ঢেঁড়স খুবই উপকারী সবজি। ঢেঁড়সের পুষ্টিগুণ সম্পর্কে দারুন লিখেছেন আপু।এখন খুব একটা ঢেঁড়স ভর্তা খাওয়া হয়ে ওঠেনা। ছোটবেলায় ঢেঁড়সভর্তা খুবই পছন্দ করতাম। পিছলা পিছলা হওয়ায় খুব সহজেই ভাত গিলে ফেলতে পারতাম সেজন্য বেশি ভালো লাগতো। চমৎকার একটি রেসিপি শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ আপু।
অনেকে পিছলার জন্য ঢেড়ঁস ভর্তা খেতে পছন্দ করেন না। তবে আমার বেশ লাগে এই ভর্তা। ধন্যবাদ আপু।