||জীবনের আরও একটি অধ্যায় শেষ হলো আজ||
নমস্কার বন্ধুরা
হ্যাঁ সত্যিই ,আজ আমার জীবনের আরও একটি অধ্যায় শেষ হয়ে গেল। আজ আমি যেমন অত্যন্ত বেশি পরিমাণে খুশি একটি অধ্যায় প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে শেষ করতে পেরে। তেমনি আবার খুব দুঃখী অনেক চেনা মুখ গুলোকে হারিয়ে।
দীর্ঘ তিন বছরের যাত্রা ছিল এটি। এই তিন বছরে কোন ছুটি পায়নি আমরা ,এই নিয়ে কত অভিযোগ ছিল আমাদের সকলের মনে। একটা পরীক্ষা শেষ হয় তো আর একটা শুরু হয় সারা বছর একটা না একটা পরীক্ষা লেগেই আছে। তার উপরে একগাদা পড়ার চাপ তো আছেই।তাই একেবারে অধৈর্য্য হয়ে গিয়েছিলাম সবকিছুর প্রতি।
প্রথমদিকে পড়ার বিষয়বস্তুগুলো সহজ থাকলেও ধীরে ধীরে সেটা কঠিন হতে শুরু করল আর সবকিছু মিলে মাথায় একটা বোঝা মনে হতো। তবে আজ থেকে সেই বোঝার অবসান ঘটলো। কিছুদিন পর থেকে শুরু হবে আবার নতুন অধ্যায়। এই তিন বছরের অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের প্রিয় কলেজের সাথে , ক্লাসরুমের সাথে, ক্লাস না থাকলে সেই একসাথে আড্ডা দেওয়ার বকুলতলার সাথে আর কাছের অনেক বন্ধু-বান্ধবের সাথে।
আবার অনেক শিক্ষক-শিক্ষিকাদের সাথে অনেক মধুর সম্পর্ক গড়ে উঠেছিল। যেহেতু আমি অনেকটা দূর থেকেই কলেজে যাতায়াত করতাম, তাই প্রায় সময়ই কোন না কোন ক্লাস টিচারের সাথে দেখা হয়ে যেত আর তাদের সাথে গল্প করতে করতেই কলেজে পৌঁছে যেতাম । তাই তাদের সাথে আমার সম্পর্কটা বেশ অন্যরকম। আবার অনেক টিচারদের সাথে ক্লাসরুমের থেকেই খুব সুন্দর সম্পর্ক গড়ে তুলেছিলাম। তাই তাদের কথাও খুব মনে পড়বে।
প্রত্যেকটা সেমিস্টার খুব ভালোভাবে কাটলেও ,শেষের এই সেমিস্টারে এসে যেন খুব ঘাবড়ে গিয়েছিলাম, পাঠ্য বিষয়বস্তু গুলোও অন্যান্য সেমিস্টার গুলোর তুলনায় অনেক বেশি কঠিন ছিল তার ওপরে যেহেতু এম.এস.সি তে অনেকে ভর্তি হবে সেই জন্য পরীক্ষা প্রায় দু মাস এগিয়ে নিয়ে এসেছে ,সুতরাং সময় অনেক কম পেয়েছি তাই পরীক্ষাগুলো কেমন হবে এই নিয়ে বেশ কিছুদিন ধরে চিন্তার মধ্যে ছিলাম । আজ শেষ চিন্তার অবসান ঘটলো খুবই সুন্দর সাফল্যের সাথে।
তবে আরও একদিন আমাদের সকলের সাথে দেখা হবে, সেটা হয়তো এক মাস পর। সেদিন আমরা ক্লাস করতে নয়, যাব রেজাল্ট আনতে।আশা করছি, এই পরীক্ষার ফলাফল সকলের অনেক ভালো হবে আর সকলে মিলে খুব সাফল্যের সাথে নতুন অধ্যায়ের শুরু করতে পারবো।
পোস্ট বিবরণ | জেনারেল রাইটিং |
---|---|
ডিভাইস | realme 8i |
ফটোগ্রাফার | @pujaghosh |
জীবনের এই অধ্যায় গুলো পেরিয়ে একদিন ঠিক আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ। জীবনে এই চড়াই উৎরাই আর বিভিন্ন পরীক্ষার আয়োজন রয়েছে বলেই হয়তো সবকিছু বৈচিত্র্যময়। যাইহোক আবারো হয়তো খুব তাড়াতাড়ি নতুন আরো একটি অধ্যায়ের সূচনা হবে সাফল্যের সাথে এই কামনা করছি।
অনেক ধন্যবাদ জানাই ভাই আপনাকে, আমার সাফল্য কামনার জন্য। আপনার জন্যও অনেক শুভকামনা রইল।
সত্যি কথা বলতে এই স্বস্তির নিঃশ্বাসটা অনেকটাই ভয়ের। কারণ তুমি জীবনের আরো একটা নতুন অধ্যায়ে পা দিলে এবং এই অধ্যায়টা অনেক বেশি কঠিন এবং বন্ধুর। তোমাকে জীবন সংগ্রামে নেমে পড়তে হবে এখন থেকেই। তবে এটা সত্যি কথা যে কলেজ লাইফে থাকা অবস্থায় আমাদের মনে হয় যে কবে কলেজে শেষ হবে। বিশেষ করে এত এত পরীক্ষা, এতো এতো এসাইনমেন্ট। সবমিলিয়ে কেমন যেন একটা ব্যস্ততার মধ্যে দিয়ে যায় জীবনটা। তবে কলেজ লাইফ শেষ হওয়ার পর মনে হয় এটাই হয়তো ভালো ছিল।
হ্যাঁ ,এখন থেকে জীবন আরও বেশি কঠিন হয়ে গেল। ধন্যবাদ তোমাকে সুন্দর একটি গোছানো মন্তব্যের জন্য।
সত্যি বলতে নির্ধারিত সময়ের আগে যদি পরীক্ষাটা কাস্ট করে ফেলে তখনতো ভয় লাগার কথা।তবে সবকিছু ঠিকঠাকভাবে সমাপ্তি ঘটেছে এটা জেনে খুব ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
হ্যাঁ ভাই, সবকিছুই ভালো মত সম্পন্ন হয়েছে এটাই ভালো । আপনিও অনেক ভালো থাকবেন।