You are viewing a single comment's thread from:
RE: গাছ লাগানো যেন আমাদের নেশায় পরিণত হয়ে গিয়েছে
আগের পোস্টেই বললাম, যে আপনি আপনার স্কুলের সঙ্গে ওতোপ্রত ভাবে জড়িত।ঠিক ঠিক এই পোস্ট সেটাই দেখলাম। সত্যি গাছ লাগানো একটা নেশা। বিশেষ করে বীজ থেকে যারা গাছ উৎপন্ন করে তাদের জন্য সেই গাছের প্রতি টান আরও বেশি হয়। যাই হোক আপনি একটু বেশি মূল্য দিয়েই না হয় গাছের চারা কিনলেন। পরেরবার থেকে যেখানে একটু কম মূল্য পাবেন, সেখান থেকে নিয়ে আসবেন। এতে আপনার সুবিধা হবে।পকেটের দিকটাও তো দেখতে হবে। আর সত্যিই এই কথা কজন ভাবে যে মৌসুমের গাছ মারা গেলে বাগানে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, তাই আগের থেকেই গাছ লাগাই। আর আপনার যে গাছ লাগানো বা বৃক্ষ পরিচর্যায় কোন অলসতা নেই সেটাই এর আগেও প্রমাণ পেয়েছি।
পরবর্তী বছর বীজ থেকে চারা উৎপন্ন করব বলে সিদ্ধান্ত নিয়েছি।