||নাটক রিভিউ:-বউ বেশি বুঝে||
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
---|
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে নাটক রিভিউ:-বউ বেশি বুঝে আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন পোস্ট নিয়ে আসার।তো প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে নাটক রিভিউ আপনাদের মাঝে শেয়ার করার।আসলে বাংলা এইরকম বিনোদন নাটক গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে।আর আমি বেশির ভাগ মুশফিক আর ফারহানের নাটক অনেক দেখি।বলতে গেলে ফারহানের ভক্ত আমি এবং তার অভিনয় গুলো আমার কাছে বেশি ভালো লাগে।তো আজকে যে নাটক টি শেয়ার করব এই নাটকটা আমার কাছে অনেক ভালো লাগছিল যার কারণে আপনাদের মাঝে শেয়ার করা।আপনারা সকলেই জানেন মোশাররফ করিমের নাটক গুলো কেমন হয়ে থাকে।আসলে এই নাটকের মধ্যে আমি অনেক বিনোদন পেয়েছি যার কারণে আপনাদের মাঝে শেয়ার করতে আসলাম।যাইহোক আশা করছি আমার নাটকের রিভিউ পড়ে আপনাদের কাছেও ভালো লাগবে।তাহলে দেরি না করে শুরু করা যাক
নাটকের নাম | বউ বেশি বুঝে |
---|---|
অভিনয় | মোশাররফ করিম,তানিয়া বৃষ্টি,আরো অনেকে |
পরিচালক | জুবায়ের ইবনে বাকার |
মুক্তির তারিখ | ২১শে মে ২০২৫ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
দৈর্ঘ | ৪৩:৪৮ |
নাটকের শুরুতেই মোশারফ করিম ও তার বউ তারা দুজনে গাড়িতে করে বাসায় যাচ্ছিল।তারা বাসায় যাচ্ছিল ঠিকই কিন্তু গাড়ির মধ্যেই তাদের ঝামেলা শুরু হয়ে যায়।আসলে মোশারফ করিমের বউ একটু বেশি বুঝতো এইজন্য তার সঙ্গে সব সময় প্যাচাল পারতো তার বউ।তো বাসায় আসার পরে বেশ দুই দিন পরে মোশারফ করিম অফিস থেকে বাসায় আসলো।এখন বাসায় এসে দেখে তার বউ রান্না করছে কিন্তু সে যে খাবে তাকে খাওয়া-দাওয়ার কোন খেদমত করতেছেনা তার বউ।তখন মোশারফ করিম অনেক রাগ হয়ে তাকে বকাঝকা করলো এবং বলল যে আমি অফিস থেকে আসলাম আমি রান্না এনে খেলাম
সব আমাকে সবকিছু করতে হবে এগুলো কেনো।
তো এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে তাদের মধ্যে কিন্তু সব সময় ঝামালা লেগেই থাকে।তো একদিন মোশারফ করিম বাসায় বসে টিভি দেখছিল এবং তার বউকে চা আনতে বলছিল।তো তার কথা অনুযায়ী সে চা আনলো কিন্তু চা দিতে না দিতেই সে বসে খাওয়া শুরু করলো।যখন মশারফ করিম বলল যে এটা তোমার কোন ব্যবহার।যাইহোক এভাবে তাদের ঝামেলা সব সময় লেগেই থাকতো।তো একদিন তার বউ তাকে গলা উঁচু করে বলে যে আমি তোমার ইনকামের কোন কিছু খাবো না।আমিও শিক্ষিত আমি জব করে নিজে কিছু করে খাবো।তখন মোশারফ করিম বলল যে তোমার যা ইচ্ছে তুমি তাই করো।
তো তখন আস্তে আস্তে তার বউ বাসায় ইউটিউব চ্যানেল খুললো এবং ইউটিউবের মাধ্যমে সে শাড়ি সেল দেওয়ার কাজে লেগে পরলো।কিভাবে কি শাড়ি সেল দেওয়া যায় সে ক্ষেত্রে সে লাইভে ভিডিও করতো।এভাবেই তাদের বেশ কয়েকদিন চলে গেলো।তো একদিন মোশারফ করিম ও তার বউ বাজার যাচ্ছিল এবং হঠাৎ করেই ছিনতাইকারী তাদের কে আটকে রাখে।এবং বলে যে তোদের কাছে যা যা আছে সব আমাদেরকে দিয়ে দাও।এখন তার বউ এগুলো কথা শুনে নিচে নেমে তাদেরকে অনেক বকাঝকা করল এবং উল্টো তাদেরকেই ভয় দেখালো।এবং তার কথা অনুযায়ী তারা ভয় পেয়ে তার ব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে যায়।
যাইহোক নাটকটি বেশ শেষের দিকে তখন মোশারফ করিম ও তার একজন মেয়ে কলিগকে নিয়ে রেস্টুরেন্টে খেতে আসছিল।এবং তারা খেতে শুরু করেছিল এবং সেই সময় তার বউ এসে তাদেরকে দেখতে পায়।তখন শুরু হয়ে গেল তাদের তিনজনের মধ্যে ঝামেলা।এদিকে মোশারফ করিম চুপচাপ বসে খাচ্ছিল।এখন তার বউ বলে যে আমি কোন মানুষের সঙ্গে সংসার করি। সেই কিনা তার মেয়ে কলিগকে নিয়ে বাইরে খেতে আসছে।তো এই ভাবেই তাদের মধ্যে ভুল বোঝাবুঝি শুরু হয়ে গেলো।যাইহোক বেশ কিছুদিন যাওয়ার পরে মোশারফ করিমের বউ সব কিছু বুঝতে পারে এবং তার কাছে গিয়ে সে মাফ চাইলো।নাটকটি এখানেই শেষ হয়ে যায়।
যাইহোক নাটকটি আমার কাছে ভীষণ ভালো লাগছিল।আর এমনিতেই মোশারফ করিমের নাটক গুলো অনেক বিনোদন হয়ে থাকে।এই নাটকটির মধ্যেও অনেক বিনোদন আছে দেখলেই সবকিছু বুঝা যাবে।যাইহোক আশা করছি আপনারা নাটকটি দেখবেন এবং আপনাদের কাছেও ভালো লাগবে।তাহলে আজকের মত আমি এখানেই বিদায় নিলাম।আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
ডিভাইস | Tecno camon 20 |
---|---|
ফটোগ্রাফার | @polash123 |
লোকেশন | দিনাজপুর |
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন। |
---|
You can also vote for @bangla.witness witnesses
![]() |
---|
আজকের ডেইলি টেস্ক প্রুফ।।
https://x.com/Polashislam681/status/1958890069680402627?t=027E-w05jwQtpG77jQIgQg&s=19
https://x.com/Polashislam681/status/1958888918524600531?t=9cRvNveklT6NpjaQEkIHxA&s=19
https://x.com/Polashislam681/status/1958887947866108171?t=7keehzgQaTR_SQ6P0-sYUg&s=19
টুইটার লিংক
https://x.com/Polashislam681/status/1958551721090973902?t=m3uToa4Q9RD0az2aXlczgQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
অনেক সুন্দর একটা নাটকের রিভিউ আপনি আজকে আমাদের সবার মাঝে শেয়ার করে নিয়েছেন। নাটকটার রিভিউ পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। সুন্দর সুন্দর নাটকগুলো আমি অনেক পছন্দ করি। নাটকটা না দেখা হলেও রিভিউটা পড়ে ভালো লেগেছে। এত সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
খুবই সুন্দর একটা নাটকের রিভিউ করেছেন আপনি। আসলে নাটকের রিভিউ পোস্ট দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। যে নাটকটি আমি দেখি নাই সে নাটক দেখার সুযোগ হয়। কারণ সব সময় আপনারা সুন্দর নাটক গুলোর রিভিউ করে থাকেন। চমৎকার একটি নাটকের রিভিউ করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাই সব সময় সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।