পাওয়ার আপ সিজন-৫// ১০ স্টিম পাওয়ার আপ করলাম 💪

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামু আলাইকুম/আদাব🤝


হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আমার শক্তি বৃদ্ধি করতে পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম।আজকে আবারো আমি পাওয়ার আপ করতে পেরে খুবি আনন্দিত। কারণ সিজন -৫ এর মাধ্যমে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে চায়।আমার টার্গেট 5X ডলফিন অর্জন করা ।তাই আমি পাওয়ার আপ করতে পেরে অনেক আনন্দিত। এভাবেই অল্প অল্প পাওয়ার আপ এর মাধ্যমে আমি আমার শক্তি অর্জন করে যাচ্ছি। আর স্টিমেট প্লাটফর্ম নিজের শক্তি বৃদ্ধি করা খুবই গুরুত্বপূর্ণ তাই আমি নিয়মিত পাওয়ার আপ করে যাচ্ছি।🙏🐬🙏


JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xyaCjMNVzLiSH8eoMLU4VXU1b1TPA5dxdJ8HK5W1QxMKb3K55uBB4mYH6ryScgT9Bykh52tEEMXvRMW6ePBvf7spNKthk.jpeg

পাওয়ার আপ সিজন-৫ এর মাধ্যমে টার্গেট ডিসেম্বর এর লক্ষ্য নিয়ে আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে পাওয়ার আপ করে 5x ডলফিন হবো।নতুন এই টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছি। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটির এডমিন এবং মডারেটরদের অসংখ্য ধন্যবাদ।এই পাওয়ার আপ প্রতিয়োগীতার আয়োজন করার জন্য 🙏🐬🙏

টার্গেট ডিসেম্বর সিজন-৫ এর পাওয়ার আপ আমি যে ভাবে করেছি তা ধাপে ধাপে উপস্থাপন করছি।

ধাপ-১👇

IMG_20250217_000821.jpg

ধাপ-২👇

IMG_20250217_000834.jpg

ধাপ-৩👇

IMG_20250217_000849.jpg

পাওয়া আপ এর পরিমান
পাওয়ার আপ করার আগে আমার ওয়ালেটে স্টিম ছিল২০,৯৬০.৮৮৬স্টিম
আজকে পাওয়ার আপ করলাম১০স্টিম
পাওয়ার আপ করার পরে আমার ওয়ালেটে স্টিম হলো২০,৯৭০.৮৮৬স্টিম


আবারও আজকে ১০ স্টিম পাওয়ার আপ করতে পেরে আমি খুবি আনন্দিত। পাওয়ার আপ এর মাধ্যমে আমি 5X ডলফিনের স্বপ্ন পূরণ করতে নিয়মিত পাওয়ার আপ পোস্ট করে যাবো ইনশাআল্লাহ। যার কারণে আমি আস্তে আস্তে স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি। সেই স্বপ্ন আজকে আমি পূরণ করতেই পাওয়ার আপ করলাম।তাই আমি 5x ডলফিন এর লক্ষণ নিয়ে এগিয়ে যাব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন পাওয়ার আপ ধারাবাহিকতা বজায় রাখতে পারি।💖🐬💖

আমার পরিচয়


IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 6 months ago 

লক্ষ্য পুরাণ করার জন্য পাওয়ার বৃদ্ধি করা খুবই গুরুত্বপূর্ণ। আর আপনি খুবই শীঘ্রই আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন, যদি নিয়মিত পাওয়ার বৃদ্ধি করেন। পাওয়ার বৃদ্ধি করা পোস্টগুলো দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। আপনিও অনেক দূর এগিয়ে যেতে পারবেন যদি এভাবে পাওয়ার আপ করতে থাকেন। আপনার লক্ষ্য খুব শীঘ্রই পূরণ হবে ইনশাল্লাহ। এভাবে এগিয়ে যান, শুভকামনা রইল।

 6 months ago 

অনেক ধন্যবাদ আপনাকে প্রতিনিয়ত পাওয়ার আপ করে যাওয়ার জন্য। পাওয়ার আপের বিকল্প নেই। যত বেশি পাওয়ার আপ করব তত বেশি আমাদের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি পাবে। যার ফল স্বরূপ আমরা খুব সুন্দর ভাবে ধারাবাহিকতা বজায় রেখে দীর্ঘ মেয়াদে কাজ করতে পারব। এভাবে এগিয়ে যান আশা করি আরো অনেক পাওয়ার আপ করতে পারবেন।

 6 months ago 

নিজের একাউন্ট কে শক্তিশালী করতে আজ ১০ স্টিম পাওয়ার আপ করে আপনার কাঙ্খিত লক্ষ্যের দিকে আরো একধাপ এগিয়ে গিয়েছেন। যত বেশি পাওয়ার আপ তত বেশি সক্ষমতা বৃদ্ধি। আমরা যদি পাওয়ার আপের মাধ্যমে নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করি তাহলে দীর্ঘমেয়াদি কাজ করার সুযোগ পাবো। আপনি যদি এই ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যেতে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন।

 6 months ago 

প্রতি সপ্তাহের মত করে আজও আপনি ১০ স্টিম পাওয়ার আপ করেছেন। আপনি বেশ সুন্দর করে ধারাবাহিকতা ধরে রেখে এগিয়ে যাচ্ছেন। এমন করে ধারাবাহিকভাবে পাওয়ার আপ করতে করতে এক সময়ে আপনি অনেক দূর এগিয়ে যাবেন। শুভ কামনা রইল আপনার জন্য।

 6 months ago 

5X ডলফিন অর্জন করার টার্গেট নিয়েছেন দেখে ভালো লাগলো। নিজের লক্ষ্য পূরণ করার জন্য আজকে ১০ স্টিম পাওয়ার আপ করেছেন। নিয়মিত ধারাবাহিকতা বজায় রাখলে খুব শীঘ্রই টার্গেট পূরণ করতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 6 months ago 

আজকে আপনি ১০ স্টিম পাওয়ার আপ করেছেন, এটা দেখে আমার অনেক ভালো লেগেছে। সব সময় পাওয়ার বৃদ্ধি করতে থাকলে খুব শীঘ্রই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। সক্ষমতা বৃদ্ধি করার জন্য এমন কি লক্ষ্য পূরণে পাওয়ার আপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি নিজেও এভাবে এগিয়ে যান অন্যদেরকেও উৎসাহিত করুন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 months ago 

দীর্ঘমেয়াদী কাজ করার জন্য আজকে আপনি 10 স্টিম পাওয়ার আপ করেছেন। এই প্লাটফর্মে পাওয়ার আপ করা হচ্ছে বুদ্ধিমানের কাজ। যদিও এ বছর আপনার টার্গেট হচ্ছে 5X ডলফিন পূরণ করা। তবে আপনি এখন পর্যন্ত অলরেডি ২০৯৭০+স্টিম পাওয়ার আপ করেছেন। আশা করি ধারাবাহিকভাবে পাওয়ার আপ করলে যে কোন কাঙ্খিত লক্ষ্য পূরণ করা যায়।

 6 months ago 

পাওয়ার আপ করা মানে নিজেকে শক্ত অবস্থানে নিয়ে যাওয়া। পাওয়ার আপ মানে নিজেকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাওয়া।আর পাওয়ার আপ করেই নিজেকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আমি মনে করি অন্যথায় কোনভাবেই সম্ভব নয়।ধন্যবাদ পাওয়ার আপ করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।.

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 109238.80
ETH 4347.73
USDT 1.00
SBD 0.83