রেনডম কিছু ফোটোগ্রাফি । -{১০% বেনিফিট @shy-fox এর জন্য}
আমি @rahimakhatun
from Bangladesh
২২ জানুয়ারি ২০২২ খৃস্টাব্দ ।
আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ
সকালে বসেছিলাম পোস্ট করার জন্য ,সেই ল্যাপটপ নিয়ে কিন্তু ল্যাপটপ ও করে দেখি মাউস কাজ করছে না। মনে মনে ভাবলাম হয়তো ল্যাপটপে কোন সমস্যা হলো কিনা ,কারণ মাউস ও ব্যাটারি নতুন। তারপর ও বাহির থেকে নতুন ব্যাটারি এনিয়ে লাগানোর পর দেখি এখন কাজ করছে। আজ কালের ব্যাটারি গুলোই নকল করে ফেলেছে। কি আর করার আমাদের দেশ বলে কথা। যেখান পাঠ্যবই কপি করা হয় ,সে দেশে কি আর ভালো হবে। যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ,আজ আমি কিছু ফোটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো।
এই ছবিটা আমি তুলেছিলাম বাসার কাছে নার্সারিতে। একদিন বিকালে হাঁটতে হাঁটতে নার্সারিতে গিয়েছিলাম ,তখন এই ফুলের কালার টা বেশ ভালো লেগেছে। খুব সম্ভবত কসমস ফুল।
লোকেশন :বাঁশেরপুল ,ডেমরা।
তারিখ : ২০ নভেম্বর ২০২২।
সময় :বিকাল ০৪.০২
ডিভাইস : Galaxy -A13.
এই ছবিটা তুলেছিলাম আমার বোনের বাসার ছাদ থেকে।তাদের বাসার এক ভাড়াটিয়া পুরো ছাদে সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়ে সাজিয়েছে, দেখে বেশ ভলো লাগলো।তখনই ছবিটা তুলেছিলাম
লোকেশন : ডেমরা।
তারিখ : ২২ নভেম্বর ২০২২।
সময় :বিকাল ০৪.৫০
ডিভাইস : Galaxy -A13.
লোকেশন : ডেমরা।
তারিখ : ২২ নভেম্বর ২০২২।
সময় :বিকাল ০৪.৫২
ডিভাইস : Galaxy -A13.
উপরের দুইটা ছবি তুলেছিলাম আমার বোনের ছেলের বারান্দা থেকে ,ও বিভিন্ন কালারের পর্তুলিকা লাগিয়াছে ,সেখান থেকে কিছু ফোটোগ্রাফি করেছিলাম।
লোকেশন : ডেমরা।
তারিখ : ২২ নভেম্বর ২০২২।
সময় :বিকাল ০৪.৫৩
ডিভাইস : Galaxy -A13.
এই ছবিটা আমি তুলেছিলাম বাসার কাছে অন্য একটা নার্সারিতে।জবা ফুলটা দূর থেকে বেশ ভালো লেগেছিলো। কিন্তু যখন কাছ থেকে তুলতে গিয়েছিলাম তখন কালো কালো কি যেন।
লোকেশন :পাইটি ,ডেমরা।
তারিখ : ২১ নভেম্বর ২০২২।
সময় :বিকাল ০৪.০৫
ডিভাইস : Galaxy -A13.
এই ছবিটা আমি তুলেছিলাম বাসার ছাদ থেকে। অনেক বছর আগে এই জবা ফুল গাছ থেকে কিনেছিলাম। বেশ ভালো লাগে যখন গাছে অনেক গুলো ফুল ফুটে।
লোকেশন :কোনাপাড়া ,ডেমরা।
তারিখ : ২৫ নভেম্বর ২০২২।
সময় :বিকাল ০৫.০০মিনিট
ডিভাইস : Galaxy -A13.
এই ছবিটা আমি তুলেছিলাম বাস থেকে। একবার বাসের সামনে দিকে বসেছিলাম তখন দেখলাম বাসের সামনে এই পর্তুলিকা গাছে ফুল ধরে আছে ,আমার কাছে বেশ ভালো লাগলো।
লোকেশন :বাস ।
তারিখ : ২২ জুন ২০২২।
সময় :সকাল ১০.৫০মিনিট
ডিভাইস : Galaxy -A13.
এই ছবিটা আমি তুলেছিলাম খুব সম্ভবত আপুর বাসার ছাদ থেকে ।
লোকেশন : ডেমরা।
তারিখ : ২২ নভেম্বর ২০২২।
সময় :বিকাল ০৪.৫৩
ডিভাইস : Galaxy -A13.
আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | samsung SM-A217F |
---|---|
Location | Dhaka |
Photograpy | flowers |
link | source |
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আপু এ গুলো কোন নার্সারীর ফুল? ঠিকানাটা আমাকে একটু দিয়েন তো আমি একবার ঘুরে আসবো। বুদ্ধি তো অনেক। বুঝতে বেশী সময় লাগলো না যে ব্যাটারী খারাপ। হুম দেশের সকল কিছুই এখন নকল। তাই তো বলি চলেন মঙ্গল গ্রহে চলে যাই। যাক আপনার নার্সারীর জানা অজানা ফুলের ফটোগ্রাফিগুলো কিন্তু বেশ হয়েছে।
ঠিকানা তো পোস্টেই লিখে দিয়েছি,নার্সারিতে আসলে আমাকে খবর দিয়েন দেখা করে আসবো নে😜😜।নার্সারির কাছাকাছি আমার বাসা😜।ধন্যবাদ
ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর ছিল। বোনের বাসায় ছাদে বেলি ফুল গাছের যে ছবিটি তুলেছেন তা দেখে আমার খুব ভালো লেগেছে। এটি আমার খুব পছন্দের একটি ফুল। সর্বোপরি সবগুলো ফুল সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। প্রথম ফুলটিকে আমি ভেবেছিলাম সেটি গাঁদা ফুল কিন্তু পরে ভালোভাবে দেখে বুঝলাম কমলা রঙের একটি কসমস ফুল। কসমস ফুল গুলো পাতলা হলেও দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর একসাথে যদি বাগানে ফুটে থাকে তখন অনেক বেশি আকর্ষণীয় হয়।
আসলে বেলিফুল আমার কাছে খুব ভালো লাগে,বিশেষ করে এর ঘ্রানটা খুব সুন্দর।না গাঁদাফুল ছিলো না, কসমস ফুল এটা।হুম আসলেই একসাথে বাগানে ফুটলে দেখতে বেশ ভালো লাগে।ধন্যবাদ আপনাকে
আসলেই আপু, যে দেশে পাঠ্যবই কপি করা সম্ভব সেখানে নকল ব্যাটারি তো কিছুই না। যাই হোক আপনি খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন আপু। দ্বিতীয় ফটোগ্রাফির সাদা ফুলটি কি বেলি ফুল 🤔। দেখতে সেরকমই লাগছে। বেলি ফুল আমার অনেক পছন্দ। সাদা এবং গোলাপি রঙের মিশ্রণের ফুলটিও খুব সুন্দর। এগুলোকে আমরা টাইম ফুল বলে থাকি। ধন্যবাদ আপনাকে আপু।
আমার কাছে ভাবতেই অবাক লাগে,এমন একজন শিক্ষক মানুষ হয়ে কি করে এমন করে।এখান থেকে স্টুডেন্টরা কি শিখবে।যাই হোক হ্যা আপু বেশিফুলেই ছিলো।ধন্যবাদ আপনাকে।
আপনি তো অনেক সুন্দর করে ফটোগ্রাফি করেছেন আপু। আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হলাম। আপনি যেসব ফুলে ফটোকপি করেছেন ফুটবল না অনেক চমৎকার। আপনার ফটোগ্রাফির মধ্যে কসমস ফুলটি আমার কাছে খুবই ভালো লেগেছে। চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ভাইয়া ফটোগ্রাফি তো ফটোকপি হয়ে গিয়েছে 😜😜কমেন্ট টা পারলে একবার চেক করিয়েন।
রেনডম ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগে। আজকে আপনি খুবই সুন্দর সুন্দর ফোটোগ্রাফি করেছেন। বিশেষ করে অসাধারণ ফুলের ফটোগ্রাফি করেছেন।আর এই ফটোগুলো দেখে ভালো লাগলো।
ফুল মানেই তো অসাধারণ 😜,আপনার কাছে ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো।আপনাকে অনেক ধন্যবাদ
আপনার ফটোগ্রাফি গুলো খুবই অসাধারণ লাগছে। আমার ফটোগ্রাফি করতে খুব ভালো লাগে। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমি একেবারে মুগ্ধ হয়ে গেলাম। আমি কোথাও ঘুরতে গেলে ফটোগ্রাফি করতে পছন্দ করি। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
ফুলের ফটোগ্রাফি করতে বেশ ভালো লাগে,আসলে রং বের রঙের ফুল দেখলে তো কথায় নেই। আমি ও কোথাও ঘুরতে গেলে ফটোগ্রাফি করতে ভালো লাগে।ধন্যবাদ
আপনি অনেক সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমার খুবই ভালো লেগেছে। অসাধারণ ছিল ফটোগ্রাফি গুলো। প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল মনমুগ্ধকর।
আপনার কাছে আমার করা ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ফুল মানেই সুন্দর। ধন্যবাদ আপনাকে।শুভেচ্ছা নিবেন।
এটা ঠিক বলেছেন আপু আজকাল ব্যাটারিগুলো ভেজালে ভরা। নতুন মোড়কে মোড়ানো অথচ ভেতরে কিছু নেই। যাইহোক অবশেষে সমস্যার সমাধান পেয়েছেন এবং সুন্দর সব ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। ফুলের ফটোগ্রাফি গুলো কিন্তু দারুন হয়েছে আপু। আপনি কিন্তু বেশ দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো করেছেন।
ভেজাল মানেই পুরোই ভেজাল,পুরশো ঘড়িতে ব্যাটারি লাগিয়েছিলাম এখন দেখি ঘড়িটা আস্তে ঘুরছে😜😜।ধন্যবাদ আপু আপনাকে।
আপনি তো প্রফেশনাল ফটোগ্রাফার হয়ে গেছেন।অসাধারণ হয়েছে প্রত্যেকটি ফটোগ্রাফ।দেখে এই শীতের মাঝে চোখ জুড়িয়ে বরফ জমে গেল।এখন বিপদে আছি। যাই হোক অনেক ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফ গুলো শেয়ার করার জন্য।
আরে আপনি দেখি ভালোই কমেন্ট করতে শিখে গিয়েছেন😜😜।বরফ হলে ঝামেলা আছে,কাজেই বরফ হওয়া যাবে না।হা হা