সততা মানব জীবনের মূল্যবান সম্পদ

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম/🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


সততা মানব জীবনের একটি মূল্যবান সম্পদম এই সততার সাথে জীবন গড়লে জীবনে যেন আনন্দ হাসি এবং শান্তি খুঁজে পাওয়া যায়। আসলে জীবনটাকে যদি উপলব্ধি এবং জীবনে যদি শান্তি বয়ে নিয়ে আসতে আমাদের মন চায় তাহলে অবশ্যই আমাদের সৎভাবে জীবন পরিচালনা করতে হবে। সত্যের মধ্যেই রয়েছে প্রকৃত সুখ। তাই সততার সাথে জীবন গড়লে সেই জীবন আনন্দময় হয়ে ওঠে এবং চিন্তা ভাবনা থাকে না। যার কারণে সেই জীবনে যেন সুখে দেখা পাওয়া যায়। বর্তমানে চিন্তা-ভাবনা আমাদের একটা বাধ্যতামূলক রোগেদ হয়েছে। প্রত্যেকটা মানুষই যেন এই চিন্তার মধ্যে দিয়ে জীবন পার করছে, কিন্তু সৎ ভাবে যদি কোন মানুষ বসবাস করে, তার চিন্তা অনেকটাই কমে যায়। আর এই সততায় যেন মানুষকে মুগ্ধ করে তোলে এবং মানুষের সম্মানকে অনেক বৃদ্ধি করে দেয়।যার কারণে সৎভাবে জীবন করলে সেই জীবনটা আলোকিতময় হয়ে ওঠে।


danbo-3633526_1280.jpg

source
অসৎ ভাবে জীবন গড়লে হয়তো খুব তাড়াতাড়ি ধন-সম্পদের মালিক হয়ে যায়, কিন্তু সম্মান সে পায় না। আসলে যে অসৎ ব্যক্তি যে অসৎভাবে অর্থ উপার্জন করে। সেই ব্যক্তি কখনোই সম্মান অর্জন করতে পারে না। হয়তো টাকার কারণে তাকে সামনা সামনি সবাই সম্মান করে, কিন্তু পেছনের দিক থেকে তাকে সবাই ঘৃণা করে। কারণ সে অসৎ ব্যক্তি, অসৎ পথে অর্থ জমিয়েছে। আর এই অর্থের বিনিময়ে হয়তো কিছু মানুষ তাকে সম্মান দিচ্ছে, সেটাও তার চোখের সামনে, কিন্তু আড়ালে তাকে নিয়ে নানান কথা হয় এবং তাকে নিয়ে যেন মানুষের মনে ঘৃণা তৈরি হয়। আর এই অসৎ ব্যক্তি সমাজে সম্মান পায় না, কিন্তু অসৎ ব্যক্তিরা সমাজে তাদের ক্ষমতাকে প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। তারা যেন এই ক্ষমতাকে প্রতিষ্ঠা করতে অন্যায়ের পথে হাঁটা শুরু করে দেয়।


আমাদের গ্রামে একজন চেয়ারম্যান রয়েছে, তার ক্ষমতা অনেক বেশি তার ক্ষমতার কারণে এলাকাবাসী তাকে কিছু বলতে পারেনা।সে যেটা করবে সেটাই সঠিক, সে অন্যায় ভাবে নানা বিচার করেছে, যাদের কোন দোষ নেই, নিরপরাধ ব্যক্তি তাদেরকে দোষী করে অন্যের কাছ থেকে টাকা নিতো,আসলে এই দৃশ্যগুলো গ্রামবাসী সকলেই জানে কিন্তু কেউ মুখ খোলার সাহস পেত না। কারণ সাহস কিভাবে পাবে কিছু বললেই এই ব্যক্তিকে সবাইকে সামনেই মারধর করতো। কেউ কোনো কথাই বলতে পারতো না, এমনকি মসজিদের ইমাম সাহেব তার বিরুদ্ধে কোন কথা বলতে পারতো না, সে মসজিদ কমিটির প্রধান হয়েছে। কেউ কোনো কথাই বলতে পারেনা, সবাই যেন এই ব্যক্তির গোলামের মত হয়ে থাকে। কোন কথা বলার স্বাধীনতা নেই। এভাবেই যেন অসৎ ভাবে সে হাজার হাজার টাকা কামিয়েছে, এমনকি গরীব দুঃখীদের জমিও দখল করে সে যেন অনেক সম্পদের মালিক হয়েছে। আসলে এভাবে অসৎভাবে জীবন গড়লে খুব তাড়াতাড়ি অর্থ সম্পদের মালিক হওয়া যায়।


আসলে অসৎভাবে জীবন করলে একসময় না একসময় তার এই অসৎ কাজগুলোর কারণে শাস্তি পেতে হয়। কিছুদিন আগে তাকে পুলিশ ধরে নিয়ে গেছে, যার কারণে এলাকাবাসী অনেক খুশি। এলাকাবাসী যেন আনন্দে মিষ্টি বিলিয়েছে। আসলে অসৎভাবে জীবন গড়েছে এলাকার মধ্যে দাপট দেখিয়েছে, এলাকার মানুষ ভয়ে তাকে সম্মান করেছে। কিন্তু এলাকাবাসীর মনে তার প্রতি ছিল ঘৃণা। যার কারণে তাকে ধরে নেওয়াতে এলাকাবাসী এত খুশি হয়েছে, তারা সকলেই বলছে এখন আমরা শান্তিতে বসবাস করতে পারব। তার এই ধরে নেওয়া যাওয়ার কারণ দিয়ে এলাকাবাসী যেন তাদের স্বাধীনতা ফিরে পেল এবং শান্তিতে তারা এলাকার মধ্যে বসবাস করছে। কিরকম একজন মানুষ হলে মানুষের মনে এতটা ঘৃণা হয় সেটা মানুষের কর্মের মাধ্যমে প্রকাশ পায়। তাই সে যদি সৎভাবে যদি জীবন গড়তো তাহলে মানুষের মনে এরকম ঘৃণা কখনোই জন্ম নিত না।



সততা একটি মূল্যবান সম্পদ। সৎভাবে জীবন গড়লে জীবনে অর্থ সম্পদের মালিক হওয়া লাগেনা, এমনিতেই সম্মান অর্জন করা যায়। আসলে আমরা মানুষ বেঁচে থাকব গতকাল, যদি হাজার বছর বাঁচতে চাই তাহলে সৎ ভাবে জীবন পরিচালনা করতে হবে এবং মানুষের সেবা করতে হবে। তাহলেই হাজার বছর আমরা বেঁচে থাকবো প্রতিটা মানুষের হৃদয়ের মাঝে। তাই অসৎভাবে হাজার হাজার টাকার মালিক হয়ে বেঁচে থাকার চাইতে সৎ ভাবে জীবন পরিচালনা করা অনেক ভালো। জীবনে সম্মান সবচাইতে মূল্যবান সম্পদ। যার কারণে সম্মান নিয়ে বেঁচে থাকার মধ্যে রয়েছে অনেক আনন্দ অনেক খুশি, আর এই সম্মান নিয়ে বেঁচে থাকতে হলেই সমাজের মানুষের ভালোবাসার পাত্র হতে হবে। আর এই ভালোবাসার পাত্র হলেই তাকে সৎ ভাবে সুন্দর মনের অধিকারী হতে হবে,তাহলে মানুষ তাদের হৃদয়ে স্থান করে নেবে।


আমাদের সমাজে যারাই অসৎ ভাবে অর্থ উপার্জন করে, অসৎভাবে জীবন পরিচালনা করে। একসময় না একসময় তারা যেন তাদের সম্মান হারিয়ে ফেলে। হয়তো মানুষের মনে তাদের ভয়ে যেটুকু সম্মান থাকে এটুকু সম্মান জীবনের শেষ পর্যন্ত এসে আর থাকে না। কারণ অসৎভাবে জীবন গড়লে একসময় না একসময় এর শাস্তি পেতেই হয়। যার কারণে চেয়ারম্যান ঠিক তার শাস্তি পেয়েছে এবং তার সম্মান হারিয়েছে। মানুষের মনে কতটা ঘৃণা ছিলো সে এখন ঠিকই বুঝতে পারছে। তাই সৎভাবে জীবন গড়লে সেই জীবনটা সুন্দরভাবে উপভোগ করতে পারবে এবং মানুষের কাছে মহান হবে।তাই সৎও সুন্দর মনের অধিকারী হতে হবে সৎভাবে জীবন পরিচালনা করতে হবে।তাহলেই সেই জীবনটা আলোকিতময় হবে এবং মানুষের সম্মান নিয়ে বেঁচে থাকা যাবে।🙏🤲🙏


আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 2 days ago 

কিছু কিছু মানুষ আছে যারা একবার যদি ক্ষমতায় চলে যায় তাহলে মনে হয় পুরো পৃথিবীটা কিনে ফেলেছে। আপনাদের গ্রামের চেয়ারম্যান এর ব্যবহার পড়ে সত্যি অনেক খারাপ লাগলো। তবে আমার কাছে যে মানুষটার সততা একবার হারিয়ে যায় আর তার প্রতি কখনো শ্রদ্ধা জন্মায় না। কেননা সততা এমন একটা জিনিস একবার হারিয়ে গেলে আর কখনোই ফিরে পাওয়া যাবে না। তাই আমাদের উচিত প্রতিটা কাজ এমনকি সব সময় সবার সাথে সততার সাথে চলা উচিত। ধন্যবাদ ভাইয়া।

 2 days ago 

সততা মানুষকে আলোর পথ দেখায় আর সৎ ব্যাক্তি কখনো নিজ বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে না। তবে অসৎ ব্যাক্তির সংখ্যা যে এ সমাজে অনেকাংশেই বেশি, তা বেশ চারপাশে তাকালেই বোঝা যায়।
ক্ষমতার বাহাদুরি এ দেশে অবশ্য নতুন নয়,তবে যখন মানুষ স্বৈরাচারী পৃষ্ঠপোষকতা পেয়ে যায় তখন অন্যয্যতার মাত্রা ছাড়িয়ে যেতে থাকে। গ্রাম্য চেয়ারম্যানরাও তার বাইরে যায় নি।
তবে আশা করি এ অবস্থার উত্তরণ হবে ধীরে ধীরে।
সৎভাবে বেঁচে থাকার মূল্য অনেক। সে সততা সর্বত্র ছড়িয়ে যাক, এ প্রত্যাশা করি।

 2 days ago 

যথার্থ একটি পোস্ট করলেন ভাই। একেবারে সঠিকভাবে মানব চরিত্রের একটি দিক ব্যাখ্যা করলেন। সততাই মূলধন। অসৎ মানুষেরা হয়তো খুব তাড়াতাড়ি অনেক কিছু অর্জন করে ফেলে, কিন্তু একটা সময় ঠিক তাদের সম্মান কে বিক্রি করে দিতে হয় জনতার দরবারে। তাই সততার কোন বিকল্প নেই। ভীষণ ভালো লাগলো আপনার এই পোস্টটি পড়ে।

 2 days ago 

সত্যি ই ভাইয়া সততা একটি মূল্যবান সম্পদ।এই সম্পদ অর্জন না করলে মানুষের মনুষ্যত্ব হারিয়ে যায়।আপনি আপনাদের গ্রামের চেয়ারম্যানের ঘটনাটি আমাদের মাঝে তুলে ধরেছেন। এটা থেকে আমরা বুঝলাম সততা কতটা দরকার আমাদের জন্য। আর অসৎ হলে একদিন না একদিন শাস্তি ভোগ করতেই হয় এটা ও ভুলে গেলে চলবে না।সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 days ago 

একটি টাকা পয়সাওয়ালা সম্পদ ওয়ালা মানুষের চেয়ে একজন সৎ মানুষের মূল্য অনেক বেশি। যে মানুষ সৎ এবং কর্ম ক্ষেত্রে তার সততার পরিচয় দেই সেই ব্যক্তির মূল্য অনেক বেশি। সেই ব্যক্তির সমাজের গুরুত্ব অনেক বেশি সম্মান অনেক বেশি। আপনি খুব সুন্দর একটি টপিকস নিয়ে আলোচনা করলেন। আপনার লেখাগুলো পড়ে খুবই ভালো লেগেছে।

 yesterday 

সততা মানব জীবনের মূল্যবান সম্পদ এটা একদম সঠিক। আর আমি অনেক ক্ষেত্রে প্রমাণ পেয়েছি।একজন মানুষের বাহ্যিক ধন সম্পদের চাইতে বড় ধন সম্পদ হচ্ছে সততা। আর এটি যে বিসর্জন দিয়েছে সে মানুষ নামে কলঙ্ক। দারুন টপিক নিয়ে লিখেছেন ভাইয়া ভালো লাগলো পড়ে ধন্যবাদ।

 15 hours ago 

আপনার লেখাটি পড়ে অনেক ভালো লাগলো ।একজন মানুষকে পরিমাপ করা যায় তার সততা দিয়ে।সততা একজন ব্যক্তির পরিচায়ক।আপনার গ্রামের চেয়ারম্যান এর গল্পটি পড়ে খারাপ লাগলো লোকটা ভালো না ।বাস্তবিক ছিল পোস্টটি ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.031
BTC 60007.44
ETH 2590.20
USDT 1.00
SBD 2.61