ভয়ানক একটি রাতের গল্প//পর্ব-৩
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
আমাদের জীবনে চলার পথে অনেক ধরনের ঘটনা সম্মুখী আমরা হয়ে থাকি। আসলে কিছু কিছু ঘটনা রয়েছে অনেক আনন্দের, আবার কিছু কিছু ঘটনা রয়েছে ভয়ানক। এই ভয়ানক ঘটনাগুলো আমাদের স্মৃতিতে সারা জীবন রয়ে যায়। আমরা যেন চাইলেও এই ঘটনাগুলো ভুলতে পারি না। তেমনি একটি রাতের গল্প আপনাদের মাঝে শেয়ার করতেছিলাম। আমরা দুই ভাই মিলে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলাম, এমন সময় রাস্তার ভিতরে মোটরসাইকেল তেল শেষ হওয়াতে আমরা অনেক ভয়ে ভয়ে যাচ্ছিলাম। স্মৃতির পাতাতেই সেই দিনের মুহুর্ত জমা হয়ে আছে।তাই এই গল্প আপনাদের মাঝে শেয়ার করতে ছিলাম।আজকে শেষ পর্ব নিয়ে হাজির হলাম।আশা করি শেষ পর্ব পড়ে আপনাদের ভালো লাগবে।
তেল না থাকার কারণে আমরা দুই ভাই রাস্তার মধ্যে যেন অসহায় হয়ে পড়লাম। তখন দেখতে পেলাম একটা মোটরসাইকেল আসল এবং সেটা ছিল আমাদের স্কুলের স্যারের মোটরসাইকেল। স্যার দেখে বললো কিরে রায়হান এত রাতে এখানে হেঁটে কই যাস।বললাম স্যার আমরা যাচ্ছিলাম বোনের বাসায়। কিন্তু আমার মোটরসাইকেলের তেল শেষ হওয়াতে আমরা যেতে পারছি না। স্যার বলল যে কি বলিস আশেপাশে তো কোন দোকান নেই। দ্বারা আমি তোর জন্য কোন ব্যবস্থা করতে পারি কিনা। স্যার আশেপাশে কোন দোকানে দেখতে পেল না। স্যারের মোটরসাইকেলে তেল ছিল এই তেল কিভাবে কিভাবে বের করবে। সেটার চেষ্টা করতে ছিলো।
মোটরসাইকেল থেকে তেল বাহির করতে হলে একটি পাত্র দরকার। আমরা সেই পাত্রটি খুঁজে পাচ্ছিলাম না। তখন স্যার বলল যে আশেপাশে একটা বাড়ি রয়েছে ওই বাড়ির ভিতরে গিয়ে বল আমাদের একটা পাত্র দিতে, কারণ মোটরসাইকেল থেকে তেল লাইন দিয়ে বের করে একটি পাত্রের মধ্যে নিয়ে আবার আমার মোটরসাইকেলের টাংকিতে দিতে হবে। তাই আমরা রাস্তার পাশে একটি বাড়িতে আসলাম। একটি পাত্র নেওয়ার জন্য ডাকতে ছিলাম। একজন ভাই বের হয়ে আসলো। বললাম আমাদের একটা বোতল কিংবা পাত্র দেন। মোটরসাইকেল থেকে তেল বের করবো।সেই বাড়ির মানুষটি অনেক ভালো ছিল, বের হয়ে আসলো এবং আমাদের একটি পানির বোতল দিলো।
তারপরে আমি সেই বোতলটি নিয়ে স্যারের কাছে আসলাম। স্যার মোটরসাইকেলের লাইনটা খুলে বোতলের ভিতরে দিলো।হাফ লিটার বোতল ছিল, এই বোতলটি পুরা করে স্যার আমাকে তার মোটরসাইকেল থেকে তেল দিল এবং এই বোতলের তেল আমি আমার মোটরসাইকেল টাংকিতে তুললাম। তারপরে স্যার বলল যে বিপদ এখন অনেকটাই কেটে গেছে। যদি আমি না আসতাম তোরা তো এই রাস্তা দিয়ে দুইটা ছোট ছোট মানুষ অনেক বড় বিপদ হয়ে যেতে পারতো। কারণ গ্রামের এই নিরিবিলি রাস্তাতে চোর ডাকাত আসে, যদি তোদের কাছ থেকে মোটরসাইকেলটা নিয়ে যেত। তখন স্যারের সাথে আমরা বাজার পর্যন্ত আসলাম একসাথে মোটরসাইকেল চালিয়ে।
https://x.com/rayhan111s/status/1862094488614936963?t=m4nvvUo0_KepTN_TpU249g&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আসলেই গল্পটি পড়ে অনেক খারাপ লেগেছিল। তবে শেষের দিকে এসে ভালো লাগলো। যে আপনাদের স্যার এসে আপনাদের এই বিপদ থেকে রক্ষা করেছিল। যদি স্যার না আসতো তাহলে অনেক বড় বিপদ হয়ে যেত। যাই হোক বিপদে পড়লে কোন না কোন ভাবে সাহায্য পাওয়া যায়।