নিয়ন্ত্রিত হচ্ছে আমাদের মস্তিষ্ক (10% beneficiaries for @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
কেমন আছেন আপনারা? আশা করি ভাল আছেন। আজ আপনাদের সাথে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করবো যা আসলে আমরা প্রতিনিয়ত হয়ে আসছি কিন্তু বুঝতেছিনা ।সে বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব আমার আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে যে কিভাবে আমাদের মস্তিষ্ককে অন্যরা নিয়ন্ত্রণ করছে ।

prisoner-g59efaf513_1920.jpg

Image Source

আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করি কিন্তু কিছু কিছু কাজ আছে যেগুলো আমাদের কে নেশার মতো করে দেয় ।সেই কাজগুলো আমরা যদি প্রতিদিন না করি তাহলে আমাদের মাঝে এক ধরনের অস্থিরতা কাজ করে। সেই অস্থিরতা পেছনের গল্প গুলো আমরা কখনো জানার চেষ্টা করি না। কেন এরকম হচ্ছে আসলে সত্যি কথা বলতে কি পৃথিবীতে মানুষ, বিভিন্ন শক্তিধর দেশ আমাদের মস্তিষ্ককে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে। নিয়ন্ত্রণ করার পেছনে কোটি কোটি ডলার খরচ করা হচ্ছে। যা কখনো ভাবতেও পারিনা আমরা।আপনিও কখনো কল্পনা করেন নাই যে আসলে এই ভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আমরা সবাই ফেসবুক চালাই ফেসবুক টা আমাদের এমন ভাবে আকৃষ্ট করে ফেলেছে যে আমরা যদি একটা ঘন্টা ফেসবুক ,মেসেঞ্জার ,হোয়াটস অ্যাপে না থাকি আমাদের ভেতরে এক ধরনের অস্থিরতা দেখা দেয় ।এই অস্থিরতা পেছনে আমাদের ভয় হচ্ছে আমরা আমাদের মেধা শক্তি, সৃজনশীলটা নষ্ট করছি ঘন্টার পর ঘন্টা আমরা গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে
বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাদের কর্মশক্তি গুলো নষ্ট করে ফেলছি । পৃথিবীর বিভিন্ন শক্তিধর দেশ আমাদের কে প্রতিনিয়ত নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে বিভিন্ন মিডিয়া থেকে থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ কর্মের মাধ্যমে তারা প্রতিনিয়ত আমাদের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করছে ব্যস্ত রাখার মাধ্যমে। অর্থাৎ আমরা যেন একটি নির্দিষ্ট গণ্ডির বাইরে বের হতে না পারি । আমি আপনি যেন একটি নির্দিষ্ট চিন্তা নিয়ে সবসময় ব্যস্ত থাকি তার জন্যই এতসব আয়োজন ।

internet-g4033e5062_1920.jpg

Image Source

বহুমুখী চিন্তা করার মন-মানসিকতা যেন আমাদের নষ্ট হয় ।তাতে কি হবে তাতে আমাদের তাদের ওপর নির্ভরশীলতার হার বেড়ে যাবে এবং সাথে আমাদের ওপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে। আমাকে অবশ্যই স্বীকার করতে হবে ফেসবুক ,ইউটিউব ,ইন্সট্রাগ্রাম, টুইটার এইসব সোশ্যাল মিডিয়া আমাদের জীবনকে অনেকটাই সহজ করে দিয়েছে ।কিন্তু যখন এগুলো ছিল না তখন কিন আমাদের জীবন খুব কঠিন ছিল ? না ছিল না। আমাদের জীবন তার ছন্দেই চলত বরং যারা এসব তৈরি করেছে তারা তৈরি করার যে সৃজনীশক্তি অর্জন করেছে এসব না ব্যবহার করেই কিন্ত এইসব ব্যবহার করার মাধ্যমে আমাদের যে ক্রিয়াশীল চিন্তাশক্তি নষ্ট করে ফেলছে আমাদের উচিত একটি নির্দিষ্ট সময় এসবের পেছনে আমাদের ব্যয় করা । সারা দিন সোশ্যাল মিডিয়াতে না থেকে আমাদের উচিত বিভিন্ন ধরনের স্কিল অর্জন করা অর্থাৎ আমরা যত দক্ষতা অর্জন করব আমাদের জীবন কত সহজ হবে। দক্ষতা অর্জন, অভিজ্ঞতা অর্জন এগুলা এমন একটি বিষয় যা আপনাকে প্রতিনিয়ত অন্যদের থেকে দুই পা এগিয়ে রাখবে আপনি যত জ্ঞান অর্জন করবেন আপনি যত সমৃদ্ধ হবেন তত আপনার সম্মান বাড়বে ,আপনার সমাজে ভ্যালু বাড়বে। আমাদের চেষ্টা করা উচিত অর্থনীতি , রাজনীতি, ভূগোল,দর্শন এইসব বিষয়ে কিছুটা হলেও জ্ঞান রাখা । জ্ঞান কখন আমাদের ছেড়ে যাবেনা একটা ভালো বন্ধু থাকতে পারে সে যেকোনো সময় আপনারা ছেড়ে যেতে পারে কিন্তু জ্ঞান কখন আপনার ছেড়ে যাবে না ।আমাদের প্রতিনিয়ত বিভিন্ন মাধ্যম থেকে জ্ঞান আহরণ করা প্রয়োজন। আমি আমার বাংলা ব্লগ শুধুমাত্র অর্থ উপার্জন এর জন্য আসেনি এটা আমার জ্ঞান অর্জনের জন্য উত্তম একটা মাধ্যম ।আমার জীবনে এত বছরে আমি যতটা না জ্ঞান অর্জন করতে পেরেছি তার থেকে মাত্র তিন মাসে বহু বহু গুণ জ্ঞান ,দক্ষতা, অভিজ্ঞতা এবং নিজেকে সমৃদ্ধ করতে পেরেছি ।আমার কমিউনিকেশন স্কিল বেড়েছে, আমার লেখার দক্ষতা বেড়েছে, সৃষ্টিশীল চিন্তা করার মন মানসিকতা সৃষ্টি হয়েছে। আসল কথায় ফিরে আসা যাক । পৃথিবীর উন্নত রাষ্ট্র বিভিন্ন ভাবে আমাদের দিয়ে মাইন্ড গেম বলেন ,সাইকলজিক্যাল গেম বলেন খেলছে তারা । তারা যেভাবে চাচ্ছে আমরা সেইভাবে চলছি, তারা আমাদের যেভাবে ঘোরাচ্ছে আমরা সেই ভাবেই ঘুরছি। এক কথায় বলব তারা যা চাইছে আমরা তাই করতেছি এটা ।তারা তাদের প্রয়োজনমতো আমাদের ব্যবহার করতেছে কিন্তু আমি বুঝতেছি না

library-ge2ddd571b_1920.jpg
Image Source

এত সূক্ষ্ম বিষয় নিয়ে চিন্তা করার মত জ্ঞান অথবা যোগ্যতা কিছুই আমরা অর্জন করি নাই তবে আমি বলব আমাদের সতর্ক থাকা উচিত যাতে আমাদের অন্য কেউ অযাচিতভাবে নিয়ন্ত্রণ করতে না পারে ।যাতে আমরা স্বাধীন হতে পারি ,আমরা আমাদের মত করে ভাবতে পারি, পৃথিবী কে সাজাতে পারি, নতুন একটি পৃথিবী নতুন প্রজন্মের জন্য রেখে যেতে পারি ।আমরা চাইনা আমাদের বিবেক হারিয়ে যাক ,বুদ্ধি সীমাবদ্ধ হয়ে থাকুক।

ধন্যবাদ

@abidatasnimora

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeJJwaZsefPk1zN6fEAs7MdkdJfudjGmTTgEGoGzxsz4JfVM6eKjD5LC9K3xQyuVYFwkWACxsp.png

Sort:  

আপু আপনি অনেক ভালো লিখছেন কিছু দিন ধরে আপনার লেখা গুলো পড়তে বেশ ভালোই লাগে। আপনি যথাযথ বলেছেন সারা দিন সোস্যাল মিডিয়া তে অযথা সময় ব্যয় না করে নিজে দের স্কিল ডেভলাপ করা।আপনার জন্য অনেক শুভ কামনা রইলো।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

হ্যাঁ আমরা যদি একটা কাজ দৈনন্দিন করতে থাকি। সেটা আসলেই দিন নেশার মতো হয়ে যায়।সেটা না করলে অস্থিরতা কাজ করে মনের ভিতর।আসলে আমরা অনেক সময় নষ্ট করি। আমরা সময়ের মূল্য বুঝতে পারিনা কিন্তু একটা সময় মনে হয় যদি এই সময়টুকু আমরা সঠিকভাবে সময় করে কাজগুলো করতাম তাহলে আজকে এরকম পরিস্থিতি হত না। অনেক ভাল ছিল

 3 years ago 

ভালো লাগলো আপনি লেখাটি পড়েছেন। ধন্যবাদ আপনাকে।

সময়পযোগী পোস্ট করেছেন আপু। যদিও আপনার চিন্তাভাবনা অন্যরকম এটা বলতেই হবে,কারন আপনি বহুমূখী চিন্তাভাবনা করতে পেরেই আমাদের কে এভাবে উৎসাহিত করছেন আমাদের কে যারা সারাদিন সোস্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকি। আসলেই আপু, আমাদের ও মাঝে মাঝে মনে হয়, আমরা বুঝি কোনোদিকে বঞ্চিত হচ্ছি, একট মানুষ যখন বহুমূখী চিন্তা করার ক্ষমতা রাখে না, তার মানে অবশ্যই তাকে সোস্যাল মিডিয়া বা অন্য কিছু দ্বাড়া সে আকৃষ্ট। ক্ষমতাশীল দেশগুলো যেমনভাবে আমাদের চিন্তাভাবনা কে নিয়ন্ত্রন করছে আসলে এরপর মনে হচ্ছে আমরা নিজেই নিজের হাত এবিপদ ডেকে আনছি। আমাদের সবারই উচিৎ এই গন্ডি থেকে বের হয়ে এসে জগত কে নিয়ে আবার ও একটু অন্যরকম করে ভাবা। কি হচ্ছে আমাদের সাথে ।আপনার এমন সচেতনতামূলক পোষ্ট আমার খুবই ভালো লেগেছে আপু। অনেক অনেক শুভকামনা রইলো আপু আপনার জন্য।

 3 years ago 

আপু আপনার এই পোস্টটি পড়ে আমার অনেক ভালো লেগেছে। আমি বলব আপনার পোস্টটি একটি শিক্ষামূলক পোস্ট। আপনি দারুন ভাবে মানুষের মস্তিষ্কে নিয়ে কথা বলেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54451.29
ETH 2281.47
USDT 1.00
SBD 2.33