পরীক্ষা শেষে ঘুরাঘুরি||

in আমার বাংলা ব্লগ2 months ago
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি@rahnumanurdisha বাংলাদেশ থেকে।কেমন আছেন আমার বাংলা ব্লগের সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশী বন্ধুরা?আশা করছি সবাই অনেক ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়।বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।

IMG20240611165426.jpg

আজকে কি বিষয় নিয়ে লিখতে চলেছি সেটা নিশ্চয় পোস্টের টাইটেল দেখে বুঝতে পেরে গিয়েছেন বন্ধুরা।গতকাল আমাদের থার্ড ইয়ারের ল্যাব পরীক্ষা শেষ হলো।ঈদের আগে পরীক্ষা শেষ করে দেওয়াতে খুব ভালো হলো।কারণ যেকোনো পরীক্ষা সামনে থাকলে সেটা আলাদা একটা বোঝা মনে হয়।আমাদের এই কদিন সেটাই মনে হচ্ছিল।লিখিত পরীক্ষা শেষ হওয়ার বেশ অনেকদিন পরেই প্র্যাকটিকাল পরীক্ষা শেষ করে থাকে প্রতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়।এবারেও তার ব্যতিক্রম হয়নি।তো গতকাল থেকে ফ্রি বলা যায় কারণ স্যার ও ঈদের ছুটি দিয়ে দিয়েছে।আগামীকাল গ্রামের বাড়িতে যেতে হবে সেজন্য অনেকটা এক্সাইটমেন্ট কাজ করছে।এজন্য আজ বিকেল নাগাদ বাসায়ও পৌঁছাতে হবে।

IMG20240611165354.jpg

গতকাল পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর আমরা তিনজন বিকেলের দিকে বেরিয়েছিলাম এখানকার বিখ্যাত চটপটি খেতে।আমাদের মেস থেকে বেশ অনেকটা দূরেই জায়গাটি তাই একটু আগেই গিয়েছিলাম। আরও অন্য কাজ থাকায়।তাই প্রথমেই সেগুন বাগিচার উদ্দেশ্যে রওনা দিলাম।তারপর তিনজন চটপটি খেলাম।এতদিন বেশ চাপের মধ্যে দিয়েই যেতে হয়েছিল।তবে আর বেশিদিন আমাদের স্টুডেন্ট লাইফ টা থাকবেনা।এজন্য স্বল্প সময়টা উপভোগ করার চেষ্টা করছি।কেননা তখন আবার এই সময়টাকে মিস করতে হবে।এখন যেমন আগের সময়কে মিস করি।তাই সবার উচিত জীবনের প্রতিটি মুহূর্তকেই উপভোগ করতে চেষ্টা করা।

IMG20240611165223.jpg


কালকে এতো রিল্যাক্স লাগছিল যে সবাই বেশ ঘুরা হলো।তারপর ফুলের দোকানে গেলাম।যদিও আমার ফুলের উপর সেইভাবে ইন্টারেস্ট নেই।আমি নিজের ইচ্ছায় ফুলের দোকানে কখনো গিয়েছি বলে আমার মনে পড়েনা।তাছাড়া আমার খুব বাজে একটা অভ্যাস আছে যেকোনো ফুল হাতে নিলে দুই চার মিনিটের বেশি রাখতে পারিনা ।প্রথমদিকে একটু রাখলেও তারপর ছিঁড়ে ফেলে দিই। এজন্যই মূলত আমার শুধুশুধু ফুল কিনতে যাওয়াও হয়না আবার গাছ থেকেও ছেঁড়া ও হয়না।শুধুমাত্র ব্লগিং এ আসার পর থেকে ফুলের ফটোগ্রাফি করেছি বলা যায়।তো তন্নী বলল যে ফুলের দোকানে গিয়ে ফুল দেখবে।সেখান থেকে অনেকগুলো ফুলের ফটোগ্রাফি করি।ফটোগ্রাফি গুলো অন্য আরেকটি পোস্টে শেয়ার করব বন্ধুরা।বেশ কয়েকটি ফুল দেখার পর তন্নী সাদা রঙের ফুলটি নেয়।তারপর আমরা ফটোগ্রাফি করি তিনজনে ফুলটি নিয়ে যেগুলো শেয়ার করেছি।আসলে এসকল কিছু সখের পর্যায়েই পড়ে।সৌখিন মানুষগুলোর শখের শেষ নেই।

IMG20240611161624.jpg


ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার@rahnumanurdisha
লোকেশনরাজবাড়ী

❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Post by-@rahnumanurdisha
Date-12th June,2024


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  

💯⚜2️⃣0️⃣2️⃣4️⃣ This is a manual curation from the @tipu Curation Project.

@tipu curate

 2 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন থার্ড ইয়ারের পরীক্ষা শেষে ঘোরাঘুরির কিছু মুহূর্ত। আসলে ঈদের আগে পরীক্ষা শেষ হওয়া মানে বেশ আনন্দের একটা ব্যাপার। পরীক্ষা শেষ করে আপনারা মেসের কয়েকজন বন্ধু-বান্ধব মিলে সেই এলাকার বিখ্যাত চটপটি খেতে গিয়েছিলেন জেনে বেশ ভালো লাগলো। এত সুন্দর একটি অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 months ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 2 months ago 

ঈদের আগে পরীক্ষা শেষ হওয়াতে ভালোই হয়েছে। না হলে ঈদের আনন্দটাই মাটি হয়ে যেত। আর পরীক্ষা শেষ হলে অন্য রকমের শান্তি লাগে। আপু আপনার পোস্ট পড়ে অনেক ভালো লেগেছে। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 last month 

ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

পরীক্ষা শেষ হয়ে যাওয়া মানে আনন্দ। আর এই আনন্দের মুহূর্তে ঘুরাঘুরি করতে কার না ভালো লাগে। খুব ভালোলাগার একটি বিষয়ে আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তন্নী নিশ্চয়ই আপনার বান্ধবী। আর এখানে যুক্ত হওয়ার পর থেকে ফুলের ফটো ধারণ করা শুরু করেছেন। এরপর আজ তার কথায় ফটো ধারণ করলেন। যাইহোক অনেক সুন্দর ছিল পোস্ট টা।

 last month 

ধন্যবাদ আপু।

 2 months ago 

আপনার লেখায় পরীক্ষা শেষের আনন্দ এবং ঘুরাঘুরির মুহূর্তগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। আপনার বর্ণনা এতটাই সুন্দর যে পাঠক হিসেবে আমি নিজেকে সেই মুহূর্তগুলোর মধ্যে অনুভব করতে পারছি। আপনার ফটোগ্রাফির প্রতি আগ্রহ এবং শিল্পের প্রতি ভালোবাসা আপনার ব্লগকে আরও বিশেষ করে তুলেছে। আপনার সৃজনশীলতা এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি অনুপ্রেরণামূলক। অনেক ধন্যবাদ আপনাকে।

 last month 

আপনার মন্তব্যটি আমার অনেক ভালো লেগেছে,ধন্যবাদ ভাইয়া।

 last month 

আপনার মুখে মনে হয় প্রথমবার শুনলাম যে, কোন মেয়ে ফুল হাতে বেশি সময় রাখতে পারে না, ছিড়ে ফেলে দেয়। হা হা হা...😂😂 আসলে পরীক্ষার সময় আমাদের সকলেরই কম বেশি টেনশন থাকে আপু এবং পরীক্ষা শেষ হয়ে গেলে যে মানসিক শান্তি পাওয়া যায়, তা কোটি টাকা দিয়েও পাওয়া যায় না। আপনারা যে পরীক্ষা শেষে রিলাক্স হয়ে চটপটি খেয়েছেন বান্ধবীরা মিলে, সেটা শুনে অনেক বেশি ভালো লাগলো। যাইহোক, যেহেতু ঈদের ছুটি পেয়ে গেছেন, তাহলে একটু বাড়ি দিয়ে ঘুরে আসেন আপু।

 last month 

আসলেই ভাইয়া আমি এই কাজটা করি,ওর জন্যই ফুল নিই না শুধু শুধু একটা জীবন নষ্ট করা😁😁।

 last month 

হিহিহি..🤭🤭😂😂 এটা বেশ দারুন বলেছেন আপনি।

 last month 

হাহা ফুলেরও তো জীবন আছে😁।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67931.04
ETH 3244.57
USDT 1.00
SBD 2.67