You are viewing a single comment's thread from:
RE: মানব মস্তিষ্ক যতটা সহজ ততটাই জটিল।
আমি আপনার বিগত পোস্টেও দেখলাম। এখানেও দেখলাম। কিছু মানুষ থাকেই বিকৃত মস্তিষ্কের। এদের জীবনে সত্যিই কিছু করে দেখানোর এলেম নেই। খেটে কাজ করা, কোন কিছু অ্যাচিভ করা সেই ক্ষমতা নেই। দু অক্ষর লিখতে এদের কলমের নিব ভেঙে যাবে। কিন্তু আকাঙ্ক্ষা হয় আকাশ চুম্বী। এদের উদ্দেশ্য থাকে একজন স্ট্রাগলার কে ডিচ করে নিজে উপরে ওঠা। কিন্তু এরা জানে না এসব করে এগোনো যায় না। কোন বাজে কথায় কান না দিয়ে ঞিজের লক্ষ্যে এগিয়ে চলুন। আমরা সকলে আছি পাশাপাশি।