গল্প (ভালোবাসার মিথ্যা প্রতিশ্রুতি).পর্ব -২। 10% Beneficiary To @shy-fox 🦊}]

in আমার বাংলা ব্লগ2 years ago
১৩ই সেপ্টেম্বর ১৪২৯ বঙ্গাব্দ ।

এখন ষড়ঋতুর শরৎকাল

আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ ।
প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি ,আজকে আমি একটা মিষ্টি গল্পের বাকি অংশ নিয়ে হাজির হয়েছি ,এই প্রথম আমি গল্প লিখেছি ,খারাপ হলে ক্ষমা করবেন।

গল্পের প্রথম অংশের লিংক

source

for-you-g97f5411da_1280.png

source

তাফিয়া মনে মনে ভয় নিয়ে হাতে কাগজ নিয়ে চলে আসলো। ভয় এই জন্যই বাসার কেউ না আবার দেখে ফেলে। যাই হোক ওই দিনের মত আর কেউ দেখলো না। এই দিকে বড় ভাই প্রায় ফোন দিয়ে দেখা করার জন্য বলে কিন্তু তাফিয়ার সেই সাহস হয় না। অন্য দিকে তাফিয়া ফোন নম্বর তা এনেছিলো কিন্তু ফোন দেওয়া হয় নি। একদিন হঠাৎ করে বই গুছাতে যেয়ে নম্বরটা বইয়ের ভাজে পেয়েছে। কেন জানি মনে হলো ,একটা ফোন দেওয়ার জন্য। যেই ভাবা সেই কাজ ফোন দিলো ,ছেলেটার নাম্বারে। তারপর ছেলেটা কিভাবে যেন তাফিয়ার সাথে কথা বলে তাফিয়া পরিচয় দেওয়ার আগেই ছেলেটা বুঝতে পারলো।
কথা বলার এক পর্যায়ে মেয়েটিকে বললো আসলে আমার পাশের ফ্রেন্ডটি আপনাকে অনেক পছন্দ করেছে। ও তো অনেক লজ্জা পায়।তাই আপনাকে বলতে পারেনি ,তাই আমি সাহস করে বলে দিলাম। প্রথম দেখায় আপনার প্রেমে পরে গিয়েছে। তারপর তাফিয়া বেশ অবাক হয়ে গেলো ,কারণ তাফীয়ার তো ওকেই ভালো লেগেছিল। যাই হোক ছেলেটির নাম ছিল শীতল আর যে বন্ধু তাফিয়াকে পছন্দ করেছিলো তার নাম ছিল শান্ত।এরপর থেকে বন্ধু হিসাবে প্রায় শীতলের সাথে কথা হতো ,কিন্তু তাফিয়া কখনোই বলেনি যে শীতলকে তার পছন্দ। আর শীতল ফোন দিলেই তার বন্ধুর বেশ প্রশংসা করতো ,কিন্তু তাফিয়ার কেন জানি শান্তকে ভালো লাগতো না ,যদিও শান্ত ছেলেটা বেশ ভালো ছেলে।
কেন জানি শীতলের মুখে ওর কথা শুনলেই তাফিয়া বেশ রেগে যেত। তবে শান্ত ছেলেটা তাফিয়াকে অনেক পছন্দ করতো। তাফিয়া ওকে অনেক অপমান করার পর ও কখনো তাফিয়াকে কখনো কিছুই বলতো না। মাঝে মাঝে তাফিয়াকে শান্ত ফোন দিত ,কিন্তু তাফিয়া কখনোই শান্তর সাথে ভালো ব্যবহার করতো না। প্রায় তাফিয়া কলেজে যাওয়ার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকতো ,তাফিয়াকে এক নজর দেখার জন্য। আর মাঝে শান্ত চান্স পেলে একটি ভালো পাবলিক ভার্সিটিতে আর শীতল ভর্তি হলো প্রাইভেট মেডিকেল কলেজে। আর তাফিয়া ইন্টার সেকেন্ড ইয়ারে। যাই হোক শীতলের সাথে মাঝে মাখে বন্ধু হিসাবে তাফিয়া কথা বলতো ঠিকই কিন্তু শান্তর সাথে কথা একেবারেই কথা বলতো না। হঠাৎ একদিন তাফিয়া তার বাবা মায়ের সাথে গ্রামে যাবে একটা প্রোগ্রামে ,গাড়ি থেকে নামতেই অনেক বৃষ্টি শুরু হয়ে গিয়াছে ,একটু পা বারাতেই তাফিয়া দেখে শান্ত দাড়িয়ে আসে।

[চলবে ]

আজকে তেমন আর কিছু লিখবো না।আবার আসবো অন্য কোন দিন ,অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,এই প্রত্যাশায় শেষ করছি আমার আজকের ব্লগ।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 2 years ago 

মার্কডাউনগুলো ঠিক মতো হয় নাই এবং গল্পের ক্ষেত্রে লেখাগুলো আরো একটু বড় করতে হবে, মানে পর্ব বেশী না বাড়িয়ে লেখার সংখ্যা বাড়ানো উচিত। ধন্যবাদ

 2 years ago 

আসলে কাল লিখতে বসেছিলাম,শরীরটা মোটামুটি ভালো ছিলো,তারপর হঠাৎ এত খারাপ লাগছিলো,তাই এখানেই শেষ করে ফেলেছি।আশা করি সামনে ঠিক করে লিখবো ইনশাআল্লাহ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59404.52
ETH 2610.92
USDT 1.00
SBD 2.41