এটা ঠিক একবার বিয়ে ছোট করে হয়ে গেলে পরে বড় অনুষ্ঠান করা খুব কমই হয়। যাক অবশেষে আপনি বৃষ্টিতে ভিজে ভিজে গিয়েও বেশ ভালো সময় কাটিয়েছেন। বৌকে আসলেই অনেক সুন্দর লাগছে দেখতে। একদম ঠিক আপু ক্যামেরার ম্যানদের জন্য ভালো করে ছবি তোলা যায় না বিয়ে বাড়িতে গেলে। যাই হোক নতুন দম্পতির জন্য শুভকামনা রইলো।
পরে অনুষ্ঠানের কথা বলে আর তেমন একটা হয় না।বিভিন্ন কারনে।ধন্যবাদ আপনাকে।💐💐