You are viewing a single comment's thread from:
RE: সততা মানব জীবনের মূল্যবান সম্পদ
সততা মানুষকে আলোর পথ দেখায় আর সৎ ব্যাক্তি কখনো নিজ বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে না। তবে অসৎ ব্যাক্তির সংখ্যা যে এ সমাজে অনেকাংশেই বেশি, তা বেশ চারপাশে তাকালেই বোঝা যায়।
ক্ষমতার বাহাদুরি এ দেশে অবশ্য নতুন নয়,তবে যখন মানুষ স্বৈরাচারী পৃষ্ঠপোষকতা পেয়ে যায় তখন অন্যয্যতার মাত্রা ছাড়িয়ে যেতে থাকে। গ্রাম্য চেয়ারম্যানরাও তার বাইরে যায় নি।
তবে আশা করি এ অবস্থার উত্তরণ হবে ধীরে ধীরে।
সৎভাবে বেঁচে থাকার মূল্য অনেক। সে সততা সর্বত্র ছড়িয়ে যাক, এ প্রত্যাশা করি।