কয়েকটি ফুলের ফোটোগ্রাফি । -{১০% বেনিফিট @shy-fox এর জন্য}

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আমি @rahimakhatun
from Bangladesh

২২ ই পৌষ , ১৪২৯ বঙ্গাব্দ

১৮ ই জানুয়ারি ২০২৩ খৃস্টাব্দ ।


আজ রোজ মঙ্গল বার

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ



কয়েকটি ফটোগ্রাফি এক সাথে

325625275_535904651823350_5863616387402615788_n.jpg

ছবি তুলেছি@rahimakhatun

Device- samsung SM-A217F


মাঝে মাঝে নিজেই অনেক কনফিউড হয়ে যাচ্ছি, এইটা শীতকাল নাকি গরম কাল। এই বেশ শীত লাগছে আবার দেখি গরম ও লাগছে। বাহিরে বের হতে হলে ভাবতে হয় ছেলেকে গরম জামা পরিয়ে বের করবো নাকি না। কাল দেখলাম ছেলেকে গরম জামা পরিয়ে বের করলাম,পরে দেখি গরমে সে জ্যাকেট খুলে ফেলেছে। কবে যে আবার বেশি ঠান্ডা হানা দেয় কি জানি। যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি আমি। আজ বেশ সকাল সকাল পোস্ট করতে বসেছি। আজ আমি কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো। আমি কিছু ফুলের ফটোগ্রাফি করেছিলাম ,বেশ কিছু দিন আগে। আসলে সেইদিন একটা পেইজ থেকে বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছিল।ওই খানে বিভিন্ন রকমের গাছের সমারোহ ছিল। সেখান থেকে কিছু ফোটোগ্রাফি করলাম।

325899109_843754596689331_2935808838075170125_n.jpg

320255594_579822270197689_2654367870244382027_n.jpg

জবা ফুল

এই ফুলগুুলোর নাম হচ্ছে জবা ফুল। দেখতে অনেক সুন্দর। এই ফুলটি অনেক কালারের হয়ে থাকে। এবং প্রজাতি ও হয়ে থাকে। আমি এই খানে দুইটি কালারের ছবি তুলেছি। এই গাছের উচ্চতা ৮ফিট থেকে ১৬ ফিট হয়ে থাকে। পাতা গুলা সুবজ থাকে। এটি মালভেসি গোত্রের। ১৭৫৩ সালে আর নাম দেওয়া হয় Hibiscus rosa-sinensis .আর অনেক উপকারিতা আছে ।এর ওষুধি গুনাগুন অণেক।

325333104_830580618006236_8661425927585066949_n.jpg

হলুদ গোলাপ ফুল

এই ফুলের নাম হচ্ছে গোলাপ ফুল । দেখতে অনেক সুন্দর। এই ফুলটিকে ফুলের রানী বলা হয়। গোলাপ পৃথিবীর জনপ্রিয় তম ফুল। গোলাপের অনেক রকম রং হয়। সুন্দরতম ফুলগুলোর মধ্যে গোলাপ একটি। গোলাপ rosaceae পরিবারের rosa গণের। পৃথিবীতে অনেক প্রজাতির গোলাপ রয়েছে। গোলাপ গাছ অনেক দিন বাঁচে। আর উচ্চতা অনেক বড় হয়। গোলাপ গাছ সারা বছরেই বাঁচে ,ফুল ও সারা বছর হয়।

318194410_5584259811696850_3965232207224179436_n.jpg

টেকোমা স্ট্যান্স ফুল

এই ছবিটি টেকোমা স্ট্যান্স ফুলের। টেকোমা স্ট্যান্স দেখতে বেশ সুন্দর। আর আর কোন কালার আছে কিনা,আমার জানা নাই। এই বৈজ্ঞানিক নাম হচ্ছে
Tecoma stans.
.।

325670707_697724085360510_4660230058501249878_n.jpg

324625461_725683135925223_8106947972968798016_n.jpg

325912393_1592943077843814_9177879227698631327_n.jpg

326005901_1351768418696851_5314430920957236568_n.jpg
এই ফুলটার নাম এডেনিয়াম। আমার কাছে বেশ ভালো লাগে। এত এত কালার এবং বিভিন্ন রকমের হয়। গাছটাও একটু অদ্ভুত রকমের সুন্দর । ভালো লাগলো।

যাই হোক ,আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy flowers
linksource

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP