অনেক দিন পর মুক্ত বাতাসের জন্য কুমিল্লার ধর্মসাগর পাড় এ ছোট্ট ভ্রমন|| 10% Beneficiaries for @shy-fox

শুভেচ্ছা সবাইকে 💐


IMG_20210815_174941.jpg

আশা করছি সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়া ও আশীর্বাদে ভালো আছি।করোনা ভাইরাসের ৩য় ঢেউয়ের প্রকোপের কারনে দীর্ঘ দিন যাবত গৃহবন্দী জীবন পার করেছি।গত ১১ তারিখ আমাদের দেশে লকডাউন উঠে যায়। সেদিন থেকেই ভাবছিলাম কোথাও ঘুরে আসা দরকার।সেই চিন্তা থেকেই শহরের কিছু ভাই, বন্ধু কে ফোন করে বলি,তারাও আসার জন্য রাজি হয়ে গেলো।সবাই মিলে ঠিক করি কুমিল্লার ধর্মসাগর পাড় এ যাব। ধর্ম সাগর পাড়ে যাওয়ার আগে শহরের মধ্য মনি কান্দিরপাড়ে আমার কিছু কাজ ছিল। সেই কাজের ফাঁকে একটু কালী মন্দির ঘুরে আসলাম।


IMG_20210816_151939.jpg
অবস্থান


মন্দির ঘুরে এবং আমার প্রণাম জানিয়ে এবং আমার কাজ শেষ করে সাথে সাথে বেরিয়ে পড়লাম ধর্মসাগর এর উদ্দেশ্যে। আমাদের জেলা শহরে ধর্মসাগর পাড় খুবই জনপ্রিয় একটি জায়গা। শহরে অবস্থানরত মানুষজন সকাল-বিকাল এখানে ঘুরতে আসে। বিকেল বেলাতে সবচেয়ে বেশি ভিড় হয় এখানে।জায়গাটি দেখতে একটি দিঘির মতো হলেও এর নাম ধর্ম সাগর বলা হয়। ছোটবেলা থেকে শুনে এসেছি মহারাজা ধর্ম মাণিক্যের নামানুসারে এর নামকরণ সাগর রাখা হয়। তিনি ৩২ বছর যাবত এই অঞ্চলের মানুষকে শাসন করেছেন।


IMG_20210815_175039.jpg
অবস্থান


এই রেলিং এ বসে জীবনের অনেক সময় পার করেছি।কলেজে পড়ার সময় যখন গিটার শিখতাম, তখন গিটার ক্লাস শেষে এখানে গিয়ে বসতাম। কুমিল্লার সিনিয়র মিউজিশিয়ানরা তখন ওখানে গানটান করত। তাদের গান গাওয়া এবং বাজানো দেখতাম এবং অনুপ্রাণিত হতাম। এই জায়গা থেকেই শুরু হয়েছিল আমার মিউজিকাল জার্নি।


IMG_20210815_175216.jpg
অবস্থান


যদিও তখন আমি গিটার তেমন পারতাম না। গিটারের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বসে বসে আড্ডা মারতাম বন্ধুদের সাথে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে ধর্ম সাগর পাড়ের এক কোনায় একটি মিউজিক্যাল প্লেস আছে, যেই জায়গাটার নাম হল "সুর তরঙ্গ"।এই জায়গাটা মূলত মিউজিশিয়ানদের জন্যই বানানো হয়েছে। আর এখানে বিকেলবেলা সব সময় কোন না কোন মিউজিশিয়ান টিম গান করতে থাকে। আমার বন্ধু এবং বড় ভাই মিলে আমরা সেই জায়গাটাতে বসলাম এবং সেখানেই আমাদের মিউজিক্যাল আড্ডা শুরু করে দিলাম।


IMG_20210815_195235.jpg
অবস্থান


ছোট ভাই প্রাঙ্গন নিয়ে আসলো ঢোল।আরেক ছোটভাই ইমন নিয়ে আসলো উকুলেলে। যন্ত্রপাতি গান শুরু করে দিলাম একের পর এক বাংলা গান চলতে থাকলো।পাশেই জলের তরঙ্গ এবং আমাদের সুর তরঙ্গ দুটো মিলে একসাথে এক সুন্দর সন্ধ্যার সৃষ্টি করলো। সবাই একসাথে গলা মিলিয়ে একের পর এক গান গাইতে থাকলাম।একটি গানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি।

গানের নাম : আতর গোলাপ সোয়া চন্দন
মূল শিল্পী: বাউল কফিল উদ্দিন

সত্যি বলতে দীর্ঘদিন পর এরকম পরিবেশে গান ঘর সুযোগ হয়। কতদিন হয়ে গেল ঘরের বাইরে গান গাইনা। গলা ছেড়ে মুক্ত পরিবেশে গান গাওয়ার সময় গুলো খুবই মিস করি। সুযোগটা পেয়ে একেবারে মনের চেষ্টা মিটিয়ে গান বাজনা করলাম।বিকাল ৫.৩০ টা থেকে আমাদের গান আর আড্ডা শুরু হল, শেষ করলাম ঠিক ৮ টার সময়।তারপর সবার সাথে একটি সেলফি তুলে এবং সবার থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাসায়।


received_194976459329260.jpeg
অবস্থান


লকডাউনের বন্দি জীবনে মনে হল যেন একটু প্রাণ ফিরে পেলাম।সুন্দর একটি দিন পার করে বাসায় এসে খাওয়া দাওয়া করে এখন রেস্ট নিচ্ছি। এখন মাথায় শুধু ট্যুরের চিন্তাভাবনা করছে।আরেকটু বড় সরো একটা ট্যুর লাগবে। হয়তো খুব শীঘ্রই বের হয়ে পড়বো দূরে কোথাও ঘুরার জন্য। আজ এখানেই শেষ করছি কথা হবে আবার পরবর্তী কোন পোস্টে।

বি.দ্রঃ সকল ছবি এবং ভিডিওটি One plus 8T ফোন দিয়ে ধারণ করা।

ধন্যবাদ সবাইকে 💛

KNoz79cGRt58XHcjM3shjWsSEtKgRtxoVdChppmw4FvW2DDmGSiwmh2jDqexvQA2qTsMf7nGoN1AUmAAQ58R244deFngFpD9vjaMrfiSim...o76Q5Ynvz5dieod364MZ2bmvfRJ2UjZo3mCHaSdimVYEqPMs7N5FUZa3wtXAHG6qBhgqRU3t9N2sgBreZ2yD7sGxhWBfb6PeY5P2BtDHSUnphNFxrgT9FWCbUz.png

Sort:  
 3 years ago 

সুন্দর কিছু মুহূর্ত আমাদের সাথে শেয়ার করেছেন, ধন্যবাদ আপনাকে।

মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই 💝

 3 years ago 

মনে হচ্ছে অনেক মজার ছিল মুহূর্তটি।জায়গাটি খুব সুন্দর।আপনার ও আপনার বন্ধুদের জন্য শুভকামনা দাদা।

ধন্যবাদ দিদি।আমার পোস্ট টি দেখার জন্য এবং মন্তব্যের জন্য

You have been upvoted by @tarpan A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

For general information about what is happening on Steem follow @steemitblog.

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 68960.63
ETH 3748.07
USDT 1.00
SBD 3.68