You are viewing a single comment's thread from:
RE: টিভি সিরিজ রিভিউ: ম্যানিফেস্ট - Icing Conditions ( ত্রয়োদশ পর্ব -সিজন ২)
অবশেষে তাহলে এই সিরিজের রিভিউ শেষ হবে😜,বাকি দুই সিরিজ আমি দেখে আপনাকে জানাবো কি হলো😉😉।এই সিরিজের অনেক গুলো ঘটনা মিরাক্কেল।জ্যাকের মৃত্য এবং কিপন্যাপ নিয়ে ঘটনা বেশ ভালোই লাগলো।পরিচালক মেসিলা আর জেক করে হানিমুমন ও করতে দিল না ক্যানসেল করে দিয়েছে এটা কিছু হইলো😉। জ্যাক কে ধরে নিয়ে গেলো অপরাধীরা,আবার এই দিকে মৃত্যর দিন ধার্য করা ছিলো।রামিরেজ দূর থেকে দূরবীন দিয়ে তাদের লক্ষ্য রাখে।পারভীন জেকের বিষয়ে কম্পিউটারে চেক করে দেখে যে জেকের জীবন আর মাত্র ৬ দিন ১২ ঘন্টা আছে। সব ঝামেলা মনে হচ্ছে একসাথে।যাক তাও শেষে মিরাক্কেল ঘটার কারনে জেক সুস্হ হয়ে উঠলো।জোশ আবার দেখে প্লেন ব্লাস্ট হয়ে সমুদ্রে পরে যায়,জেলেদের জালে ৮২৮ প্লেনের একটা পার্টস উঠে বেশ ইন্টারেস্টিং ঘটনাভালো লাগলো এই সিরিজ পড়ে।ধন্যবাদ