বৃষ্টির দিনে তোলা কিছু এলোমেলো ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার বন্ধুরা


আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভাল আছেন। আমিও ভাল আছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করেই, আমার আজকের ব্লগটি শুরু করতে চলেছি।


গতকাল সকাল থেকে আমাদের বারাসাতে বেশ ভালো রকমের বৃষ্টি হচ্ছিল। তবে হঠাৎ করেই বেশ খানিকটা টেনশন হচ্ছিল, কারণ আমার সপ্তাহে দুইদিন কম্পিউটার ক্লাস থাকে এবং সেটা গতকালই ছিল। তাই যদি একদিনের জন্য হলেও কম্পিউটার ক্লাস মিস হয়ে যায় তাহলে সেই গ্যাপ পূরণ করতে গিয়ে রীতিমতো আমাকে অনেক দৌড়াদৌড়ি করতে হবে। তাই অনেকটাই মনে মনে ইচ্ছা ছিল যেন দুপুর নাগাদ বৃষ্টিটা একটু কম হয়। সত্যি কথা বলতে সকাল সাড়ে নয়টা নাগাদ বৃষ্টি অনেকটাই কমে গেছিল তারপর আস্তে আস্তে পুরোপুরি কমে যায় এগারোটা বাজতে বাজতে। এর জন্য আমি অনেকটাই নিশ্চিত হয়ে কম্পিউটার ক্লাস করতে চলে গেছিলাম। মোটামুটি আমার ক্লাস শেষ করে সেখান থেকে বেরোতে বেরোতে দুপুর একটা বেজে যায়। যেহেতু দেরি করে ক্লাস শুরু করেছিল তাই মোটামুটি আধা ঘন্টা সময় বেশি লেগেছিল।


যাইহোক পড়া শেষ করার পর বারাসাত স্টেশন আমার কিছু কাজ ছিল। তাই সেখান থেকে কাজ শেষ করে আমি অনেকটা রেললাইনের ভেতর দিয়ে হাঁটতে হাটতে বাড়ির দিকে আসছিলাম। এই সময়টাতে রাস্তার দুই পাশে আমার চোখে বেশ কিছু বৃষ্টি ভেজা ফুলের গাছ চোখে পড়ে, যেগুলো আমাকে অনেক বেশি আকর্ষিত করছিল। এমনিতেও ফটোগ্রাফি করার শখ আমার কোন কালেই ছিল না। তবে এই কমিউনিটিতে জয়েন করার পর থেকে ইচ্ছাটা ধীরে ধীরে অনেকটাই বেড়ে গেছে। তাই কোন কথা আগে পরে চিন্তা না করেই ফটো তোলা শুরু করে দিলাম। যদিও ফটোগ্রাফি গুলো খুব বেশি একটা ভালো হয়নি তারপরও চেষ্টা করেছি যতটা সুন্দর করে তোলা যায় আরকি। চলুন তাহলে ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

InShot_20230630_190740220.jpg

20230628_150429.jpg

20230628_150437.jpg

দেশি ফুরুস হচ্ছে লাগের্স্ট্রমিয়া গণের একটি প্রজাতি। এরা গুল্মজাতীয় উদ্ভিদ। সৌন্দর্যের দিক দিয়ে এটি খুব অনন্য। সম্ভবত চিনের প্রজাতি। প্রায় চার মিটার পর্যন্ত উঁচু হতে পারে। এরা শক্ত, ডালপালা ভরা পত্রমোচি গাছ। কাণ্ড বাদামি মসৃণ। এই ফুলের বেগুনি রংটা আমাকে সবসময় অনেক বেশি আকর্ষিত করে।

20230628_150721.jpg
এই ফুলের ফটোটা তুলেছিলাম একটা বাড়ির ভেতরের বাগান থেকে। তবে বাতাসের কারণে সঠিক ফটো তুলতে পারিনি। এই ফুল গাছকে গুল্ম জাতীয় উদ্ভিদ বললে আসলে ভুল হবে, অনেকটাই বৃক্ষ জাতীয় উদ্ভিদ। তবে ফুলগুলো গাছে ফুটে থাকলে যথেষ্ট সুন্দর লাগে দেখতে।

20230628_150558.jpg
এটাতো বেলি ফুল সেটা আপনারা সকলেই জানেন। তবে গাছে তখনও ফুল ফোটেনি শুধুমাত্র কলি ছিল তাই সেটারই ফটো তুলতে বাধ্য হয়েছিলাম।

20230628_150604.jpg
এটা হল আমাদের সকলের পরিচিত পেঁপে গাছ। যেটা একটা পরিত্যক্ত বাড়ির আঙ্গিনায় ধরেছিল। মনে হচ্ছিল ওখান থেকে দুই একটা পেঁপে ছিড়ে বাড়ি নিয়ে যাই। পরে ভাবলাম অন্যের জিনিসে হাত দিয়ে কি হবে।

20230628_152632.jpg

20230628_152614.jpg
এটা আমাদের সকলের অতি পরিচিত রঙ্গন ফুলের গাছ। এই ফুলের সৌন্দর্য এতটাই যে অধিকাংশ বাড়ির আঙিনায় একটা হলেও এই ফুল গাছ দেখা যায়। বিশেষ করে যখন ফুলগুলো গাছে ফুটে থাকে তখন বাড়ির সৌন্দর্যই পরিবর্তন হয়ে যায়।

20230628_150639.jpg

20230628_150633.jpg

এই গাছটাকে ইংরেজিতে Ixoroideae বলা হয়ে থাকে তবে এই গাছের ফুলগুলো অনেকটা গাছের পাতার মতো দেখতে। আপনি দূর থেকে খেয়াল করলে বুঝতে পারবেন যে গাছে লাল রঙের ফুল ফুটে আছে। তবে কাছে গেলে দেখতে পাবেন যেগুলো কচি পাতা। এই গাছটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে।


ডিভাইসrealme 8i
ফটোগ্রাফার@pujaghosh
লোকেশনবারাসাত

আজ আর নয় ।আজ এই পর্যন্তই শেষ করছি ।ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে , আবারও নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

Sort:  
 last year 

বৃষ্টির দিনে ধারণ করা দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে রঙ্গন ফুলের ফটোগ্রাফি এবং জারুল ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 last year 

রঙ্গন ফুলের ফটোগ্রাফিটি ,আপনার কাছে ভালো লেগেছে জেনে ,অনেক খুশি হলাম ভাই ।ধন্যবাদ আপনাকে ,অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

বৃষ্টিময় দিনে অসাধারণ ফটোগ্রাফি করেছেন। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আসলে ফুলের সৌন্দর্যতা হৃদয় ছুয়ে গেলো প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। কাঁচা পেঁপে মাখা খেতে খুবই দারুণ। এত চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

ঠিক বলেছেন ভাই, কাঁচা পেঁপে মাখা খেতে খুবই ভালো লাগে। আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 last year 

বৃষ্টির মাঝে আপনি খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। শুনে খুব ভালো লাগলো বৃষ্টির মাঝেও আপনি আপনার কম্পিউটার ক্লাস মিস করেন নাই। রাস্তার পাশ থেকে খুব সুন্দর করে ফটোগ্রাফি গুলো করেছেন। তবে আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ। সব গুলো ফটোগ্রাফি সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

হ্যাঁ আপু ,সপ্তাহে দুই দিনই তো ক্লাস থাকে তাই মিস না করারই চেষ্টা করি। আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আপু ।ধন্যবাদ আপনাকে।

 last year 

এপার ওপার দুই বাংলাতেই প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির জন্য ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। আপনার ভাগ্য ভালো যে আপনার কম্পিউটার ক্লাসের আগে বৃষ্টি কিছুটা থেমে গিয়েছিল। আপনাকে হয়তো কম্পিউটার ক্লাস টি করার সুযোগ দিয়েছিল। ধন্যবাদ দিদি।

Posted using SteemPro Mobile

 last year 

ঠিকই বলেছেন ভাই ,কম্পিউটার ক্লাস করার সুযোগ করে দেওয়ার জন্যই হয়তো, বৃষ্টিটা থেমে গিয়েছিল, হি হি হি।


This is a manual curation from the @tipu Curation Project.
Also your post was promoted on Twitter by the account josluds

@tipu curate

 last year 

আসলে বর্তমান সময়ে বৃষ্টির কারণে আমাদের চলাফেরা অনেক বেশি ব্যাঘাত সৃষ্টি করছে তবুও আমরা বসে নেই আমরা আমাদের ইচ্ছেমতো কাজ কর্ম করছি। অবশেষে এটা যেন ভালো লাগলো যে আপনি কম্পিউটার ক্লাস মিস করেন নি ক্লাস করেছেন। যাইহোক খুবই সুন্দর কিছু বৃষ্টি ভেজা ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। ফটোগুলো আপনি দারুণভাবে ক্যাপচার করেছেন। এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

হ্যাঁ ভাই ক্লাস মিস করতে ,আমি একেবারেই চাই না ।তাই চলে গিয়েছিলাম বৃষ্টি থামলে ক্লাসে। আমার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই ।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।।

 last year 

বৃষ্টির দিনে বৃষ্টি ভেজা অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি তুলে আজ আপনি আমাদের মাঝে পোস্ট করেছেন। আপনার এই বৃষ্টি ভেজা ফুলগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। খুব সুন্দর ভাবে ক্যামেরা বন্দি করেছেন প্রত্যেকটা ফুল। আমার কাছে অনেক ভালো লেগেছে এই সুন্দর ফুলের ফটোগ্রাফি পোস্ট।

 last year 

বৃষ্টি ভেজা ফুলের ফটোগ্রাফি গুলো, আপনার কাছে ভালো লেগেছে জেনে, অনেক খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে।

 last year 

যাইহোক কম্পিউটারের ক্লাস করতে গিয়ে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। যদি এখন বৃষ্টির কারণে ঘুরতে অনেক অসুবিধা হয়। তবে আপনার কম্পিউটারের ক্লাস থাকার কারণে সুবিধা হয়েছে। সে কারণে আপনি এত সুন্দর ফটোগ্রাফি গুলো করেছেন। তবে আপনার সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। অনেক সুন্দর করে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

বৃষ্টি ভেজা ফুলের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

বৃষ্টির দিনে ফটোগ্রাফি করতে আমারও বেশ ভালো লাগে দিদি। বৃষ্টির দিনে তোলা আপনার শেয়ার করা দেশি ফুরুস ফুল, বেলি ফুল, রঙ্গন ফুল, পেঁপে গাছ ও Ixoroideae গাছের ফটোগ্রাফি গুলো বেশ দারুণ ছিল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60935.93
ETH 2645.60
USDT 1.00
SBD 2.56