You are viewing a single comment's thread from:

RE: কিচ্ছু বলার নেই।

জীবনের একটা পরম সত্যকে আপনে আপনার পোষ্টের মাঝে তুলে ধরেছেন। আসলে আমাদের সমাজটা আকাশের মতো। কখনও যে রৌদ আর কখন বৃষ্টি বোঝা যাবে না। তারা শুধু পারে মানুষকে নিয়ে সমলোচনা করতে। তবে যখন একজন মানুষ অসহায় থাকে তখন তার দিকে কেউই তাকাতে চাই না। কিন্তু যখন সে একটু অর্থের মালিক হন, তখন সবাই তার খোজ নিতে শুরু করে।

আমাদের সমাজের বুকে আমি সবচেয়ে বড় শত্রু যাদের মনেকরি তারা হল আত্মীয়-স্বজন।

এটা হলো চিরন্তন সত্যের মতো। আত্নীয় স্বজনরা একজন ছেলে বেকার থাকলে নানা কথা শোনায়। বলতে থাকে, এতো পড়াশুনা করে কি করলি, সেই তো বাপের ঘারে বসে আছিস। কিন্তু যখনই সে একটা কাজে যুক্ত হয়, তখনই তাদের কথাগুলোও পাল্টে যায়।

কিন্তু আমাদেরকে আশাে পাশের লোকদের কথা শুনে চললে জীবমে সফলতা আসবে না। তাই সকল কথাকে উপেক্ষা করে জীবনের পথে এগিয়ে যেতে হবে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57062.81
ETH 3068.42
USDT 1.00
SBD 2.43