You are viewing a single comment's thread from:

RE: গল্প: ভৌতিক পাহাড় শিলডং (পর্ব: ০১) || Story : The ghostly mountain Shildong

in আমার বাংলা ব্লগ2 years ago

ছোটবেলায় ঠাম্মা যখন গল্প বলত, সেই গল্পের কথা মনে পড়ছে।এরকমই একটা গল্প শুনেছি। ঠাম্মা বলতো যে গ্রামের লোকেরা খাবার নিয়ে গুহার মুখে রেখে আসতো।নয়তো গ্রামের একটা মানুষ আর গরু-ছাগল হারিয়ে যেত। তাই তারা পাহাড়ের গুহায় থাকা রাক্ষস কে রাগাতো না। কথাগুলো মনে পড়ে যাচ্ছে। জানিনা আপনি গল্পটা নিজের মতো করে লিখছেন নাকি কোথা থেকে ইনফরমেশন পেয়েছেন ওই জায়গা সম্পর্কে তার ব্যাপারে কোন আইডিয়া নেই। তবে এরকম পাহাড়ি অঞ্চলে অনেক রহস্য লুকিয়ে রয়েছে আর সেটা বাস্তব। দ্বিতীয় পর্বটা পর্ব বলে প্রথম পর্ব টা পড়ে গেলাম।

Sort:  
 2 years ago (edited)

জানিনা আপনি গল্পটা নিজের মতো করে লিখছেন নাকি কোথা থেকে ইনফরমেশন পেয়েছেন ওই জায়গা সম্পর্কে তার ব্যাপারে কোন আইডিয়া নেই।

ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য। আসলে বিষয়টি হচ্ছে কোথাও থেকে ইনফরমেশন পেয়ে লিখলে সোর্স এখানে অবশ্যই উল্লেখ করতাম। এখানে পুরো গল্পটাই নিজের কল্পনা শক্তি থেকে লিখার চেষ্টা করেছি। আশাকরি আপনাকে কিছুটা ধারণা দিতে পেরেছি গল্পটা সম্পর্কে। আমি মাঝে মাঝেই এধরনের গল্প লিখে থাকি। অসংখ্য ধন্যবাদ আপু, ভালো থাকবেন।
আর তৃতীয় পর্ব আরো দারুন হতে যাচ্ছে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.14
JST 0.030
BTC 68183.21
ETH 3545.21
USDT 1.00
SBD 2.82