You are viewing a single comment's thread from:

RE: দারিদ্রতার কাছে মানুষ কতটা অসহায়।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসলে চিকিৎসা ক্ষেএে উন্নতি হয়েছে তবে যোগ্য ডাক্তারদের, অযোগ্য ডাক্তারদের বরং উন্নতি হয়নি।তাদের পাওয়ার আর টাকার ভিড়ে যোগ্য ডাক্তাররা হারিয়ে যাচ্ছে। আমি দেখেছি সরকারি ডাক্তার অল্প বেতনে চাকরি করে৷ poor fund এ টাকা জমিয়ে গরীব অসহায় রোগীদের চিকিৎসা করাচ্ছে।আর যারা অযোগ্য তারাও শুরুতেই টাকা দিয়ে চান্স পায়, সেই টাকা উঠাতে রোগীদের উপরই ভরসা করে থাকে।তাছাড়া এখন ছোট খাট কোন ডিগ্রি নিয়েই হাসপাতাল খুলে বসে কম টাকায় অপরেশন করবে বলে,তাদের লাইসেন্স দেয় তো উচু উচু কর্মকর্তারা।আসলে মেধাবী ডাক্তাররা ঠিকই পরিশ্রম করে আস্তে আস্তে উন্নতি দিকে যাচ্ছে, বরং আমাদের দেশেই কোন দাম দিচ্ছে না তাদের।ভুল হলে,ক্ষমা করবেন।ধন্যবাদ

Sort:  
 2 years ago 

একদম ঠিক বলেছেন, মেধা এবং যোগ্যতা ছাড়াই পয়সার বিনিময়ে কোনমতে তারা ডিগ্রী অর্জন করছে। আর যার ফলে এইধরনের ভুল চিকিৎসার শিকার হচ্ছে রোগীরা।

 2 years ago 

হুম,,ভাইয়া খুব কাজ থেকে দেখেছি।আমার ভাই ও একজন সরকারি ডাক্তার। করোনার সময় তাদের ঘুম দেওয়ার ও সময় ছিলো না,ঈদের সময় বাড়ি আসিনি,হাসপাতালো ঈদ করেছে।অথচ তারেই বন্ধু যে কিনা তার পেছনের স্টুডেন্ট ছিলো,ঔ ভাইয়া রাজনীতির জোরে এখন আরো উপরের পোস্টে চলে গিয়েছে,যে ডিগ্রি করতে পাঁচ বছর লাগে সেই ডিগ্রি করে উপরের পোস্টে যেতে হয়।কিন্তু তার ঐ ডিগ্রি অর্জন করা লাগেনি।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.14
JST 0.028
BTC 59511.68
ETH 2613.19
USDT 1.00
SBD 2.39