ভাগ্নির বিয়েতে একদিন।
আমি @rahimakhatun
from Bangladesh
৩রা পৌঁষ ১৪২৯ বঙ্গাব্দ ।
১৯ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ ।
|
---|
আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ
বিয়ে এক দিন আগে হয়ে গিয়েছিলো,পরের দিন প্রোগ্রাম। প্রোগ্রামের দিন অনেক বৃস্টি ছিল। আমরা ভিজে ভিজে কমিউনিটি সেন্টারে গিয়েছি। কমিউনিটি সেন্টার টা নতুন তবে বেশ সুন্দর। আমার ছেলে এবং আমার বোনের ছেলে এক সাথে হলে দুষ্টামির শেষ নেই। ভাবছিলাম ওদের কিছু ছবি তুলবো কিন্তু ওদের স্থির করতে পারছিলাম না। এত দুষ্টামি আর নড়াচড়া করছিলো ভালো করে ছবি তুলতে পারছিলাম না।
দুই জন দুই দিকে তাকিয়ে আছে। এত চেষ্টার পরও তাদের একটি ভালো ছবি তুলতে পারিনি।
বৌ এর ছবি। অনেক দূর থেকে তুলা। আসলে ক্যামেরা ম্যান দের জন্য ছবি কাছে যেতে পারছিলাম না। তাছাড়া মানুষ ও ছিল অনেক। তাই কাছ থেকে তেমন ছবি নিতে পারিনি।
বর আসতে দেরি হয়ে গিয়েছিলো বৃষ্টির কারণে রাস্তায় অনেক জ্যাম ছিল। বরের আসার সময় গেট ধরেছে মেয়ে কাজিন রা। গেটে টাকা দিয়ে তারপর কেচি দিয়ে ফিতা কেটে তারপর ভিতরে প্রবেশ করে। জামাই বেশ হাসিখুশি। বেশ মিশুক প্রকৃতির।
বিয়ে খেতে গেলাম খাওয়া দাওয়ার ছবি না তুললে হয়।
বৌ কে সাজানো বেশ সুন্দর হয়েছে। ছবি তুলা বেশ ঝামেলা। যে তুলে তার তো ঝামেলা আছে যার ছবি তুলে তার ও অনেক কষ্ট পাওয়া লাগে। যাই হোক রেস্টুরেন্ট এর ইন্টিরিয়র বেশ সুন্দর। লাইটিং ও বেশ ভালো ছিল। আমরা সবার সাথে কথা বললাম। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করার জন্য বসে পরলাম।
যদিও বর আর বৌ এর একসাথে ছবি তুলতে পারিনি। আসলে রাত অনেক হয়ে গিয়েছিলো ,তাই সবার কাছ থেকে বিদায় জানিয়ে বাসায় চলে এসেছিলাম।
আজ আর নয়। আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে ,সেই পযর্ন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।
ধন্যবাদ সবাইকে
device | Galaxy A13 |
---|---|
Location | Dhaka |
photograpy | bride and groom |
link | (Source) |
আমার পরিচয়
আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।
>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
ভাগ্নির বিয়ের কাটানো মুহূর্তটুকু আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। সব থেকে বেশি ভালো লাগলো যে আপনাদের জামাই মিশুক প্রকৃতির মানুষ এটা জেনে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আত্নীয়দের প্রোগ্রাম মানেই আনন্দ করা।আসলেই জামাই বেশ মিশুক প্রকৃতির।ধন্যবাদ আপনাকে
বিয়ে প্রোগ্রামে গেলে অনেক বেশি মজা হয়। বেশ ভালো সময় পার করেছেন দেখছি। অবশ্যই বিয়ে বাড়ি গেলে তো খাওয়ার ছবি তুলতেই হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য
আসলেই বেশ মজা হয়েছে।খাওয়ার ছবি না তুললেই নয়।ধন্যবাদ আপনাকে
ভাগ্নির বিয়েতে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন। বউ কে তো সুন্দরভাবে সাজানো হয়েছে। খুবই সুন্দর লাগছে তাকে দেখতে। আসলে ফটোগ্রাফারদের জন্য এখনকার প্রোগ্রামে ভালো ভাবে ছবি তোলা যায় না। রেস্টুরেন্ট এর ইন্টিরিয়র টা আসলেই খুব সুন্দর। মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আসলে বউকে সুন্দর করে সাজানো হয়েছে তবে আমি তেমন ছবি তুলতে পারিনি ভালো করে।ধন্যবাদ আপনাকে
এটা ঠিক একবার বিয়ে ছোট করে হয়ে গেলে পরে বড় অনুষ্ঠান করা খুব কমই হয়। যাক অবশেষে আপনি বৃষ্টিতে ভিজে ভিজে গিয়েও বেশ ভালো সময় কাটিয়েছেন। বৌকে আসলেই অনেক সুন্দর লাগছে দেখতে। একদম ঠিক আপু ক্যামেরার ম্যানদের জন্য ভালো করে ছবি তোলা যায় না বিয়ে বাড়িতে গেলে। যাই হোক নতুন দম্পতির জন্য শুভকামনা রইলো।
পরে অনুষ্ঠানের কথা বলে আর তেমন একটা হয় না।বিভিন্ন কারনে।ধন্যবাদ আপনাকে।💐💐
বিয়ে মানেই আনন্দ, বিয়ে মানেই হৈ-হুল্লোড়, জমিয়ে খাওয়া দাওয়া।আপনার ভাগ্নির বিয়ের সব গুলো ফটোগ্রাফি সুন্দর হয়েছে। বৃষ্টিতে ভিজেই কমিউনিটি সেন্টারে যেতে হয়েছে। আপনার ও আপনার বোনের বাচ্চাদের খুনসুটি আনন্দ খুব ভালো লাগছে।ছোট মানুষ ওদের পোজ দিয়ে ছবি তুলতে হবে এমন অনুভূতি নাই।বউকে বেশ সুন্দর লাগছে দেখতে।বরও সুন্দর। সব মিলিয়ে অসাধারণ সুন্দর সময় কাটিয়েছেন। ধন্যবাদ
আসলেই বিয়ে মানেই আনন্দ। জমিয়ে খাওয়াদাওয়া ঠিকই কিন্তু তেমন একটা খাওয়া যায় না ঘ্রানে পেট ভরে যায়। ধন্যবাদ আপনাকে