাষায় প্রকাশ করতে পারবো না। তাইতো আম্মার সাথে এই মুহূর্তটা স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্যই আমি কিছু ফটোগ্রাফি করে নিলাম।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
বিকেলবেলা জোয়ার ভাটার সাথে সমুদ্রের সৌন্দর্য যেন আরও বেশি বৃদ্ধি পায়। তাই তো সমুদ্রের পাড় দিয়ে ভেজা বালুর মধ্যে দিয়ে হাঁটতে খুবই ভালো লাগে। আর এই বালুচরের সৌন্দর্যময় দৃশ্যগুলোই যেন আনন্দ দেয়। তাইতো আম্মার সাথে সমুদ্রের পাড় দিয়ে হেঁটে হেঁটে এই সৌন্দর্যময় দৃশ্য দেখতে ছিলাম। আর বিকালবেলা সূর্য অস্ত যাওয়ার দৃশ্য উপভোগ করতেছিলাম। সত্যিই আম্মার সাথে সমুদ্রের পাড়ে কাটানো মুহূর্তগুলো আমার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত ছিলো।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
|
ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi Note 6 Pro |
---|---|
ধরণ | ফটোগ্রাফি। |
ক্যামেরা.মডেল | Note 6 Pro |
ক্যাপচার | @rayhan111 |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
https://x.com/rayhan111s/status/1895534606604255556?t=QT9DuOGtYrQlEItPrgi_DA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
সঙ্গে মা থাকা মানেই দিনের আলো অনেক বেশি উজ্জ্বল হয়ে যায় আর রাতেও কোনরকম ভয় করে না। আপনি আপনার মায়ের সাথে কাটালেন বলেই এত সুন্দর হল প্রতিটা মুহূর্ত। আসলে মায়ের তো কোন বিকল্প নেই তাই না? চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনাদের থেকে কক্সবাজার দেখে দেখে বড়লোভ হয় কক্সবাজার যাবার। দেখা যাক কোনদিন যেতে পারি নাকি।
কক্সবাজার সমুদ্র সৈকতের পাড়ে আপনার ভ্রমণ সত্যিই একটি অসাধারণ অভিজ্ঞতা মনে হচ্ছে। সমুদ্রের পাশে কাটানো মুহূর্তগুলো যে কতটা আনন্দময় এবং শান্তিপূর্ণ, তা আপনি খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। বিশেষ করে মায়ের সাথে সেই স্মরণীয় মুহূর্তগুলো আরও মধুর হয়ে ওঠে। আপনার ফটোগ্রাফি গুলো নিশ্চয়ই সেই স্মৃতিগুলোকে জীবন্ত করে তুলে ধরেছে। এমন সুন্দর অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ, আপনার ছবি দেখে সেই মুহূর্তগুলো অনুভব করা সত্যিই আনন্দের।
সমুদ্র সৈকত আমার বেশ পছন্দের একটা জায়গা। আপনি আপনার মায়ের সাথে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন এই সুন্দর জায়গাতে। ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। প্রথম এবং দ্বিতীয় ফটোগ্রাফি টা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
সমুদ্র সৈকত মানেই হলো প্রশান্তির একটা জায়গা। যেখানে গেলে মনের মাঝে থাকা কষ্টগুলো যেন বিলীন হয়ে যায়।আর খুবই ভালো লাগে। সেখানে থেকে যেতে ইচ্ছে করে। আর এই সুন্দর একটা জায়গায় আপনি আপনার পরিবার নিয়ে গিয়েছিলেন এবং আপনার আম্মার সাথে একটা বিকেল খুব সুন্দর করে সেখানে কাটিয়েছেন দেখে খুবই ভালো লাগছে। এই মুহূর্তগুলো স্মৃতির পাতায় খুব আনন্দের হয়ে থাকবে।
মায়ের সাথে কক্সবাজার সমুদ্র সৈকতে বেশ দারুণ সময় কাটিয়েছেন ভাই। ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। কী চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য। খুবই সুন্দর ছিল আপনার ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।