You are viewing a single comment's thread from:
RE: স্বরচিত কবিতা - পৃথিবীটাই স্বর্গ নরক।
আপু বেশ সুন্দর হয়েছে কবিতাটা।যাক আপনার যেহেতু নেশা হয়ে গেছে কবিতা লিখা,আমরা ও বেশি বেশি কবিতা পাব।
স্বর্গ নরক মোরাই বানাই এই ধরণীকে,
সেই আমরা আবার সুর তুলি যাবো স্বর্গের রথে চড়ে।
ধরণী সুন্দর,ধরণী পবিত্র,
অপবিত্র শুধু এ মন।
অপবিত্র মনেই ধরণীকে করি নরকে রূপান্তর।
আসলেই স্বর্গ নরক আমরাই বানাই এই দুনিয়াকে।ভালো ছিলো।ধন্যবাদ
হাহাহা,সত্যিই খুব ভালো লাগে আজকাল কবিতা লিখতে।