রেসিপি||আলু দিয়ে শিম ভাজি||

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

||আজ-১৬ই অগ্রহায়ণ||১৪২৯বঙ্গাব্দ,হেমন্তকাল||


আসসালামুয়ালাইকুম/আদাব।কেমন আছেন আমার বাংলা ব্লগের সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন।আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।আজকে আমি আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে উপস্থিত হলাম।আমার আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে শিম ভাজি।শিম একটি শীতকালীন সবজি।শীতের সময় বিভিন্ন ভাবে শিম রান্না করে থাকি আমরা।তবে ভাজি একটু বেশি খেয়ে থাকি।এভাবে আলু দিয়ে শিম ভাজি খেতে মাঝে মাঝে ভালোই লাগে।তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করেই ফেলি।আমি রেসিপিটি যেভাবে তৈরি করেছি নিম্নে সমস্ত প্রক্রিয়া বর্ণনা করছি।

রেসিপি পরিবেশন লুক

recipe...jpeg

প্রয়োজনীয় উপকরণ

  • শিম-১৫০ গ্রাম
  • সরিষার তেল- পরিমাণ মতো
  • লবণ -স্বাদ মতো
  • পেঁয়াজ -২ টি
  • রসুন -২ টি রসুন
  • পানি -পরিমাণ মতো
  • কাঁচা মরিচ-৭টি
  • আলু-১ টি
  • হলুদ গুড়া-পরিমাণ মতো
  • জিরা- পরিমাণ মতো

pic1.jpeg

ধাপ-১

প্রথমে আলু শিম কেটে নিতে হবে এবং পেঁয়াজ,রসুন,কাঁচা মরিচ কুচি করে কেটে নিতে হবে।তারপর কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে শিম,আলু এবং কিছু পরিমাণ পেঁয়াজ,রসুন,কাঁচা মরিচ কুচি একসাথে ১০-১২ মিনিট মতো সিদ্ধ করতে হবে। শিম সিদ্ধ হয়ে আসলে এবং পানি কমে আসলে চুলা থেকে নামিয়ে নিতে হবে।

pic2.jpeg

ধাপ-২

এবার সিদ্ধ করা শিম,আলু গুলো একটি প্লেটে উঠিয়ে রেখে কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল,জিরা,পেঁয়াজ,রসুন,কাঁচা মরিচ কুচি দিয়ে নাড়তে হবে।

pic3.jpeg

ধাপ-৩

উপকরণগুলো হালকা বাদামী হয়ে আসলে সিদ্ধ করে রাখা শিম,আলুগুলো দিয়ে নাড়তে হবে।

pic4.jpeg

ধাপ-৪

এবার ৮-১০ মিনিট নাড়তে হবে ভাজি লেগে আসলে চুলা অফ করে দিতে হবে। শিম ভাজি রেসিপি প্রস্তুত।

pic5.jpeg

ধাপ-৫

এবার রেসিপিটি একটি প্লেটে পরিবেশন করতে হবে।

recipe...jpeg

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।আজকের মতোএখানেই শেষ করছি।আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।
রেসিপি ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার@rahnumanurdisha

Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

আল্লাহ হাফেজ

Sort:  
 2 years ago 

আলু দিয়ে মজাদার শিম ভাজি রেসিপি তৈরি করেছেন। এই রেসিপি পরিবেশন দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। দেখে তাই মজাদার মনে হচ্ছে, শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আমার কাছে শীতকালীন সব সবজি খুব ভালো লাগে।আপনি শিম আলু দিয়ে খুব সুন্দর মজাদার একটি ভাজি তৈরি করেছেন।এরকম ভাজি গরম ভাতের সাথে খেতে খুব মজা লাগে।

 2 years ago 

জি আপু একদম ঠিক বলেছেন শীতের সবজি খেতে ভালো লাগে সবারই প্রায়।ধন্যবাদ আপনাকে সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

শিমু শীতকালীন সবজি, শিম দিয়ে আলু ভাজি মাঝেমধ্যে আমাদের বাড়িতে তৈরি করা হয়। এই রেসিপিটা খেতে মোটামুটি ভালোই লাগে। আমাদের বাড়িতে সম্ভবত শিম দিয়ে আলু ভাজি সয়াবিন তেল দিয়ে ভেজে থাকে। আপনি দেখছি সরিষার তেল দিয়ে ভেজেছেন। সরিষার তেল দিয়ে কোনদিন আলু দিয়ে শিম ভাজি ভেজে খাওয়া হয়নি একদিন খেয়ে দেখব।

 2 years ago 

শিম শীতকালীন সবজি, শিম দিয়ে আলু ভাজি মাঝেমধ্যে আমাদের বাড়িতে তৈরি করা হয়। এই রেসিপিটা খেতে মোটামুটি ভালোই লাগে। আমাদের বাড়িতে সম্ভবত শিম দিয়ে আলু ভাজি সয়াবিন তেল দিয়ে ভেজে থাকে। আপনি দেখছি সরিষার তেল দিয়ে ভেজেছেন। সরিষার তেল দিয়ে কোনদিন আলু দিয়ে শিম ভাজি ভেজে খাওয়া হয়নি একদিন খেয়ে দেখব।

 2 years ago 

জি আপু অবশ্যই খেয়ে দেখবেন।সোয়াবিন তেল এখন আমাদের বাড়িতে বেশি একটা খাওয়া হয়না।সরিষার তেল খাওয়া হয় তাই।ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আলু দিয়ে সিম ভাজি অনেক দিন খাওয়া হয়নি। আজকে আপনার রেসিপির মাধ্যমে এই সিম আলু ভাজি দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এই রেসিপিটা শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

শীতকালীন সবজির মধ্যে শিম আমার খুবই পছন্দের।আর শিম ও আলু ভাজি খুবই মজার একটা রেসিপি।তবে এর সঙ্গে ছোট চিংড়ি যুক্ত করলে আরো মজার খেতে হয়।আপনার রেসিপিটা সুন্দর হয়েছে, ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

আলু দিয়ে শিম ভাজি আমার খুব পছন্দের। আপনার রেসিপি দেখে ভালো লাগলো। আমিও রান্না করি তবে সাথে টমেটো কুচিও দেই।মজার একটি রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

জি আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপি পোস্টটি পড়ে সুন্দর মতামত প্রদানের জন্য।

 2 years ago 

শীত মানেই মজার মজার রেসিপি। শীতের সবজি খেতে পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। শিম আলু একসাথে ভাজি করলে খেতে খুবই ভালো লাগে। শিম আলু ভাজি খেতে পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। আমার কাছে খুবই ভালো লেগেছে এই রেসিপি। ধন্যবাদ আপু এই রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর এবং গঠনমূলক মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 67441.24
ETH 3492.03
USDT 1.00
SBD 2.81