রঙিন কাগজ দিয়ে ফুল গাছ তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @rahimakhatun
from Bangladesh

১৪ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ ।


মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ

প্রস্তুত প্রণালীর ছবি

331113126_921021249319530_9082887357425297446_n.jpg

made by-@rahimakhatun

Device- Galaxy A13

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে রঙিন কাগজ দিয়ে ফুল বানানো পদ্বতি আপনাদের সাথে শেয়ার করবো। আসলে গত কাল রাতে অনেক দিন পর রঙিন কাগজ নিয়ে বসেছিলাম। কাল এক সাথে অনেক কাজ করেছি। আগের জমানো কাজ ,তারপর অনলাইন একটা ক্লাস ছিল শেষ হতে হতে প্রায় ১০.৩০ বেজেছে ,তারপর রঙিন কাগজ নিয়ে বসেছি। মোটামুটি অনেক লেগেছে বানাতে। তারপর ছবি তুলে ঘুমাতে গিয়েছি। মজার ব্যাপার হচ্ছে সকালে আমাদের বাসার খালা দেখে বলতেছে ফুলটা অনেক সুন্দর হয়েছে তো। ভালোই লাগলো কথাটা শুনে। মাঝে মাঝে প্রশংসা শুনে। 🤣🤣

330687816_730385172054610_3898139733622174001_n.jpg

আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।তাছাড়া দেখতেও বেশ ভালো লাগে সাজিয়ে রাখলে। আমি খুব সহজ ভাবে তৈরী করে প্রতিটি ধাপ দেখিয়েছি।

331145117_1516220965528685_3548489254860900729_n.jpg

আসলে অনেক গুলা কালার কম্বিনেশন দেখতে বেশ ভালোই লাগে।

প্রয়োজনীয় উপকরণ

331227542_497160219285377_8209618153854233303_n.jpg

  • 🔶স্কেল
    • 🔶কাঁচি
      • 🔶পেন্সিল/কলম
        • 🔶আঠা
          • 🔶 রঙিন পেপার
            • 🔶 সুতা
              • 🔶 পুঁতি
                • প্রস্তুত প্রণালী

                  ১ম ধাপ

                  331242149_935613100929968_8478982895562801765_n.jpg

                  প্রথমে একটি কাগজ কে দুই ভাঁজ করে একটা দাগ টেনে নিব।

                  ২য় ধাপ

                  331143170_708630890965247_3557967649308124792_n.jpg

                  ছোট ছোট করে কেটে নিব।

                  ৩য় ধাপ

                  330774122_913762093310661_270903965217149831_n.jpg

                  ছোট ছোট করে পেঁচিয়ে নিব।

                  ৪র্থ ধাপ

                  331224715_700746128452794_3286700777985836868_n.jpg

                  আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।

                  ৫ম ধাপ

                  331116535_890034692322399_2356872001994362116_n.jpg

                  কালার গুলো একই ভাবে কেটে নিলাম।

                  ৬ষ্ঠ ধাপ


                  330720013_1226706394946371_861083607177985639_n.jpg

                  রঙিন কাগজ দিয়ে ভাঁজ করে নিয়েছি।

                  ৭ম ধাপ

                  330700923_1830103670723821_1789484094168375615_n.jpg

                  ফুল কেটে নিয়েছি।

                  ৮ম ধাপ

                  331078891_641169361111316_7985032538242668091_n.jpg

                  আঠা দিয়ে ফুল বানিয়ে নিয়েছি।

                  ৯ম ধাপ

                  331229017_554792243291879_2591247900156579451_n.jpg

                  একটা করে ফুল লাগিয়ে নিয়েছি।

                  ১০ম ধাপ

                  330687816_730385172054610_3898139733622174001_n.jpg

                  হয়ে গেলো রঙিন কাগজ দিয়ে ফুল গাছ তৈরি । আজ এই অব্দি পরবর্তীতে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ব্লগ নিয়ে।সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

                  ধন্যবাদ সবাইকে

                  device Galaxy A13
                  LocationDhaka
                  photograpy papers cutting

                  Sort:  
                   2 years ago 

                  রঙিন কাগজ ব্যবহার করে দারুন একটি ফুল প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে।।
                  বিশেষ করে কালার কম্বিনেশন টা দারুন ভাবে ফুটে।।
                  খুব সুন্দর উপস্থাপনা করেছেন ধাপগুলো শুভকামনা থাকলো আপনার জন্য।।

                   2 years ago 

                  আগে রঙিন কাগজের কিছু দেখলে মনে হতো,আমি যদি বানাতে পারতাম। এখন মোটামুটি বানাতে পারি।ভালোই লাগে বানাতে। ধন্যবাদ আপনাকে


                  This post was selected for Curación Manual (Manual Curation)

                  @tipu curate

                   2 years ago 

                  সবাই দেখছি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর সুন্দর জিনিস বানাচ্ছে। যেমনটি আজকে আপনি রঙিন কাগজকে কেটে খুব চমৎকার করে ফুলগাছ এবং ফুল বানিয়েছেন। সময় স্বল্পতার কারণে আমি এই কাজ গুলো করতে পারি না। তবে চেষ্টা করতেছি সময় করে আমিও তৈরি করব। ধন্যবাদ আমাদের মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য।

                   2 years ago 

                  এমনিই আপনি যা কাজ করেন,আর কত কাজ করবেন 😜😜।ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য

                   2 years ago 

                  আপু আপনি রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দর করে ফুল গাছ বানিয়েছেন ।ভীষণ সুন্দর লাগছে ছোট ছোট করে ফুলগুলো বানানোতে ।এমন প্রশংসা শুনতে সত্যি কার না ভালো লাগে আমার বেশ ভালো লাগে এমন প্রশংসা পেতে।

                   2 years ago 

                  আসলেই হঠাৎ খালা এসে বললো খুব সুন্দর হয়েছে তো কাগজের তৈরি ফুলগাছ টা।প্রশংসা পেতে ভালোই লাগে।ধন্যবাদ

                  এই পোস্টটা দুইদিন আগে করতে পারতেন তাহলে গোলাপ ফুল কেনার জন্য আমার মূল্যবান ১৫ টাকা বেঁচে যেত। বড় ধরনের একটা আর্থিক ক্ষতি হয়ে গেল আমার। যাইহোক দেখতে খুবই সুন্দর হয়েছে।যেহেতু অনেকগুলো রঙিন কাগজ একসাথে ব্যবহার করেছেন সেজন্য দেখতে আরো বেশ সুন্দর লাগছে।

                   2 years ago 

                  জীবনে এত টাকা দিয়া কি করবেন,কিছু টাকা না হয় খরচ করেন। 🤪🤪এত টাকা দিয়া কি করবেন বলেন😉

                   2 years ago 

                  আপনি তো দেখছি একসাথে একগুচ্ছ ফুল তৈরি করে ফেলেছেন। এভাবে একসাথে বিভিন্ন রকমের ফুল তৈরি করলে দেখতে একটু বিশ আকর্ষণীয় লাগে বিশেষ করে যদি ভিন্ন ভিন্ন কালার হয় তাহলে। আপনি যে ফুলগুলো তৈরি করেছেন সেগুলোর ভিন্ন ভিন্ন কালার হওয়ার কারণে একটু বেশি ভালো লেগেছে আমার কাছে। সত্যি আপনার দক্ষতার প্রশংসা করতে হয়।

                   2 years ago 

                  বিশেষ দিনে বিশেষ কিছু না বানালে কেমনে হয়😜,তাই আরকি বানিয়ে ফেললাম। ধন্যবাদ আপনাকে

                   2 years ago 

                  আসলে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ফুল গাছ তৈরি করেছেন। আসলে অনেক সময় স্বল্প সময়ের কারণে আমরা ভিন্ন ধরনের নতুন কিছু জিনিস আমরা তৈরি করতে পারি না। কাজের মধ্যে দিয়ে আমরা অনেকেই চেষ্টা করে যাচ্ছি নতুন কিছু সবার সামনে তুলে ধরার জন্য। আপনি যেহেতু অনেক গুলো রঙিন কাগজ একসাথে ব্যবহার করেছেন তাই দেখতে অনেক সুন্দর লাগছে আপনাকে অনেক ধন্যবাদ।

                   2 years ago 

                  এসব জিনিস করতে মোটামুটি বেশ সময় লাগে,কিন্তু করতে ভালোই লাগে।হুম কালারিং হওয়াতে ভালো হয়েছে। আপনাকে ধন্যবাদ

                   2 years ago 

                  রঙিন কাগজ দিয়ে ফুল গাছ তৈরি করেছেন দারুন হয়েছে। বিভিন্ন ধরনের রঙিন কাগজ কেটে ফুল তৈরি করেছেন। ফুল গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। চমৎকার একটি ডাই প্রজেক্ট শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।

                   2 years ago 

                  আপনার কাছে চমৎকার লেগেছে জেনে ভালো লাগলো।ভাইয়া সুন্দর সুন্দর মতামত দেওয়ার জন্য অনেক ধন্যবাদ

                   2 years ago 

                  দুইদিন আগে দিতেন টিউটোরিয়ালটি।তাইলেই তো বন্ধুদের গোলাপ কেনার টাকা বেচে যেত।আমারো কিছু ইনকাম হত।বন্ধুদের গার্লফ্রেন্ডরাও খুশি হত এই ভেবে যে তাদের বফ কত কষ্ট করে বানিয়েছে।যাই হোক আসলেই অনেক সুন্দর হয়েছে।ধন্যবাদ আপু সুন্দর টিউটোরিয়ালটির জন্য।

                   2 years ago 

                  বন্ধুর টাকা বাচাইয়া আপনার লাভ কি😜,আপনি আপনার জন্য বানাইয়া আপনারেই গিফট দেন।কি আর করবেন আজ অব্দি তো কাউকেই জুটাইতে পারলেন না😜

                   2 years ago 

                  টাকা বাচাইয়া ট্রিট নিব৷ থাক আর কাটা ঘায়ে নুনের ছিটা দিতে হবে না।ধন্যবাদ।

                  Coin Marketplace

                  STEEM 0.25
                  TRX 0.20
                  JST 0.037
                  BTC 95682.64
                  ETH 3545.07
                  USDT 1.00
                  SBD 3.78