You are viewing a single comment's thread from:

RE: নিয়ন্ত্রিত হচ্ছে আমাদের মস্তিষ্ক (10% beneficiaries for @shy-fox)

সময়পযোগী পোস্ট করেছেন আপু। যদিও আপনার চিন্তাভাবনা অন্যরকম এটা বলতেই হবে,কারন আপনি বহুমূখী চিন্তাভাবনা করতে পেরেই আমাদের কে এভাবে উৎসাহিত করছেন আমাদের কে যারা সারাদিন সোস্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকি। আসলেই আপু, আমাদের ও মাঝে মাঝে মনে হয়, আমরা বুঝি কোনোদিকে বঞ্চিত হচ্ছি, একট মানুষ যখন বহুমূখী চিন্তা করার ক্ষমতা রাখে না, তার মানে অবশ্যই তাকে সোস্যাল মিডিয়া বা অন্য কিছু দ্বাড়া সে আকৃষ্ট। ক্ষমতাশীল দেশগুলো যেমনভাবে আমাদের চিন্তাভাবনা কে নিয়ন্ত্রন করছে আসলে এরপর মনে হচ্ছে আমরা নিজেই নিজের হাত এবিপদ ডেকে আনছি। আমাদের সবারই উচিৎ এই গন্ডি থেকে বের হয়ে এসে জগত কে নিয়ে আবার ও একটু অন্যরকম করে ভাবা। কি হচ্ছে আমাদের সাথে ।আপনার এমন সচেতনতামূলক পোষ্ট আমার খুবই ভালো লেগেছে আপু। অনেক অনেক শুভকামনা রইলো আপু আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62416.00
ETH 2447.19
USDT 1.00
SBD 2.62