ভাগ্নির বিয়েতে একদিন।

in আমার বাংলা ব্লগ7 months ago

আমি @rahimakhatun
from Bangladesh
৩রা পৌঁষ ১৪২৯ বঙ্গাব্দ ।

১৯ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ ।


এখন ষড়ঋতুর শীতকাল ।

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ

411173735_270087562720831_2117579160090796009_n.jpg

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে লাইফস্টাইল পোস্ট নিয়ে হাজির হয়েছি। বেশ কিছু দিন আগে একটি বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলাম। বিয়ে বলতে সম্পর্কে আমার ভাগনি হয়। আমার কাজিনের মেয়ে। আমার কাজিন হলেও আমার থেকে বয়সে অনেক বড়। তার মেয়ে আর আমি দুই বছরের ছোট বড়। সম্পর্কে খালা ভাগ্নি হলেও আমাদের সাথে ফ্রেন্ডলি সম্পর্ক। প্রথমে তারা প্রোগ্রাম করবে না ঘরোয়া ভাবে বিয়ে হবে পরে প্রোগ্রাম হবে শুনেছিলাম। পরে চিন্তা করলো পরে প্রোগ্রাম খুব কমই হয়। তাই প্রোগ্রাম করে ফেললো। তাও আবার খুব কম সময়ে প্রোগ্রামের আয়োজন করলো। কারণ ছেলে বিদেশী। খুব কম সময়ের জন্য বাংলাদেশে এসেছে। বাহিরে তার নিজিস্ব বিসনেস আছে। তাই বেশি দিন থাকবে না। বিয়ে হয়ে গেলে পরে বৌ নিয়ে বিদেশে চলে যাবে।

410900340_1342119083160557_1406912754213913979_n.jpg

বিয়ে এক দিন আগে হয়ে গিয়েছিলো,পরের দিন প্রোগ্রাম। প্রোগ্রামের দিন অনেক বৃস্টি ছিল। আমরা ভিজে ভিজে কমিউনিটি সেন্টারে গিয়েছি। কমিউনিটি সেন্টার টা নতুন তবে বেশ সুন্দর। আমার ছেলে এবং আমার বোনের ছেলে এক সাথে হলে দুষ্টামির শেষ নেই। ভাবছিলাম ওদের কিছু ছবি তুলবো কিন্তু ওদের স্থির করতে পারছিলাম না। এত দুষ্টামি আর নড়াচড়া করছিলো ভালো করে ছবি তুলতে পারছিলাম না।

403407015_893859778846294_5482434058457294914_n.jpg
দুই জন দুই দিকে তাকিয়ে আছে। এত চেষ্টার পরও তাদের একটি ভালো ছবি তুলতে পারিনি।

411023322_344716371527738_6903593809706517246_n.jpg
বৌ এর ছবি। অনেক দূর থেকে তুলা। আসলে ক্যামেরা ম্যান দের জন্য ছবি কাছে যেতে পারছিলাম না। তাছাড়া মানুষ ও ছিল অনেক। তাই কাছ থেকে তেমন ছবি নিতে পারিনি।

403394877_307638562251708_8222447784104232001_n.jpg
বর আসতে দেরি হয়ে গিয়েছিলো বৃষ্টির কারণে রাস্তায় অনেক জ্যাম ছিল। বরের আসার সময় গেট ধরেছে মেয়ে কাজিন রা। গেটে টাকা দিয়ে তারপর কেচি দিয়ে ফিতা কেটে তারপর ভিতরে প্রবেশ করে। জামাই বেশ হাসিখুশি। বেশ মিশুক প্রকৃতির।

407225427_230582723395633_1507391280939497059_n.jpg
বিয়ে খেতে গেলাম খাওয়া দাওয়ার ছবি না তুললে হয়।

411268512_1847140919056253_2613537330758776180_n.jpg
বৌ কে সাজানো বেশ সুন্দর হয়েছে। ছবি তুলা বেশ ঝামেলা। যে তুলে তার তো ঝামেলা আছে যার ছবি তুলে তার ও অনেক কষ্ট পাওয়া লাগে। যাই হোক রেস্টুরেন্ট এর ইন্টিরিয়র বেশ সুন্দর। লাইটিং ও বেশ ভালো ছিল। আমরা সবার সাথে কথা বললাম। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করার জন্য বসে পরলাম।

যদিও বর আর বৌ এর একসাথে ছবি তুলতে পারিনি। আসলে রাত অনেক হয়ে গিয়েছিলো ,তাই সবার কাছ থেকে বিদায় জানিয়ে বাসায় চলে এসেছিলাম।

আজ আর নয়। আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে ,সেই পযর্ন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

ধন্যবাদ সবাইকে

device Galaxy A13
LocationDhaka
photograpy bride and groom
link(Source)

আমার পরিচয়


আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।


Sort:  
 7 months ago 

ভাগ্নির বিয়ের কাটানো মুহূর্তটুকু আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। সব থেকে বেশি ভালো লাগলো যে আপনাদের জামাই মিশুক প্রকৃতির মানুষ এটা জেনে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 7 months ago 

আত্নীয়দের প্রোগ্রাম মানেই আনন্দ করা।আসলেই জামাই বেশ মিশুক প্রকৃতির।ধন্যবাদ আপনাকে

 7 months ago 

বিয়ে প্রোগ্রামে গেলে অনেক বেশি মজা হয়। বেশ ভালো সময় পার করেছেন দেখছি। অবশ্যই বিয়ে বাড়ি গেলে তো খাওয়ার ছবি তুলতেই হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য

Posted using SteemPro Mobile

 7 months ago 

আসলেই বেশ মজা হয়েছে।খাওয়ার ছবি না তুললেই নয়।ধন্যবাদ আপনাকে

 7 months ago 

ভাগ্নির বিয়েতে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন। বউ কে তো সুন্দরভাবে সাজানো হয়েছে। খুবই সুন্দর লাগছে তাকে দেখতে। আসলে ফটোগ্রাফারদের জন্য এখনকার প্রোগ্রামে ভালো ভাবে ছবি তোলা যায় না। রেস্টুরেন্ট এর ইন্টিরিয়র টা আসলেই খুব সুন্দর। মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 7 months ago 

আসলে বউকে সুন্দর করে সাজানো হয়েছে তবে আমি তেমন ছবি তুলতে পারিনি ভালো করে।ধন্যবাদ আপনাকে

 7 months ago 

এটা ঠিক একবার বিয়ে ছোট করে হয়ে গেলে পরে বড় অনুষ্ঠান করা খুব কমই হয়। যাক অবশেষে আপনি বৃষ্টিতে ভিজে ভিজে গিয়েও বেশ ভালো সময় কাটিয়েছেন। বৌকে আসলেই অনেক সুন্দর লাগছে দেখতে। একদম ঠিক আপু ক্যামেরার ম্যানদের জন্য ভালো করে ছবি তোলা যায় না বিয়ে বাড়িতে গেলে। যাই হোক নতুন দম্পতির জন্য শুভকামনা রইলো।

Posted using SteemPro Mobile

 7 months ago 

পরে অনুষ্ঠানের কথা বলে আর তেমন একটা হয় না।বিভিন্ন কারনে।ধন্যবাদ আপনাকে।💐💐

 7 months ago 

বিয়ে মানেই আনন্দ, বিয়ে মানেই হৈ-হুল্লোড়, জমিয়ে খাওয়া দাওয়া।আপনার ভাগ্নির বিয়ের সব গুলো ফটোগ্রাফি সুন্দর হয়েছে। বৃষ্টিতে ভিজেই কমিউনিটি সেন্টারে যেতে হয়েছে। আপনার ও আপনার বোনের বাচ্চাদের খুনসুটি আনন্দ খুব ভালো লাগছে।ছোট মানুষ ওদের পোজ দিয়ে ছবি তুলতে হবে এমন অনুভূতি নাই।বউকে বেশ সুন্দর লাগছে দেখতে।বরও সুন্দর। সব মিলিয়ে অসাধারণ সুন্দর সময় কাটিয়েছেন। ধন্যবাদ

 7 months ago 

আসলেই বিয়ে মানেই আনন্দ। জমিয়ে খাওয়াদাওয়া ঠিকই কিন্তু তেমন একটা খাওয়া যায় না ঘ্রানে পেট ভরে যায়। ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57849.42
ETH 3122.29
USDT 1.00
SBD 2.43