সার্কেল ম্যান্ডেলা আর্ট।

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @rahimakhatun
from Bangladesh

২৭ আষাঢ় , ১৪৩০ বঙ্গাব্দ

১১ ই জুলাই ,২০২৩ খ্রিষ্টাব্দ ।

রোজ মঙ্গলবার ।


এখন ষড়ঋতুর বর্ষা কাল ।

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ

360101224_976225430173363_6406522173898866108_n.jpg

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে আপনাদের সাথে ভিন্ন রকম ম্যান্ডেলা নিয়ে হাজির হয়েছি। আমি আজকে রাতে খাতা, পেন্সিল,কম্পাস ও রং নিয়ে বসে বসে ম্যান্ডেলাটি আর্ট করেছি। আসলে আগের মত আগে থেকে এঁকে রাখতে পারি না। আবার কনটেস্ট জন্য এখনো ভর্তা বানাতে পারিনি। কি করবো কি করবো তাই ভাবছি। ইতিমধ্যে দেখলাম অনেকেই অংশগ্রহণ করে ফেলেছে। দেখি কিছু ভিন্নতা আনা যায় কিনা। আমি যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি।আশা করি আপনাদের ভালো লাগবে।চলুন দেখে নেওয়া যাক।

প্রস্তুত প্রণালীর ছবি

প্রয়োজনীয় উপকরণ

360072938_211729941429951_1690996338598175662_n.jpg

প্রয়োজনীয় উপকরনের ছবি দেওয়া হলো

🔶১. খাতা

🔶২. 3B ও 4B পেন্সিল

উপকরণগুলা লিখে দেওয়া হলো।

প্রস্তুত প্রণালী

♻♻♻ ১ম ধাপ ♻♻♻

359781817_815028680298324_8155573040891709209_n.jpg
প্রথমে সার্কেল করে নিব।


♻♻♻২য় ধাপ ♻♻♻

360086686_1432255060885280_6977127063388511114_n.jpg
ফুল এঁকে নিব।


♻♻♻৩ য় ধাপ ♻♻♻

356415727_271919748856100_728505865136306918_n.jpg
আবার সার্কেল করে নিব।


♻♻♻৪র্থ ধাপ ♻♻♻

359982470_618875506888061_385973329834036648_n.jpg
পাতা এঁকে ভরাট করে নিব।


♻♻♻৫ম ধাপ ♻♻♻

360075976_1330201131040859_7218434593092999342_n.jpg
ছোট ছোট পাতা এঁকে নিয়েছি।


♻♻♻৬ষ্ঠ ধাপ ♻♻♻

358520929_592312473017268_5337674223644343823_n.jpg

এঁকে নিয়েছি।

৭ম ধাপ

360053182_925471508548208_8158468541900597595_n.jpg

360040039_149218608182655_6217425367440818906_n.jpg

359540136_229067549499955_1804664856319521250_n.jpg

তারপর নাম লিখে নিব।
শেষ হয়ে গেলো আমার ম্যান্ডেলা। জানি না কেমন হলো ,খারাপ হলে ক্ষমা করবেন। সবার দেখাদেখি আমার ক্ষুদ্র প্রচেষ্টা। আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy mandala art
linksource

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 2 years ago 

আজ আপনি অনেক সুন্দর ভাবে ম্যান্ডেলা আর্ট করে আমাদের সাথে শেয়ার করেছেন। ম্যান্ডেলা আর্ট করতে খুবই সময় এবং ধৈর্যের প্রয়োজন। খুবই নিখুঁতভাবে আপনি আর্ট টি করেছেন। অনেক ভালো লেগেছে দেখে ধন্যবাদ।

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

 2 years ago 

আপু সার্কেল ম্যান্ডেলা আর্টটি দারুন হয়েছে। আপনি খুব সুন্দর আঁকেন।ভেতরের ছোট ছোট ডিজাইন গুলো খুব ভালো লাগে দেখতে।ম্যান্ডেলা আর্টগুলো খুব ভালো লাগে আমার।। আপনার উপস্থাপনা ও বেশ ছিল।ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার ম্যান্ডেলা টা কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনি অনেক নিখুঁতভাবে ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন দেখে খুব ভালো লেগেছে। ডিজাইনগুলো খুবই নিখুঁত ছিল যা দেখেই বুঝতে পারছি। আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে যতটুকু সম্ভব, ততটুকু অঙ্কন করার চেষ্টা করেছেন। এই পেন্সিল ম্যান্ডেলা আর্টটি যদি কালো কলম দিয়ে অংকন করা হতো, তাহলে আরো বেশি ভালো লাগতো দেখতে।

 2 years ago 

ম্যান্ডেলা আর্ট আমার খুব পছন্দের। আসলে আমি ম্যান্ডেলা আর্ট করতে যেমন পছন্দ করি, তেমনি ম্যান্ডেলা আর্ট দেখতেও আমার কাছে খুব ভালো লাগে। আমি বেশিরভাগ সময় তো চেষ্টা করি, এরকম ম্যান্ডেলা আর্ট গুলো অঙ্কন করার। ম্যান্ডেলা আর্টগুলো নিখুঁতভাবে অঙ্কন করলে অনেক বেশি আকর্ষণীয় লাগে। আর যে কোন কিছু সময় দিয়ে করলে দেখতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে।

 2 years ago 

আপনি খুবই সুন্দর করে একটি সার্কেল ম্যান্ডেলা করেছেন। আসলে ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময় এবং ধৈর্য সহকারে করতে হয়। ম্যান্ডেলা আর্ট আমিও পছন্দ করি সময় সুযোগ পেলেই বসে যায় ম্যান্ডেলা আর্ট করতে। যেকোনো জিনিস করতে যতো সময় ব্যবহার করা যায় জিনিসটা দেখতে ততো সুন্দর হয়।

 2 years ago 

ওয়াও অনেক সুন্দর একটি সার্কেল মান্ডালা প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।
বিশেষ করে অঙ্কন পদ্ধতির দারুন ভাবে উপস্থাপন করেছেন যে কেউ চেষ্টা করলে আপনার মত করে প্রস্তুত করে ফেলতে পারবে।

 2 years ago 

তাড়াতাড়ি ভাবেন অবশ্যই আপনার ভর্তা রেসিপি এর অপেক্ষায় রইলাম আপু। না জানি কোন ধামাকা নিয়ে আসেন আমাদের মাঝে। যাই হোক খুব সুন্দর একটি মেন্ডেলা আর্ট করেছেন। ভিতরে ডিজাইনগুলো খুব সুন্দর হয়েছে । মেন্ডেলা আর্ট আমার কাছে খুবই ভালো লাগে। আমিও মাঝেমধ্যে করি যদিও অনেক সময় লাগে।

 2 years ago 

আপনি খুব সুন্দর একটি সার্কেল ম্যান্ডেলা আর্ট করেছেন। ম্যান্ডালা আর্ট টি দেখতে খুবই সুন্দর লাগছে। খুব নিখুঁতভাবে সম্পন্ন করেছেন। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। সুন্দর একটি সার্কেল ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.25
JST 0.033
BTC 94370.54
ETH 1813.07
USDT 1.00
SBD 0.85